ETV Bharat / sports

EB vs CFC: ভুল শুধরে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট কাড়তে বদ্ধপরিকর মারিনা মাচানস'রাও - CFC

এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কেটে গিয়েছে 15 দিন । টানা বিরতির পর মাঠে দিন পরে খেলতে নামছে চেন্নাইয়িন । হেডস্যর জানালেন, অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্ট পেতে মরিয়া দল (East Bengal eyes to win against Chennaiyin FC) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 3, 2022, 10:27 PM IST

Updated : Nov 4, 2022, 6:36 AM IST

কলকাতা, 3 নভেম্বর: প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মতই নিজেদের শেষ ম্যাচে হেরেছে চেন্নাইয়িন এফসি । এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ছোট ভুলে বড় ধাক্কা মনে হয়েছে চেন্নাইয়িন সিটি এফসির কোচ থমাস ব্রাডরিকের । যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন । সেখানেই চেন্নাইয়িন হেডস্যর জানালেন, অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্ট পেতে মরিয়া দল (East Bengal eyes to win against Chennaiyin FC) ।

মোহনবাগানের বিরুদ্ধেও কলকাতার মাটি থেকেই জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাইয়িন সিটি এফসি । এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইছে মারিনা মাচানস (Marina Machans)। কিন্তু তাদের এই লক্ষ্যে বড় বাধা হতে পারে দলের চোট-আঘাত । মোহনবাগানের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক নেদারল্যান্ডসের মিডফিল্ডার নাসের এই খায়াটি সম্ভবত শুক্রবারের ম্যাচে থাকতে পারবেন না । চোটের কারণেই তাঁকে অনিশ্চিত বলছেন চেন্নাইয়িন কোচ । যদিও প্রয়োজন পড়লে কিছুক্ষণের জন্য মাঠে নামতে পারেন তিনি । চোটের জন্য খেলতে পারবেন না ঘানার মিডফিল্ডার কোয়ামি কারিকারি ।
এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কেটে গিয়েছে 15 দিন । টানা বিরতির পর মাঠে দিন পরে খেলতে নামছে চেন্নাইয়িন । গত 15 দিনে নিজেদের গুছিয়ে নিয়েছেন চেন্নাইয়িন কোচ । প্রস্তুতি নিয়ে ব্রাডরিক বলেন, "আমরা এই দীর্ঘ বিরতি কাজে লাগিয়েছি । পরাজয়ের কারণ বিশ্লেষণ করে সেইভাবে কঠোর পরিশ্রম করেছি । এই পরিস্থিতিতে আমাদের মানসিকভাবে কঠিন হতে হবে । ছেলেরা সেইভাবেই তৈরি হয়েছে ।"

প্রায় একই সঙ্গে প্রতিপক্ষ সম্পর্কে তাঁর বিশ্লেষণ, “দল হিসেবে ইস্টবেঙ্গল যথেষ্ট আকর্ষণীয় । আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে । সেদিক থেকে শুক্রবারের ম্যাচ এই তিনজনের ফিরিয়ে দেওয়ার ম্যাচও বটে । ওদের শক্তি যথেষ্ট । যার ওপর ভর দিয়ে আমাদের ব্যাকফুটে ঠেলার চেষ্টা করবে । তাছাড়া সমর্থকদের সমর্থনও থাকবে ওদের জন্য ।”

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলা, কাতারে ফুটবলপ্রেমীদের উদরপূর্তির দায়িত্বে 'হরিণঘাটা মিট'

চেন্নাইয়িন এফসি দলে নারায়ণ দাস, দেবজিত মজুমদার, মহম্মদ রফিকের মত লাল-হলুদের প্রাক্তনীরা রয়েছেন । যারা এই ম্যাচে পালটা দেওয়ার চেষ্টা করবেন । ডার্বিতে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানো সহজ নয় এই তিন মূর্তি জানেন । একই সঙ্গে সমর্থকদের জোরালো সমর্থন কতটা সাহায্য করে সেটাও জানা । কোচের পাশে বসে গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলেন, “সল্টলেক স্টেডিয়াম আমার প্রিয় মাঠ। সেখানে ফের ভালো খেলার চেষ্টা করব।”

