ETV Bharat / sports

EB Working Committee Meeting : বিনিয়োগকারী সংস্থাকে স্বত্ব ছাড়া আজ বৈঠক লাল-হলুদে - EB working committee officials to meet today

বিনিয়োগকারী সংস্থা ইমামিকে স্বত্ব ছাড়ার বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসছে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি (EB officials to meet today to discuss about football rights) ৷ আজ বিকেলে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হবে এই বৈঠক ।

east-bengal-working-committee-meeting-on-releasing-club-rights
east-bengal-working-committee-meeting-on-releasing-club-rights
author img

By

Published : Jun 7, 2022, 10:46 AM IST

কলকাতা, 7 জুন : নবান্ন থেকে বিনিয়োগকারী ঘোষণা, এরপর ক্লাব-কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামি (Emami) কর্তাদের বৈঠকের পরে, প্রথমবার লাল-হলুদে কার্যকরী কমিটির বৈঠক ৷ লগ্নিকারী সংস্থাকে কোন মর্মে স্বত্ব দেওয়া হবে, মঙ্গলবার বিকেলের বৈঠকে কার্যকরী কমিটির আলোচনার বিষয়বস্তু মূলত এটাই (EB working committee officials to meet today ) ৷ এর আগে বিনিয়োগকারী সংস্থার চার প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন ক্লাব-কর্তারা ৷ ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দু'পক্ষের প্রতিনিধিরা ৷

তবে কোন পক্ষের কাছে কত শতাংশ শেয়ার থাকবে ? তা এখনও স্পষ্ট হয়নি ৷ যদিও একটা বিষয় পরিষ্কার যে এবার শুধুমাত্র ফুটবল স্বত্বই লগ্নিকারীর হাতে তুলে দেবে ক্লাব ৷ বাকি সমস্ত খেলাধুলোর বিষয় ক্লাব নিজেই দেখবে ৷ আগামী দেড়-দু'সপ্তাহের মধ্যে শেয়ারের শতাংশটাও পরিষ্কার হয়ে যাবে বলে ক্লাব সূত্রে খবর ৷ ফলত মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের গুরুত্ব যথেষ্ট ৷ কারণ গত কয়েক বছরে ক্লাব এবং দুই বিনিয়োগকারীর সঙ্গে গাঁটছড়া মোটেই সুখকর হয়নি ৷

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে স্বত্ব নিয়ে আলোচনা জারি রাখার পাশাপাশি দল গঠনেও গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল ৷ দলবদলে যাতে তারা পিছিয়ে না পড়ে, সেদিকে নজর রাখছেন লাল-হলুদ কর্তারা ৷ দল গঠনের বিষয়ে যেহেতু ক্লাব কর্তারা অভিজ্ঞ, তাই তাঁদের হাতেই ফুটবল টিম গড়ার দায়িত্ব থাকতে পারে ৷ শ্রী সিমেন্টের সঙ্গে বিবাদের অন্যতম কারণ ছিল, তারা গোটা ক্লাবের মালিকানা চেয়েছিলেন ৷ ক্লাব কর্তারা তাতে রাজি হননি ৷ প্রথমিক ভাবে আইএসএল খেলার তাগিদে দ্রুত প্রাথমিক চুক্তিপত্রে সই করে দিলেও, মূল চুক্তিতে সই করেননি ক্লাব কর্তারা ৷ সেই কারণেই আর বিনিয়োগ করতে চায়নি শ্রী সিমেন্ট ৷

আরও পড়ুন : Asian Cup Qualifier : এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রাহুল ভেকে

এরপর গত 25 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৌজন্যে ইমামি গ্রুপকে বিনিয়োগকারী হিসেবে পেয়েছে ইস্টবেঙ্গল ৷ নবান্নে যা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তবে, কোন শর্তে এই চুক্তি হবে ? তার এক্সিট ক্লজ কী থাকবে ? তা ঠিক হয়নি সেদিন ৷ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, এই বিষয়ে দু'পক্ষ বসে ঠিক করে নেবে ৷ ইস্টবেঙ্গলের বিনিয়োগ সমস্যা যে তাঁকে ভাবাচ্ছিল, তাও সেদিন গোপন করেননি মমতা ৷

এদিকে সার্থক গোলুইয়ের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের ৷ তবে টার্গেট করলেও জারমানপ্রীত সিং, মনোতোষ চাকলাদারকে পাচ্ছে না লাল-হলুদ ৷ মনোতোষকে সই করিয়ে নিয়েছে চেন্নাইয়ন এফসি ৷ জারমানপ্রীত গিয়েছেন জামশেদপুরে ৷

কলকাতা, 7 জুন : নবান্ন থেকে বিনিয়োগকারী ঘোষণা, এরপর ক্লাব-কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামি (Emami) কর্তাদের বৈঠকের পরে, প্রথমবার লাল-হলুদে কার্যকরী কমিটির বৈঠক ৷ লগ্নিকারী সংস্থাকে কোন মর্মে স্বত্ব দেওয়া হবে, মঙ্গলবার বিকেলের বৈঠকে কার্যকরী কমিটির আলোচনার বিষয়বস্তু মূলত এটাই (EB working committee officials to meet today ) ৷ এর আগে বিনিয়োগকারী সংস্থার চার প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন ক্লাব-কর্তারা ৷ ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দু'পক্ষের প্রতিনিধিরা ৷

তবে কোন পক্ষের কাছে কত শতাংশ শেয়ার থাকবে ? তা এখনও স্পষ্ট হয়নি ৷ যদিও একটা বিষয় পরিষ্কার যে এবার শুধুমাত্র ফুটবল স্বত্বই লগ্নিকারীর হাতে তুলে দেবে ক্লাব ৷ বাকি সমস্ত খেলাধুলোর বিষয় ক্লাব নিজেই দেখবে ৷ আগামী দেড়-দু'সপ্তাহের মধ্যে শেয়ারের শতাংশটাও পরিষ্কার হয়ে যাবে বলে ক্লাব সূত্রে খবর ৷ ফলত মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের গুরুত্ব যথেষ্ট ৷ কারণ গত কয়েক বছরে ক্লাব এবং দুই বিনিয়োগকারীর সঙ্গে গাঁটছড়া মোটেই সুখকর হয়নি ৷

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে স্বত্ব নিয়ে আলোচনা জারি রাখার পাশাপাশি দল গঠনেও গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল ৷ দলবদলে যাতে তারা পিছিয়ে না পড়ে, সেদিকে নজর রাখছেন লাল-হলুদ কর্তারা ৷ দল গঠনের বিষয়ে যেহেতু ক্লাব কর্তারা অভিজ্ঞ, তাই তাঁদের হাতেই ফুটবল টিম গড়ার দায়িত্ব থাকতে পারে ৷ শ্রী সিমেন্টের সঙ্গে বিবাদের অন্যতম কারণ ছিল, তারা গোটা ক্লাবের মালিকানা চেয়েছিলেন ৷ ক্লাব কর্তারা তাতে রাজি হননি ৷ প্রথমিক ভাবে আইএসএল খেলার তাগিদে দ্রুত প্রাথমিক চুক্তিপত্রে সই করে দিলেও, মূল চুক্তিতে সই করেননি ক্লাব কর্তারা ৷ সেই কারণেই আর বিনিয়োগ করতে চায়নি শ্রী সিমেন্ট ৷

আরও পড়ুন : Asian Cup Qualifier : এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রাহুল ভেকে

এরপর গত 25 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৌজন্যে ইমামি গ্রুপকে বিনিয়োগকারী হিসেবে পেয়েছে ইস্টবেঙ্গল ৷ নবান্নে যা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তবে, কোন শর্তে এই চুক্তি হবে ? তার এক্সিট ক্লজ কী থাকবে ? তা ঠিক হয়নি সেদিন ৷ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, এই বিষয়ে দু'পক্ষ বসে ঠিক করে নেবে ৷ ইস্টবেঙ্গলের বিনিয়োগ সমস্যা যে তাঁকে ভাবাচ্ছিল, তাও সেদিন গোপন করেননি মমতা ৷

এদিকে সার্থক গোলুইয়ের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের ৷ তবে টার্গেট করলেও জারমানপ্রীত সিং, মনোতোষ চাকলাদারকে পাচ্ছে না লাল-হলুদ ৷ মনোতোষকে সই করিয়ে নিয়েছে চেন্নাইয়ন এফসি ৷ জারমানপ্রীত গিয়েছেন জামশেদপুরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.