কলকাতা, 30 নভেম্বর: শেষপর্যন্ত কলকাতা লিগের ডার্বিতে মাঠে অনুপস্থিত থাকার সিদ্ধান্তে অনড় থাকল মোহনবাগান সুপার জায়েন্ট। ফলে এই ম্যাচে ওয়াকওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল৷ কলকাতা লিগে এই নিয়ে চারবার ডার্বিতে মোহনবাগান ওয়াকওভার দিল। ইস্টবেঙ্গল ডার্বিতে তিনবার ওয়াকওভার দিয়েছে৷
বৃহস্পতিবার দুপুর 2টোর সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল উত্তর 24 পরগনার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত হলেও মোহনবাগান সুপার জায়েন্ট ছিল না। ফলে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছে লালহলুদ ফুটবলাররা অপেক্ষা করতে থাকেন। এবং ওয়ার্ম আপ করতে থাকেন। রেফারিরাও উপস্থিত ছিলেন। আইএফএর তরফে দুই দলের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে ইস্টবেঙ্গলের ফুটবলারদের নাম থাকলেও মোহনবাগান সুপার জায়েন্টের নামের জায়গা ফাঁকা ছিল। রেফারি তন্ময় ধর ঘণ্টাখানেক অপেক্ষা করার পরে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেওয়ার কথা ঘোষণা করেন।
30 নভেম্বর কলকাতার লিগের ডার্বি খেলা সম্ভব নয় বলে মোহনবাগান আইএফএকে চিঠি দিয়েছিল আগেই। তাদের যুক্তি ছিল, কলকাতা লিগের আট ফুটবলার আইএসএলের দলে রয়েছে। আইএসএলের খেলা রয়েছে 2 ডিসেম্বর। ভুবনেশ্বরে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সেই ম্যাচ খেলতে শুক্রবার দল চলে যাবে। তার আগে এই ডার্বি খেলা সম্ভব নয়।
আইএফএ অবশ্য আয়োজন সম্পূর্ণ বলে জানায়। এবং একই সঙ্গে জানায়, ম্যাচ পিছিয়ে দেওয়া সম্ভব নয়। মোহনবাগান 28 ডিসেম্বরের পরে ম্যাচ দেওয়ার অনুরোধ করেছিল। আইএফএ সেই আবেদনও মানতে রাজি হয়নি। ফলসরূপ নৈহাটি স্টেডিয়ামে ডার্বির আয়োজন হলেও মোহনবাগান সুপার জায়েন্টের অনুপস্থিতি-তে ম্যাচ হল না৷ ওয়াকওভার পেল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: