ETV Bharat / sports

CFL 2023: সাদা-কালো চ্যালেঞ্জ সামলে মিনি ডার্বিতে বাজিমাত করতে চায় ইস্টবেঙ্গল - eastbengal vs mohammedan fc Preview match

আগামিকাল মিনি ডার্বিতে বিনো জর্জের ছেলেদের সামনে মহামেডান স্পোর্টিং ৷ কলকাতা লিগের সুপার সিক্সে যাত্রা শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল ৷ ইস্টবেঙ্গল একমাত্র দল যারা কলকাতা লিগের প্রাথমিক পর্বে অপরাজিত। তাই বুধবার বাজিমাত করতে চায় ইস্টবেঙ্গল ৷

ইস্টবেঙ্গল
CFL 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 8:33 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: মিনি ডার্বি দিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে যাত্রা শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে বিনো জর্জের ছেলেরা। প্রাথমিক পর্ব থেকে 30 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে লাল-হলুদ। অন্যদিকে, মহামেডান স্পোর্টিং সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। প্রথম ম্যাচে খিদিরপুরকে 5-0 গোলে হারিয়েছে সাদা-কালো শিবির। ফলে আন্দ্রে চেরনিশভের ছেলেরা যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, তা বলাই বাহুল্য।

চলতি লিগে মহামেডান স্পোর্টিংয়ের ডেভিড, বিকাশ সিং, আঙ্গুসানারা প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে ইস্টবেঙ্গলের থেকে এক পয়েন্ট পিছনে দৌড় শেষ করেছিল সাদা-কালো শিবির। ইস্টবেঙ্গল যখন 30, মহামেডান স্পোর্টিং 29। লাল-হলুদ ব্রিগেডকে যদি কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং হারাতে পারে তাহলে সেই ব্যবধান ছাপিয়ে এগিয়ে যেতে পারবে। প্রাথমিক পর্বে একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচে অপরাজিত রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন দলটি। প্রয়োজনে জ্বলে উঠছেন সামাদ আলি মল্লিক, শেখ ফৈয়াজের মতো সিনিয়র ফুটবলাররাও।

ডেভিড 15 গোল করে ইতিমধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে অনেক এগিয়ে। তিনিও নিশ্চয় মিনি ডার্বিতে গোল করতে মুখিয়ে থাকবেন। ফলে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে তৈরি মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, ইস্টবেঙ্গল একমাত্র দল যারা কলকাতা লিগের প্রাথমিক পর্বে অপরাজিত। দেরিতে হলেও ধীরে ধীরে দলকে গড়ে তুলেছেন বিনো জর্জ। আমন সিকে, বুনন্দ সিং, অতুল উন্নিকৃষ্ণণরা ভালো খেলে দলকে জয়ের পথ দেখাচ্ছেন।

  • সুপার সিক্স পর্যায়ের দামামা বেজে গিয়েছে! 🥁#AmagoFans, let’s paint the Kishore Bharati Krirangan 🔴🟡 once again during tomorrow’s crucial Super Six clash 🆚 Mohammedan SC! ⚔️

    Read what Coach Bino has to say ahead of the game. 💬#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/ngOJgeLAWP

    — East Bengal FC (@eastbengal_fc) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই অবস্থায় মহামেডান স্পোর্টিং ম্যাচ বিনো জর্জের ছেলেদের কাছে ট্রফির কাছে পৌঁছনোর প্রথম বড় চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের এই পর্ব বিনো জর্জ অবশ্য ধাপে ধাপে এগোনোর কথা বলেছেন। বলেছেন, "সুপার সিক্সের প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ কঠিন। প্রস্তুতি যা হয়েছে তাতে খুশি। যে কোনও চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা তৈরি। প্রতিপক্ষ হিসেবে মহামেডান স্পোর্টিং শক্তিশালী। শেষ ম্যাচে পাঁচ গোলে জিতেছে। দলে একাধিক ভালো ফুটবলার রয়েছেন। তাই ওদের পুরো দলকে গুরুত্ব দিতেই হবে। আবারও বলছি আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি।"

আরও পড়ুন: রাহুলের দুরন্ত গোল, তবু এশিয়াডের শুরুতে বড় ব্যবধানে হার সুনীলদের

কলকাতা, 19 সেপ্টেম্বর: মিনি ডার্বি দিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে যাত্রা শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে বিনো জর্জের ছেলেরা। প্রাথমিক পর্ব থেকে 30 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে লাল-হলুদ। অন্যদিকে, মহামেডান স্পোর্টিং সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। প্রথম ম্যাচে খিদিরপুরকে 5-0 গোলে হারিয়েছে সাদা-কালো শিবির। ফলে আন্দ্রে চেরনিশভের ছেলেরা যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, তা বলাই বাহুল্য।

চলতি লিগে মহামেডান স্পোর্টিংয়ের ডেভিড, বিকাশ সিং, আঙ্গুসানারা প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে ইস্টবেঙ্গলের থেকে এক পয়েন্ট পিছনে দৌড় শেষ করেছিল সাদা-কালো শিবির। ইস্টবেঙ্গল যখন 30, মহামেডান স্পোর্টিং 29। লাল-হলুদ ব্রিগেডকে যদি কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং হারাতে পারে তাহলে সেই ব্যবধান ছাপিয়ে এগিয়ে যেতে পারবে। প্রাথমিক পর্বে একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচে অপরাজিত রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন দলটি। প্রয়োজনে জ্বলে উঠছেন সামাদ আলি মল্লিক, শেখ ফৈয়াজের মতো সিনিয়র ফুটবলাররাও।

ডেভিড 15 গোল করে ইতিমধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে অনেক এগিয়ে। তিনিও নিশ্চয় মিনি ডার্বিতে গোল করতে মুখিয়ে থাকবেন। ফলে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে তৈরি মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, ইস্টবেঙ্গল একমাত্র দল যারা কলকাতা লিগের প্রাথমিক পর্বে অপরাজিত। দেরিতে হলেও ধীরে ধীরে দলকে গড়ে তুলেছেন বিনো জর্জ। আমন সিকে, বুনন্দ সিং, অতুল উন্নিকৃষ্ণণরা ভালো খেলে দলকে জয়ের পথ দেখাচ্ছেন।

  • সুপার সিক্স পর্যায়ের দামামা বেজে গিয়েছে! 🥁#AmagoFans, let’s paint the Kishore Bharati Krirangan 🔴🟡 once again during tomorrow’s crucial Super Six clash 🆚 Mohammedan SC! ⚔️

    Read what Coach Bino has to say ahead of the game. 💬#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/ngOJgeLAWP

    — East Bengal FC (@eastbengal_fc) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই অবস্থায় মহামেডান স্পোর্টিং ম্যাচ বিনো জর্জের ছেলেদের কাছে ট্রফির কাছে পৌঁছনোর প্রথম বড় চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের এই পর্ব বিনো জর্জ অবশ্য ধাপে ধাপে এগোনোর কথা বলেছেন। বলেছেন, "সুপার সিক্সের প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ কঠিন। প্রস্তুতি যা হয়েছে তাতে খুশি। যে কোনও চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা তৈরি। প্রতিপক্ষ হিসেবে মহামেডান স্পোর্টিং শক্তিশালী। শেষ ম্যাচে পাঁচ গোলে জিতেছে। দলে একাধিক ভালো ফুটবলার রয়েছেন। তাই ওদের পুরো দলকে গুরুত্ব দিতেই হবে। আবারও বলছি আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি।"

আরও পড়ুন: রাহুলের দুরন্ত গোল, তবু এশিয়াডের শুরুতে বড় ব্যবধানে হার সুনীলদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.