ETV Bharat / sports

EB Gets Back Sporting Rights : 'শ্রী-হীন' লাল-হলুদ, ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফেরাল বাঙ্গুরগোষ্ঠী

author img

By

Published : Apr 12, 2022, 7:19 PM IST

Updated : Apr 12, 2022, 10:23 PM IST

বাংলা নববর্ষের আগে মঙ্গলের বিকেলে লেসলি ক্লডিয়াস সরণির তাঁবুতে ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট (East Bengal Gets Back Sporting Rights From Shree Cement) ৷

EB Gets Back Sporting Rights
'শ্রী-হীন' লাল-হলুদ, ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ত্ব ফেরাল বাঙ্গুরগোষ্ঠী

কলকাতা, 12 এপ্রিল : হরিমোহন বাঙ্গুরের সংস্থা যে ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দেবে, তা দিনের আলোর মতই পরিষ্কার ছিল ৷ বাংলা নববর্ষের আগে মঙ্গলের বিকেলে লেসলি ক্লডিয়াস সরণির তাঁবুতে তা ফিরিয়েও দিল শ্রী সিমেন্ট (East Bengal Gets Back Sporting Rights From Shree Cement) ৷ ঘটনার ঘনঘটায় দু'বছর শতবর্ষ প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পর সম্পর্ক ছিন্ন করল হরিমোহন বাঙ্গুরের সংস্থা ৷ অর্থাৎ, আগামী মরশুমে নয়া লগ্নিকারী সংস্থার হাত ধরে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত হল ৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা ক্লাবের সঙ্গে লাল-হলুদ কর্তাদের ঘনিষ্ঠতা ইস্টবেঙ্গলে ওপার বাংলার লগ্নি আসার সম্ভাবনা জোরাল করে ৷ বসুন্ধরার আমন্ত্রণে চুক্তির খসড়া সাজিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে এসেছেন দেবব্রত সরকাররা ৷ কিন্তু শ্রী-এর থেরে ক্রীড়াস্বত্ত্ব ফেরৎ না-পেলে চুক্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় সাহসী হতে পারছিল না লাল-হলুদ ৷ আশা করা যায় আজকের পর নয়া লগ্নির ব্যাপারে আরও সাহসী হতে পারবেন ইস্টবেঙ্গল কর্তারা ৷

আরও পড়ুন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এ ব্যাপারে জানান, তাঁরা সাংবাদিক সম্মেলন করেই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। ভবিষ্যতে ক্লাব কোন পথে এগোবে তারও রূপরেখা দেওয়ার চেষ্টা করবেন ৷ উল্লেখ্য 2020 মরশুমে শ্রী সিমেন্টের হাত ধরে একেবারে শেষ মুহূর্তে আইএসএলে প্রবেশ করলেও নবমস্থানে শেষ করেছিল লাল-হলুদ ৷ তবে গতবারের ইস্টবেঙ্গলের 2021 আইএসএলের অভিজ্ঞতা আরও খারাপ ৷

চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর নিয়ে দু'পক্ষের টানাপোড়েনে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মধ্যস্থতাতেই গত মরশুমে আইএসএলে খেলার ব্যাপারটি শেষ মুহূর্তে নিষ্পত্তি হয়। ফলস্বরূপ জোড়াতালি দিয়ে দল গড়ে আইএসএলে সবার নীচে শেষ করে লাল-হলুদ।

কলকাতা, 12 এপ্রিল : হরিমোহন বাঙ্গুরের সংস্থা যে ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দেবে, তা দিনের আলোর মতই পরিষ্কার ছিল ৷ বাংলা নববর্ষের আগে মঙ্গলের বিকেলে লেসলি ক্লডিয়াস সরণির তাঁবুতে তা ফিরিয়েও দিল শ্রী সিমেন্ট (East Bengal Gets Back Sporting Rights From Shree Cement) ৷ ঘটনার ঘনঘটায় দু'বছর শতবর্ষ প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পর সম্পর্ক ছিন্ন করল হরিমোহন বাঙ্গুরের সংস্থা ৷ অর্থাৎ, আগামী মরশুমে নয়া লগ্নিকারী সংস্থার হাত ধরে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত হল ৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা ক্লাবের সঙ্গে লাল-হলুদ কর্তাদের ঘনিষ্ঠতা ইস্টবেঙ্গলে ওপার বাংলার লগ্নি আসার সম্ভাবনা জোরাল করে ৷ বসুন্ধরার আমন্ত্রণে চুক্তির খসড়া সাজিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে এসেছেন দেবব্রত সরকাররা ৷ কিন্তু শ্রী-এর থেরে ক্রীড়াস্বত্ত্ব ফেরৎ না-পেলে চুক্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় সাহসী হতে পারছিল না লাল-হলুদ ৷ আশা করা যায় আজকের পর নয়া লগ্নির ব্যাপারে আরও সাহসী হতে পারবেন ইস্টবেঙ্গল কর্তারা ৷

আরও পড়ুন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এ ব্যাপারে জানান, তাঁরা সাংবাদিক সম্মেলন করেই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। ভবিষ্যতে ক্লাব কোন পথে এগোবে তারও রূপরেখা দেওয়ার চেষ্টা করবেন ৷ উল্লেখ্য 2020 মরশুমে শ্রী সিমেন্টের হাত ধরে একেবারে শেষ মুহূর্তে আইএসএলে প্রবেশ করলেও নবমস্থানে শেষ করেছিল লাল-হলুদ ৷ তবে গতবারের ইস্টবেঙ্গলের 2021 আইএসএলের অভিজ্ঞতা আরও খারাপ ৷

চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর নিয়ে দু'পক্ষের টানাপোড়েনে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মধ্যস্থতাতেই গত মরশুমে আইএসএলে খেলার ব্যাপারটি শেষ মুহূর্তে নিষ্পত্তি হয়। ফলস্বরূপ জোড়াতালি দিয়ে দল গড়ে আইএসএলে সবার নীচে শেষ করে লাল-হলুদ।

Last Updated : Apr 12, 2022, 10:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.