কলকাতা, 3 নভেম্বর: প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মতই নিজেদের শেষ ম্যাচে হেরেছে চেন্নাইয়িন এফসি । এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ছোট ভুলে বড় ধাক্কা মনে হয়েছে চেন্নাইয়িন সিটি এফসির কোচ থমাস ব্রাডরিকের । যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন । সেখানেই চেন্নাইয়িন হেডস্যর জানালেন, অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্ট পেতে মরিয়া দল (East Bengal eyes to win against Chennaiyin FC) ।

মোহনবাগানের বিরুদ্ধেও কলকাতার মাটি থেকেই জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাইয়িন সিটি এফসি । এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইছে মারিনা মাচানস (Marina Machans)। কিন্তু তাদের এই লক্ষ্যে বড় বাধা হতে পারে দলের চোট-আঘাত । মোহনবাগানের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক নেদারল্যান্ডসের মিডফিল্ডার নাসের এই খায়াটি সম্ভবত শুক্রবারের ম্যাচে থাকতে পারবেন না । চোটের কারণেই তাঁকে অনিশ্চিত বলছেন চেন্নাইয়িন কোচ । যদিও প্রয়োজন পড়লে কিছুক্ষণের জন্য মাঠে নামতে পারেন তিনি । চোটের জন্য খেলতে পারবেন না ঘানার মিডফিল্ডার কোয়ামি কারিকারি ।
এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কেটে গিয়েছে 15 দিন । টানা বিরতির পর মাঠে দিন পরে খেলতে নামছে চেন্নাইয়িন । গত 15 দিনে নিজেদের গুছিয়ে নিয়েছেন চেন্নাইয়িন কোচ । প্রস্তুতি নিয়ে ব্রাডরিক বলেন, "আমরা এই দীর্ঘ বিরতি কাজে লাগিয়েছি । পরাজয়ের কারণ বিশ্লেষণ করে সেইভাবে কঠোর পরিশ্রম করেছি । এই পরিস্থিতিতে আমাদের মানসিকভাবে কঠিন হতে হবে । ছেলেরা সেইভাবেই তৈরি হয়েছে ।"

প্রায় একই সঙ্গে প্রতিপক্ষ সম্পর্কে তাঁর বিশ্লেষণ, “দল হিসেবে ইস্টবেঙ্গল যথেষ্ট আকর্ষণীয় । আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে । সেদিক থেকে শুক্রবারের ম্যাচ এই তিনজনের ফিরিয়ে দেওয়ার ম্যাচও বটে । ওদের শক্তি যথেষ্ট । যার ওপর ভর দিয়ে আমাদের ব্যাকফুটে ঠেলার চেষ্টা করবে । তাছাড়া সমর্থকদের সমর্থনও থাকবে ওদের জন্য ।”

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলা, কাতারে ফুটবলপ্রেমীদের উদরপূর্তির দায়িত্বে 'হরিণঘাটা মিট'

চেন্নাইয়িন এফসি দলে নারায়ণ দাস, দেবজিত মজুমদার, মহম্মদ রফিকের মত লাল-হলুদের প্রাক্তনীরা রয়েছেন । যারা এই ম্যাচে পালটা দেওয়ার চেষ্টা করবেন । ডার্বিতে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানো সহজ নয় এই তিন মূর্তি জানেন । একই সঙ্গে সমর্থকদের জোরালো সমর্থন কতটা সাহায্য করে সেটাও জানা । কোচের পাশে বসে গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলেন, “সল্টলেক স্টেডিয়াম আমার প্রিয় মাঠ। সেখানে ফের ভালো খেলার চেষ্টা করব।”

Last Updated : Nov 4, 2022, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.