ETV Bharat / sports

East Bengal Kali Puja: ডার্বির প্রস্তুতির মাঝেই আলোর উৎসব পালন ইস্টবেঙ্গল শিবিরে

ডার্বি প্রস্তুতির মাঝেই আলোর উৎসবে মাতলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা (East Bengal Kali Puja Celebration) ৷ প্র্যাক্টিসে ফুটবলারদের উপহার দেওয়া হয় ৷ পাশাপাশি, বাঘাযতীনে কালীপুজোর অনুষ্ঠানে অংশ নেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) ৷

east-bengal-kali-puja-celebration
east-bengal-kali-puja-celebration
author img

By

Published : Oct 26, 2022, 4:08 PM IST

কলকাতা, 26 অক্টোর: ডার্বির প্রস্তুতির মাঝেও আলোর উৎসবের রোশনাই ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে ৷ ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল উপহার ৷ ডার্বির প্রস্তুতির মাঝে উৎসবের আনন্দে যাতে তাল না-কাটে তাই যাবতীয় আয়োজন করা হয়েছিল ৷ তবে, পুরোটাই করা হয়েছিল জাঁকজমকহীন ভাবে ৷ শুধুমাত্র কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) কালীপুজোর উৎসবে যোগ দিতে বাঘাযতীনের শ্রীপল্লীতে গিয়েছিলেন (East Bengal Kali Puja Celebration) ৷

বাঘাযতীনের শ্রীপল্লীর কালীপুজোর থিম ইস্টবেঙ্গলকে নিয়েই তৈরি হয়েছে ৷ কোচের সঙ্গে ক্লাবের শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে ৷ লাল-হলুদ সমর্থকরাই এই পুজোর আয়োজন করেছিলেন ৷ সেখানে ইস্টবেঙ্গল কোচের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছিল ৷ ব্রিটিশ কোচ নিজেও দেবী কালীর কাছে ডার্বি জয়ের প্রার্থনা করলেন ৷

ডার্বির প্রস্তুতির মাঝেই আলোর উৎসব পালন ইস্টবেঙ্গল শিবিরে

আরও পড়ুন: বাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরছেন, বড় ম্যাচে গ্যালারিতে থাকবেন মহারাজ

এদিকে ডার্বির উত্তাপের মধ্যেই কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ৷ আইএসএলে জয় পেলেও, কলকাতা লিগে জয় অধরা রয়েছে লাল-হলুদ ব্রিগেডের ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল, সহকারী-কোচ বিনো জর্জের অধীনে খেলছে ৷ লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের জয় জরুরি ৷ এ নিয়ে কোচ বিনো জর্জ জানিয়েছেন, ইস্টবেঙ্গল দলের প্রস্তুতিতে যথেষ্ট ভালো হয়েছে ৷ গত দুই ম্যাচ ড্রয়ের পর, ভবানীপুরের বিরুদ্ধে তারা তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদি ৷

কলকাতা, 26 অক্টোর: ডার্বির প্রস্তুতির মাঝেও আলোর উৎসবের রোশনাই ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে ৷ ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল উপহার ৷ ডার্বির প্রস্তুতির মাঝে উৎসবের আনন্দে যাতে তাল না-কাটে তাই যাবতীয় আয়োজন করা হয়েছিল ৷ তবে, পুরোটাই করা হয়েছিল জাঁকজমকহীন ভাবে ৷ শুধুমাত্র কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) কালীপুজোর উৎসবে যোগ দিতে বাঘাযতীনের শ্রীপল্লীতে গিয়েছিলেন (East Bengal Kali Puja Celebration) ৷

বাঘাযতীনের শ্রীপল্লীর কালীপুজোর থিম ইস্টবেঙ্গলকে নিয়েই তৈরি হয়েছে ৷ কোচের সঙ্গে ক্লাবের শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে ৷ লাল-হলুদ সমর্থকরাই এই পুজোর আয়োজন করেছিলেন ৷ সেখানে ইস্টবেঙ্গল কোচের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছিল ৷ ব্রিটিশ কোচ নিজেও দেবী কালীর কাছে ডার্বি জয়ের প্রার্থনা করলেন ৷

ডার্বির প্রস্তুতির মাঝেই আলোর উৎসব পালন ইস্টবেঙ্গল শিবিরে

আরও পড়ুন: বাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরছেন, বড় ম্যাচে গ্যালারিতে থাকবেন মহারাজ

এদিকে ডার্বির উত্তাপের মধ্যেই কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ৷ আইএসএলে জয় পেলেও, কলকাতা লিগে জয় অধরা রয়েছে লাল-হলুদ ব্রিগেডের ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল, সহকারী-কোচ বিনো জর্জের অধীনে খেলছে ৷ লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের জয় জরুরি ৷ এ নিয়ে কোচ বিনো জর্জ জানিয়েছেন, ইস্টবেঙ্গল দলের প্রস্তুতিতে যথেষ্ট ভালো হয়েছে ৷ গত দুই ম্যাচ ড্রয়ের পর, ভবানীপুরের বিরুদ্ধে তারা তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.