কলকাতা, 18 এপ্রিল: লাল হলুদে দাবাং নাইটের ঢাকে কাঠি পড়ল । আর মাত্র একমাসের চেয়ে কিছু কম সময় বাকি । তারপরেই ইস্টবেঙ্গল মাঠে সলমন খান নাইট । ইস্টবেঙ্গলের আমন্ত্রণে আসছেন বলিউডের ভাইজান । 13 মে সেই অনুষ্ঠানের টিকিট বিক্রি সোমবার থেকেই অনলাইনে শুরু হয়েছে । প্রথম দিনই টিকিট নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে । তবে অনেকে আবার এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েও খোঁজ খবর নিচ্ছেন । 13 মে অনুষ্ঠান হলেও আগামী 12 মে বিকেলে কলকাতায় আসবেন সলমন খান । 13 মে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সন্ধ্যা 6টায় শুরু হতে চলা দাবাং শো-র অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।
ক্লাবের তরফে এই বিষয়ে কিছু বলা হচ্ছে না । তবে আয়োজক সংস্থা জানিয়েছে যে একটি নির্দিষ্ট অ্যাপ থেকে টিকিট কেনা যাচ্ছে ৷ মোট পাঁচটি জোনে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে । সেগুলির নাম আবার সলমনের এক একটি সিনেমার নামের উপর রাখা হয়েছে ৷
টিকিটের সর্বনিম্ন মূল্য 999 টাকা । এই টিকিট কিনলে ভাইজান জোনে বসে গোটা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা । কিক জোনের টিকিটের দাম 1650 টাকা । এরিয়ান গ্যালারিতেই এই জোন করা হচ্ছে ৷ আর ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে এই অনুষ্ঠান দেখতে হলে খরচ করতে হবে 2500 টাকা । এই জোনের নাম দেওয়া হয়েছে সুলতান । 3500 টাকার টিকিট কাটলে ওয়ান্টেড জোনে বসে অনুষ্ঠান দেখতে পারবেন । আর একেবারে সামনে দাবাং জোনে বসে অনুষ্ঠান দেখতে 25 হাজার টাকা খরচ করতে হবে ।
কলকাতায় প্রথমবার সলমন খান অনুষ্ঠান করবেন । এর আগে মহমেডান ক্লাবে এলেও ভিড়ের চাপে কার্যত মাঠে নামতেই পারেননি তিনি । এবার বিষয়টি ভিন্ন । অনেক বেশি আটঘাট বেঁধে এবার কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন ভাইজান । তাঁর দাবাং টিম যথেষ্ট তারকা খচিত । তাই প্রশ্ন কাদের পারফর্ম করতে দেখা যাবে ইস্টবেঙ্গল মাঠের অনুষ্ঠানে ?
উদ্যোক্তারা জানিয়েছেন, সলমন ছাড়াও সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রানধাওয়া, প্রভু দেবা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন । ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লাবের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে ৷ একবছর আগেই এই অনুষ্ঠান আয়োজন করার কথা থাকলেও, তা করা যায়নি । কিছুদিন আগেই ক্লাবে এসে সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মাঠ, লন, ঘুরে দেখেন । কোথায় মঞ্চ হবে, কত বড় মঞ্চ হবে, সবকিছু খতিয়ে দেখে গিয়েছেন তারা । যাবতীয় সবকিছু দেখে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হওয়ার পরেই এই অনুষ্ঠান আয়োজনের সবুজ সংকেত মেলে । তারপরেই শুরু হয়েছে টিকিট বিক্রি ।
এর আগে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা ভেস্তে গিয়েছে । কার্যত, শতবর্ষের অনুষ্ঠানের শেষটা ঠিকভাবে করা যায়নি । এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই থমকে থাকা অনুষ্ঠান আয়োজন শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।
ইস্টবেঙ্গলে বলিউড যোগ নতুন নয়। শচীন দেববর্মন থেকে লতা মঙ্গেশকর শতাব্দী প্রাচীন ক্লাবের সদস্য ছিলেন । দল গঠনের অর্থ সংগ্রহের জন্য ইস্টবেঙ্গল লতা মঙ্গেশকর নাইট করেছে । পরবর্তী সময়ে অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা এই ক্লাবে এসেছেন । শাহরুখ খান, কাজল তাঁদের সিনেমার প্রমোশনের অনুষ্ঠান ইস্টবেঙ্গল মাঠে করেছেন । তবে এবার পরিস্থিতি ভিন্ন । এই আয়োজনের পেছনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানের সমাপ্তি জড়িয়ে ।
আরও পড়ুন: 'আমি ছবি করতে এসেছি...', শেহনাজের সঙ্গে জল্পনা নিয়ে সরব রাঘব