ETV Bharat / sports

শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ - Kalinga Super Cup

Kalinga Super Cup: রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে 2-1 গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল এফসি ৷ আই লিগের দল শ্রীনিধি ডেকান প্রথম বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ৷

ETV Bharat
ডার্বিতে শ্রীনিধি ডেকানকে পরাজিত করল ইস্টবেঙ্গল এফসি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 10:45 PM IST

Updated : Jan 15, 2024, 6:17 AM IST

ভুবনেশ্বর, 14 জানুয়ারি: শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজমে ইস্টবেঙ্গলের গোল পার্থক্যে ধাক্কা ৷ তবুও 19 জানুয়ারি বড় ম্যাচ ড্র করলেই ইস্টবেঙ্গল পরের পর্বে ৷ কারণ, কুয়াদ্রাতের দল গোল বেশি করেছে ৷ ক্লিনশিট রাখতে পারলে পয়েন্ট টেবিলে অবস্থান জোরালো হত ৷ রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে 2-1 গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল ৷

লাল হলুদের পক্ষে গোল হিজাজি মাহের এবং সিভেরিও তোরোর ৷ পেনাল্টি থেকে ব্যবধান কমান শ্রীনিধির উইলিয়াম ৷ টানা দু'ম্যাচে জয় ৷ ফলে 19 জানুয়ারির ডার্বি যার, সুপার কাপের শেষ চারের টিকিট তার ৷ গোল পার্থক্যের ভূমিকা হয়তো থাকবে ৷ কিন্তু সেটা লাল-হলুদের পক্ষে অনুকূল ৷ তবে এই পরিস্থিতিতে কার্লেস কুয়াদ্রাত এবং ক্লিফোর্ড মিরান্ডা, কেউই গোল পার্থক্যের আশায় সেমিফাইনালের জন্য ছক কষবেন না ৷

রবিবার দুপুরে হায়দরাবাদ এফসিকে পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে মোহনবাগান সুপারজায়ান্ট হারানোয় ডার্বি ডু অর ডাই হয়ে গেল ৷ 12 মিনিটে নিশু কুমারের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল হিজাজি মাহেরের ৷ জর্ডনের ডিফেন্ডার লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ৷ আই লিগের দল শ্রীনিধি ডেকান প্রথম বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ৷

প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে বেকায়দায় ফেললেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেনি ৷ কুয়াদ্রাত ছয় বিদেশিকে ব্যবহার করলেন ৷ তাতে ইস্টবেঙ্গলের খেলায় ধার বেড়েছিল এমন নয়, তবে এই ম্যাচে গোল পেয়েছেন সিভেরিও ৷ ডুরান্ড কাপের পরে ফের গোল করলেন তিনি ৷ দলবদলের দ্বিতীয় উইন্ডোতে সিভেরিওর বিদায় প্রায় নিশ্চিত ৷ এই অবস্থায় 32 মিনিটে তাঁর এই গোল ব্রাত্যজনের গোলপ্রাপ্তি ৷

প্রথমার্ধে আর গোল সংখ্যা বাড়েনি ৷ যেহেতু প্রথম থেকে ম্যাচের রাশ লাল-হলুদের পায়ে ৷ তাই বিরতির পরে গোল বাড়বে বলে মনে হয়েছিল ৷ কিন্তু ক্লেটন সিলভা, সিভেরিওরা তা পারেননি ৷ প্রথমবার লাল-হলুদ জার্সিতে মাঠে নামলেন অজয় ছেত্রী ৷ বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে আসা অজয় পুরো নব্বই মিনিট নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন বলা যাবে না ৷ তবে ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে গোল পার্থক্যে ধাক্কা দিলেন ৷ যদিও তা সত্ত্বেও ইস্টবেঙ্গল গ্রুপ শীর্ষে ৷

সুপার কাপে টানা দুই ম্যাচে জয় ৷ এবার ডার্বির অঙ্ক কষতে হবে কুয়াদ্রাতকে ৷ যদিও সেকথা তুলে বাড়তি চিন্তায় ডুবতে রাজি নন তিনি ৷ বরং বলছেন ফুটবলাররা নিজের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারলে যে কোনও দলকে ক্ষমতা দলের রয়েছে ৷ চলতি মরশুমে ডার্বির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান 1-1 ৷ সুপার কাপে পরিসংখ্যান উন্নত করার সুযোগ দু'দলের সামনেই ৷ তাই গোল পার্থক্যের কচকচানি- যাই বলা হোক না কেন, কলিঙ্গ ডার্বির উত্তাপে সরগরম হতে শুরু করল ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের সেমিফাইনালের পথে মোহনবাগান
  2. মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া, দলকেই দুষছেন হেডস্যর স্টিম্যাচ
  3. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের

