ETV Bharat / entertainment

'পুষ্পা 2' প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা, মৃত 1, আহত বেশ কয়েকজন - PUSHPA 2 PREMIERE STAMPEDE

বুধবার রাতে হায়দরাবাদে 'পুষ্পা 2'-এর প্রিমিয়ার শো চলাকালীন দুর্ঘটনা ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার ৷ আহত বেশ কয়েকজন ৷

Pushpa 2 premiere show
পুষ্পা 2 মুক্তির পরেই মর্মান্তিক ঘটনা (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 9:29 AM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: যে ছবি ঘিরে এত উত্তেজনা-উন্মাদনা ছিল সেই ছবি মুক্তির পরেই বিষাদের সুর ৷ আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা 2: দ্য রুল' দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন দর্শক ৷ আজ অর্থাৎ 5 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি।

গতকাল বুধবার এই ছবির ছিল প্রিমিয়ার ৷ শো চলাকালীন হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল ৷ সেখানে অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে এক মহিলা ও তাঁর দুই ছেলে পড়ে যান ৷ পরে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তাঁর দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, এদিন রাতে পুষ্পা 2-এর প্রিমিয়ার ছিল ৷ আল্লু অর্জুন রাত 10.30 নাগাদ হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে পৌঁছন। তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায়। আরটিসি এক্স রোডের সন্ধ্যা প্রেক্ষাগৃহের বাইরে ভিড় সামাল দিতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এ সময় ঘটনাস্থলে হুড়োহুড়ি বেঁধে যায় এবং ধাক্কাধাক্কিতে এক মহিলা-সহ অন্তত 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ঠিক কী হয়েছে?
খবরে প্রকাশ, দিলসুখনগরের বাসিন্দা রেবতী (39) তার স্বামী ভাস্কর, দুই ছেলেকে নিয়ে 'পুষ্পা 2' দেখতে এসেছিলেন। রাত সাড়ে 10টার দিকে রেবতী ও তাঁর পরিবার যখন হল থেকে বেরোচ্ছিলেন তখন ধাক্কাধাক্কিতে পরে যান ৷ ওই সময়েই আল্লু অর্জুনের এক ঝলক দেখার জন্য সন্ধ্যা সিনেমা হলের বাইরে অনুরাগীরা এগিয়ে আসতে থাকেন মূল গেটের দিকে ৷ মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ৷ হুড়োহুড়ির মধ্যে ওই মহিলা ও তাঁর দুই ছেলে পদপিষ্ট হন ৷

সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত রেবতী ও তাঁর ছেলেদের ভিড় থেকে দূরে নিয়ে এসে প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করেন ৷ এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন রেবতী মারা যান এবং তাঁর ছেলেকে অন্য একটি সুপার-স্পেশালিটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে ও থিয়েটারের গেট বন্ধ করে দেয়। অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও ডাকা হয়।

ভেঙে পড়ে থিয়েটারের মূল ফটক

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, হলের বাইরে তুমুল বিশৃঙ্খলার মধ্যে মূল ফটক ভেঙে পড়ে। সেই সময় আল্লু অর্জুন প্রেক্ষাগৃহের ভিতরে ছিলেন ৷ তাঁর এবং অনান্য কলাকুশলীদের নিরাপত্তায় পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় ৷ বৃহস্পতিবার একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পরিচালক সুকুমারের 'পুষ্পা 2: দ্য রুল'। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বেঙ্গালুরু জুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে বুধবার রাত 9.30 টায় প্রিমিয়ার শো ছিল।

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: যে ছবি ঘিরে এত উত্তেজনা-উন্মাদনা ছিল সেই ছবি মুক্তির পরেই বিষাদের সুর ৷ আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা 2: দ্য রুল' দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন দর্শক ৷ আজ অর্থাৎ 5 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি।

গতকাল বুধবার এই ছবির ছিল প্রিমিয়ার ৷ শো চলাকালীন হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল ৷ সেখানে অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে এক মহিলা ও তাঁর দুই ছেলে পড়ে যান ৷ পরে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তাঁর দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, এদিন রাতে পুষ্পা 2-এর প্রিমিয়ার ছিল ৷ আল্লু অর্জুন রাত 10.30 নাগাদ হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে পৌঁছন। তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায়। আরটিসি এক্স রোডের সন্ধ্যা প্রেক্ষাগৃহের বাইরে ভিড় সামাল দিতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এ সময় ঘটনাস্থলে হুড়োহুড়ি বেঁধে যায় এবং ধাক্কাধাক্কিতে এক মহিলা-সহ অন্তত 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ঠিক কী হয়েছে?
খবরে প্রকাশ, দিলসুখনগরের বাসিন্দা রেবতী (39) তার স্বামী ভাস্কর, দুই ছেলেকে নিয়ে 'পুষ্পা 2' দেখতে এসেছিলেন। রাত সাড়ে 10টার দিকে রেবতী ও তাঁর পরিবার যখন হল থেকে বেরোচ্ছিলেন তখন ধাক্কাধাক্কিতে পরে যান ৷ ওই সময়েই আল্লু অর্জুনের এক ঝলক দেখার জন্য সন্ধ্যা সিনেমা হলের বাইরে অনুরাগীরা এগিয়ে আসতে থাকেন মূল গেটের দিকে ৷ মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ৷ হুড়োহুড়ির মধ্যে ওই মহিলা ও তাঁর দুই ছেলে পদপিষ্ট হন ৷

সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত রেবতী ও তাঁর ছেলেদের ভিড় থেকে দূরে নিয়ে এসে প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করেন ৷ এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন রেবতী মারা যান এবং তাঁর ছেলেকে অন্য একটি সুপার-স্পেশালিটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে ও থিয়েটারের গেট বন্ধ করে দেয়। অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও ডাকা হয়।

ভেঙে পড়ে থিয়েটারের মূল ফটক

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, হলের বাইরে তুমুল বিশৃঙ্খলার মধ্যে মূল ফটক ভেঙে পড়ে। সেই সময় আল্লু অর্জুন প্রেক্ষাগৃহের ভিতরে ছিলেন ৷ তাঁর এবং অনান্য কলাকুশলীদের নিরাপত্তায় পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় ৷ বৃহস্পতিবার একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পরিচালক সুকুমারের 'পুষ্পা 2: দ্য রুল'। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বেঙ্গালুরু জুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে বুধবার রাত 9.30 টায় প্রিমিয়ার শো ছিল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.