ETV Bharat / sports

East Bengal New Jersey: ফিরল পুরনো নকশা, ক্লেইটনের গায়ে লাল-হলুদের নয়া জার্সিতে উচ্ছ্বসিত সমর্থকেরা - Emami East Bengals new jersey released

লাল হলুদ শিবিরের নয়া জার্সি প্রকাশিত হল মঙ্গলবার ৷ এবারের জার্সিতে দুই প্রধান রংকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ নয়া জার্সিতে কি ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে ইস্টবেঙ্গল ?

Etv Bharat
ইস্টবেঙ্গলের নতুন জার্সি গায়ে ক্লেটন সিলভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:26 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আইএসএলের ঢাকে কাঠি পড়ার ন'দিন আগে মঙ্গলবার নতুন জার্সি প্রকাশ করল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার আইএসএলের ক্লাবগুলো সম্মিলিতভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে কলকাতায়। তারই প্রস্তুতি চলছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের মতো করে অনুশীলনে ব্যস্ত। দিনদু'য়েক হল কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে আইএসএলের প্রস্তুতি শুরু করেছে ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গল । এরই মধ্যে নতুন জার্সিতে ফিরে আসার বার্তা লাল-হলুদ ব্রিগেডের ।

ঘরের মাঠে যে জার্সি পড়ে ইস্টবেঙ্গল খেলবে তাতে পুরানো নকশার ঝলক । জার্সিতে ক্লাবের সনাতনী মেজাজ ফিরিয়ে নিয়ে এসে অনুরাগীদের ইস্টবেঙ্গল আনন্দই দিল বলা চলে। যেখানে লাল এবং হলুদ দু'টি রংকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে । নতুন জার্সি পড়ে ছবি তুলেছেন আইএসএলে দলের অধিনায়ক ক্লেইটন সিলভা । গত তিন বছরে আইএসএলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল । ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় ঘুরে দাঁড়ানোর কথা বলছেন কোচ কার্লেস কুয়াদ্রাত । নতুন জার্সি যেন সেই অঙ্গীকার প্রমাণের প্রতীক।

ইতিমধ্যে ডুরান্ড কাপে রানার্স হয়ে সেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে কুয়াদ্রাতের ছেলেরা । যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অন্ধকার লাল-হলুদ গ্যালারিতে সমর্থকরা বসে রয়েছেন। আর অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ থেকে মশাল হাতে এগিয়ে আসছেন ক্লেটন সিলভা। তাঁর মশাল থেকে ঠিকরে বেরোনো আগুনের শিখা যেন ইঙ্গিত দিচ্ছে, সাফল্য দূরে নয়। এদিকে ডুরান্ড ফাইনালে চোট পেয়ে বাইরে চলে যাওয়া অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসের অপারেশন হয়েছে মুম্বইতে ।

রিহ্যাব করতে তিনি কলকাতায় দলের সঙ্গেই থাকছেন । অন্তত দু'মাস এলসেকে বাইরে থাকতে হবে বলে শোনা যাচ্ছে। তবে চলতি মরশুমে তার প্রত্যাবর্তন কঠিন বলে মনে করা হচ্ছে । বদলি হিসেবে নতুন ডিফেন্ডারের খোঁজ চলছে। বেশ কয়েকটি নাম সামনে এলেও তাতে সিলমোহর পড়েনি । লাল-হলুদ কোচ অবশ্য প্রথম কয়েক ম্যাচের জন্য জর্ডন এলসেকে ছাড়াই ডিফেন্স সাজানোর ছক কষছেন।

আরও পড়ুন : বদলে যাওয়া মোহনবাগানকে সমীহ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের

কলকাতা, 12 সেপ্টেম্বর: আইএসএলের ঢাকে কাঠি পড়ার ন'দিন আগে মঙ্গলবার নতুন জার্সি প্রকাশ করল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার আইএসএলের ক্লাবগুলো সম্মিলিতভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে কলকাতায়। তারই প্রস্তুতি চলছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের মতো করে অনুশীলনে ব্যস্ত। দিনদু'য়েক হল কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে আইএসএলের প্রস্তুতি শুরু করেছে ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গল । এরই মধ্যে নতুন জার্সিতে ফিরে আসার বার্তা লাল-হলুদ ব্রিগেডের ।

ঘরের মাঠে যে জার্সি পড়ে ইস্টবেঙ্গল খেলবে তাতে পুরানো নকশার ঝলক । জার্সিতে ক্লাবের সনাতনী মেজাজ ফিরিয়ে নিয়ে এসে অনুরাগীদের ইস্টবেঙ্গল আনন্দই দিল বলা চলে। যেখানে লাল এবং হলুদ দু'টি রংকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে । নতুন জার্সি পড়ে ছবি তুলেছেন আইএসএলে দলের অধিনায়ক ক্লেইটন সিলভা । গত তিন বছরে আইএসএলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল । ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় ঘুরে দাঁড়ানোর কথা বলছেন কোচ কার্লেস কুয়াদ্রাত । নতুন জার্সি যেন সেই অঙ্গীকার প্রমাণের প্রতীক।

ইতিমধ্যে ডুরান্ড কাপে রানার্স হয়ে সেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে কুয়াদ্রাতের ছেলেরা । যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অন্ধকার লাল-হলুদ গ্যালারিতে সমর্থকরা বসে রয়েছেন। আর অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ থেকে মশাল হাতে এগিয়ে আসছেন ক্লেটন সিলভা। তাঁর মশাল থেকে ঠিকরে বেরোনো আগুনের শিখা যেন ইঙ্গিত দিচ্ছে, সাফল্য দূরে নয়। এদিকে ডুরান্ড ফাইনালে চোট পেয়ে বাইরে চলে যাওয়া অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসের অপারেশন হয়েছে মুম্বইতে ।

রিহ্যাব করতে তিনি কলকাতায় দলের সঙ্গেই থাকছেন । অন্তত দু'মাস এলসেকে বাইরে থাকতে হবে বলে শোনা যাচ্ছে। তবে চলতি মরশুমে তার প্রত্যাবর্তন কঠিন বলে মনে করা হচ্ছে । বদলি হিসেবে নতুন ডিফেন্ডারের খোঁজ চলছে। বেশ কয়েকটি নাম সামনে এলেও তাতে সিলমোহর পড়েনি । লাল-হলুদ কোচ অবশ্য প্রথম কয়েক ম্যাচের জন্য জর্ডন এলসেকে ছাড়াই ডিফেন্স সাজানোর ছক কষছেন।

আরও পড়ুন : বদলে যাওয়া মোহনবাগানকে সমীহ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.