ETV Bharat / sports

East Bengal-Emami Contract Row: ফুটবল স্বত্বের 2টি শর্ত নিয়ে জটিলতা ইস্টবেঙ্গল-ইমামির মধ্যে - আইএসএল

ইমামি গ্রুপের পাঠানো ফুটবল স্বস্ত সংক্রান্ত চুক্তিপত্রের দু’টি শর্ত নিয়ে এখনও আপত্তি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের (East Bengal Not Agree with Two Conditions of Football Rights by Emami Group) ৷ মূলত, ফুটবল স্বত্বের শেয়ার এবং বোর্ডে লগ্নিকারী সংস্থা এবং ক্লাবের সদস্যদের সংখ্যা নিয়ে আপত্তি রয়েছে ইস্টবেঙ্গলের ৷

east-bengal-not-agree-with-two-conditions-of-football-rights-by-emami-group
east-bengal-not-agree-with-two-conditions-of-football-rights-by-emami-group
author img

By

Published : Jul 2, 2022, 11:14 AM IST

কলকাতা, 2 জুলাই: ফুটবল স্বত্ব সংক্রান্ত চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠিয়ে দিল ইমামি গ্রুপ ৷ তবে, সেই চুক্তিপত্রের দু’টি শর্ত নিয়ে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত লাল-হলুদ কর্তারা (East Bengal Not Agree with Two Conditions of Football Rights by Emami Group) ৷ বৃহস্পতিবার রাতেই লগ্নিকারী সংস্থার তরফে চুক্তিপত্রটি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেই চুক্তিপত্রের অধিকাংশ শর্তাবলী নিয়ে দু’পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে ৷ তবে, শর্তাবলীর দু’টি জায়গায় কিছুটা আপত্তি রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের ৷

তবে, সেই সমস্যাও মিটে যাবে বলে দাবি করেছেন ইস্টবেঙ্গল কর্তারা ৷ সেটা সময়ের অপেক্ষা বলে মনে করছেন তাঁরা ৷ আগেই বলা হয়েছিল, ফুটবল সংক্রান্ত চুক্তিতে শুক্রবার চূড়ান্ত স্বাক্ষর হয়ে যাবে ৷ কিন্তু, পরিস্থিতির সামান্য বদলে তা শনিবার বা আগামী সপ্তাহের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, স্বত্বাধিকারের শতাংশের হিসাব আশি-কুড়ি নয় ৷ সম্ভবত, 74-26 শতাংশের হিসেবে ক্লাবের ফুটবল স্বত্ব ভাগ হবে লগ্নিকারী এবং ইস্টবেঙ্গলের মধ্যে ৷ বোর্ডের প্রতিনিধিত্বের অংশীদারিত্ব লগ্নিকারী সংস্থার 8 জন এবং ইস্টবেঙ্গলের 2 জনের হাতে থাকবে ৷

ফুটবল স্বত্বের 2টি শর্ত নিয়ে জটিলতা ইস্টবেঙ্গল-ইমামির মধ্যে

যদিও, ইস্টবেঙ্গলের তরফে দাবি করা হয়েছে, ফুটবল বোর্ডে লগ্নিকারী সংস্থার 7 জন এবং 3 জন ক্লাব সদস্যকে রাখতে হবে ৷ ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার বোর্ডে থাকছেন, তা নিশ্চিত ৷ যদি, তিনজনের থাকার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে আর কাকে নেওয়া হবে সেটাই প্রশ্ন ৷ অন্যদিকে, বৃহস্পতিবারের ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে শক্তিশালী হকি, অ্যাথলেটিক্স ও ক্রিকেট দল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:EB meets Emami: মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি

পাশাপাশি, ক্লাবের শতবর্ষের উৎসব পালনের শেষভাগটা জমকালোভাবে করার সিদ্ধান্ত হয়েছে কার্যকরী কমিটির বৈঠকে ৷ অরিজিৎ সিং সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছেন বলে জানা যাচ্ছে ৷ পাশাপাশি পরিচালক গৌতম ঘোষকে দিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একটি তথ্যচিত্র বানানো হচ্ছে ৷ সেই তথ্যচিত্রের কাজও শেষ পর্যায়ে ৷ 1 অগাস্ট অথবা 13 অগাস্ট তা দেখানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে তা অক্টোবরের আগে মুক্তি পাবে না ৷ অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছেন পরিচালক গৌতম ঘোষ ৷

কলকাতা, 2 জুলাই: ফুটবল স্বত্ব সংক্রান্ত চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠিয়ে দিল ইমামি গ্রুপ ৷ তবে, সেই চুক্তিপত্রের দু’টি শর্ত নিয়ে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত লাল-হলুদ কর্তারা (East Bengal Not Agree with Two Conditions of Football Rights by Emami Group) ৷ বৃহস্পতিবার রাতেই লগ্নিকারী সংস্থার তরফে চুক্তিপত্রটি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেই চুক্তিপত্রের অধিকাংশ শর্তাবলী নিয়ে দু’পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে ৷ তবে, শর্তাবলীর দু’টি জায়গায় কিছুটা আপত্তি রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের ৷

তবে, সেই সমস্যাও মিটে যাবে বলে দাবি করেছেন ইস্টবেঙ্গল কর্তারা ৷ সেটা সময়ের অপেক্ষা বলে মনে করছেন তাঁরা ৷ আগেই বলা হয়েছিল, ফুটবল সংক্রান্ত চুক্তিতে শুক্রবার চূড়ান্ত স্বাক্ষর হয়ে যাবে ৷ কিন্তু, পরিস্থিতির সামান্য বদলে তা শনিবার বা আগামী সপ্তাহের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, স্বত্বাধিকারের শতাংশের হিসাব আশি-কুড়ি নয় ৷ সম্ভবত, 74-26 শতাংশের হিসেবে ক্লাবের ফুটবল স্বত্ব ভাগ হবে লগ্নিকারী এবং ইস্টবেঙ্গলের মধ্যে ৷ বোর্ডের প্রতিনিধিত্বের অংশীদারিত্ব লগ্নিকারী সংস্থার 8 জন এবং ইস্টবেঙ্গলের 2 জনের হাতে থাকবে ৷

ফুটবল স্বত্বের 2টি শর্ত নিয়ে জটিলতা ইস্টবেঙ্গল-ইমামির মধ্যে

যদিও, ইস্টবেঙ্গলের তরফে দাবি করা হয়েছে, ফুটবল বোর্ডে লগ্নিকারী সংস্থার 7 জন এবং 3 জন ক্লাব সদস্যকে রাখতে হবে ৷ ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার বোর্ডে থাকছেন, তা নিশ্চিত ৷ যদি, তিনজনের থাকার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে আর কাকে নেওয়া হবে সেটাই প্রশ্ন ৷ অন্যদিকে, বৃহস্পতিবারের ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে শক্তিশালী হকি, অ্যাথলেটিক্স ও ক্রিকেট দল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:EB meets Emami: মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি

পাশাপাশি, ক্লাবের শতবর্ষের উৎসব পালনের শেষভাগটা জমকালোভাবে করার সিদ্ধান্ত হয়েছে কার্যকরী কমিটির বৈঠকে ৷ অরিজিৎ সিং সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছেন বলে জানা যাচ্ছে ৷ পাশাপাশি পরিচালক গৌতম ঘোষকে দিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একটি তথ্যচিত্র বানানো হচ্ছে ৷ সেই তথ্যচিত্রের কাজও শেষ পর্যায়ে ৷ 1 অগাস্ট অথবা 13 অগাস্ট তা দেখানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে তা অক্টোবরের আগে মুক্তি পাবে না ৷ অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছেন পরিচালক গৌতম ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.