ভুবনেশ্বর, 14 জানুয়ারি: শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজমে ইস্টবেঙ্গলের গোল পার্থক্যে ধাক্কা ৷ তবুও 19 জানুয়ারি বড় ম্যাচ ড্র করলেই ইস্টবেঙ্গল পরের পর্বে ৷ কারণ, কুয়াদ্রাতের দল গোল বেশি করেছে ৷ ক্লিনশিট রাখতে পারলে পয়েন্ট টেবিলে অবস্থান জোরালো হত ৷ রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে 2-1 গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল ৷

লাল হলুদের পক্ষে গোল হিজাজি মাহের এবং সিভেরিও তোরোর ৷ পেনাল্টি থেকে ব্যবধান কমান শ্রীনিধির উইলিয়াম ৷ টানা দু'ম্যাচে জয় ৷ ফলে 19 জানুয়ারির ডার্বি যার, সুপার কাপের শেষ চারের টিকিট তার ৷ গোল পার্থক্যের ভূমিকা হয়তো থাকবে ৷ কিন্তু সেটা লাল-হলুদের পক্ষে অনুকূল ৷ তবে এই পরিস্থিতিতে কার্লেস কুয়াদ্রাত এবং ক্লিফোর্ড মিরান্ডা, কেউই গোল পার্থক্যের আশায় সেমিফাইনালের জন্য ছক কষবেন না ৷

রবিবার দুপুরে হায়দরাবাদ এফসিকে পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে মোহনবাগান সুপারজায়ান্ট হারানোয় ডার্বি ডু অর ডাই হয়ে গেল ৷ 12 মিনিটে নিশু কুমারের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল হিজাজি মাহেরের ৷ জর্ডনের ডিফেন্ডার লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ৷ আই লিগের দল শ্রীনিধি ডেকান প্রথম বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ৷

প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে বেকায়দায় ফেললেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেনি ৷ কুয়াদ্রাত ছয় বিদেশিকে ব্যবহার করলেন ৷ তাতে ইস্টবেঙ্গলের খেলায় ধার বেড়েছিল এমন নয়, তবে এই ম্যাচে গোল পেয়েছেন সিভেরিও ৷ ডুরান্ড কাপের পরে ফের গোল করলেন তিনি ৷ দলবদলের দ্বিতীয় উইন্ডোতে সিভেরিওর বিদায় প্রায় নিশ্চিত ৷ এই অবস্থায় 32 মিনিটে তাঁর এই গোল ব্রাত্যজনের গোলপ্রাপ্তি ৷

প্রথমার্ধে আর গোল সংখ্যা বাড়েনি ৷ যেহেতু প্রথম থেকে ম্যাচের রাশ লাল-হলুদের পায়ে ৷ তাই বিরতির পরে গোল বাড়বে বলে মনে হয়েছিল ৷ কিন্তু ক্লেটন সিলভা, সিভেরিওরা তা পারেননি ৷ প্রথমবার লাল-হলুদ জার্সিতে মাঠে নামলেন অজয় ছেত্রী ৷ বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে আসা অজয় পুরো নব্বই মিনিট নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন বলা যাবে না ৷ তবে ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে গোল পার্থক্যে ধাক্কা দিলেন ৷ যদিও তা সত্ত্বেও ইস্টবেঙ্গল গ্রুপ শীর্ষে ৷

সুপার কাপে টানা দুই ম্যাচে জয় ৷ এবার ডার্বির অঙ্ক কষতে হবে কুয়াদ্রাতকে ৷ যদিও সেকথা তুলে বাড়তি চিন্তায় ডুবতে রাজি নন তিনি ৷ বরং বলছেন ফুটবলাররা নিজের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারলে যে কোনও দলকে ক্ষমতা দলের রয়েছে ৷ চলতি মরশুমে ডার্বির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান 1-1 ৷ সুপার কাপে পরিসংখ্যান উন্নত করার সুযোগ দু'দলের সামনেই ৷ তাই গোল পার্থক্যের কচকচানি- যাই বলা হোক না কেন, কলিঙ্গ ডার্বির উত্তাপে সরগরম হতে শুরু করল ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের সেমিফাইনালের পথে মোহনবাগান
  2. মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া, দলকেই দুষছেন হেডস্যর স্টিম্যাচ
  3. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের
Last Updated : Jan 15, 2024, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.