কলকাতা, 10 নভেম্বর: ইস্টবেঙ্গলে ক্রমেই চোট-অসুস্থতার তালিকাটা দীর্ঘ হচ্ছে । ডেঙ্গি আক্রান্ত হয়ে অধিনায়ক শৌভিক চক্রবর্তী হাসপাতালে । তাঁর অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে । অনিকেত যাদবও অসুস্থতার তালিকায় । অ্যালেক্স লিমার হামস্ট্রিংয়ের চোট সারেনি । এলিয়ান্দ্রো পুরো সময় খেলার মত জায়গায় নেই । এই অবস্থায় শুক্রবার বেঙ্গালুরু রওনা হচ্ছে ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ সুনীল ছেত্রী-রয় কৃষ্ণ সম্বলিত বেঙ্গালুরু এফসি (East Bengal eyes to win against Bengaluru FC) ।
পাঁচ ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা এক । ডার্বি এবং চেন্নাইয়িন এফসি ম্যাচ হেরে এবার পরাজয়ের হ্যাটট্রিকের সামনে লাল-হলুদ । এই অবস্থায় গোদের ওপর বিষফোঁড়ার মতো দলের চোট-আঘাতের সমস্যা যোগ হয়েছে । শহর ছাড়ার চব্বিশ ঘণ্টা আগে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার কিরিয়াকুকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন, 'দলের এই সমস্যা নিয়ন্ত্রণের চাবিকাঠি তাঁর হাতে নেই' । তবে তারা পরিশ্রম এবং নৈপুন্যের উন্নতি ঘটিয়ে প্রতি ম্যাচেই 3 পয়েন্ট পাওয়ার চেষ্টা করছেন । যা গত পাঁচ ম্যাচের মতো বেঙ্গালুরু এফসি ম্যাচেও বজায় থাকবে ।
ইতিমধ্যে দলের ফুটবলারদের মান এবং দলগঠন নিয়ে সমর্থকরা আওয়াজ তুলতে শুরু করেছেন । বিষয়টি কানে গিয়েছে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচের । কড়া ট্যাকলে জানিয়েছেন, 'আমাদের দলটি নতুনভাবে গড়ে উঠছে । একটা পর্যায়ে পৌঁছতে সময় দরকার । গত আইএসএলে ইস্টবেঙ্গল মাত্র একটি ম্যাচ জিতেছিল । এবার একটি ম্যাচ জেতা আমাদের হয়ে গিয়েছে । পরবর্তী ম্যাচ জয়ের জন্য আমরা সবদিক থেকে তৈরি হচ্ছি । সেই জয় শুক্রবারও আসতে পারে । কিংবা ওড়িশা এফসি ম্যাচে বা তারপরে । আবার আমরা পরপর ছ'টি ম্যাচ জিতে যেতে পারি । ফুটবলে সবই সম্ভব । তবে মনে রাখবেন সবকিছুর জন্যই সময় দরকার । একথা সমর্থকদের বুঝতে হবে । সময় দিলেই একটা নতুন দলের নতুনভাবে গড়ে ওঠা সম্ভব ।”
প্রায় একই সঙ্গে লাল-হলুদের ব্রিটিশ কোচ যোগ করলেন, “গত চারবছরে দশজন কোচের বদল হয়েছে । সাম্প্রতিক সময়ে আমি সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচ হতে চলেছি । চার মাস কোচিং করানোর পরে এখানে পাঁচ নম্বর মাসে আমি পা দেব । আমরা কী অবস্থা থেকে শুরু করেছিলাম । একটা দল এবং কোচকে সময় দিতে হয় । শেষ কবে ক্লাব লিগ জিতেছিল ? প্রায় আঠারো বছর আগে । একথা মাথায় রাখবেন আমরা কিন্তু অসহায়ভাবে পরাজিত হইনি । প্রতিপক্ষ নয়, আমরা আমাদের হারিয়েছি ।”
আরও পড়ুন: দুর্বল নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে রেফারি আতঙ্কে ফেরান্দো
চেন্নাইয়িন ম্যাচের আগে প্রতিটি ম্যাচে দল ভরসা দেওয়ার মত ফুটবল খেলেছে বলে দাবি করেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন । একটি কিংবা দু'টি ভুলে যাবতীয় লড়াই শেষ হয়েছে বলে মনে করেন । তবে চেন্নাইয়িনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দল যে খেই হারিয়ে ফেলেছিল তা মানছেন। একই সঙ্গে জানিয়েছেন, ক্লেইটন কিংবা সুহের ভিপি গোল করতে পারলে ম্যাচের ছবি বদলে যেতে পারত । আপাতত আগে কী হয়েছে, সেদিকে না-তাকিয়ে দলের ভুল শুধরে জয়ের লক্ষ্যে পা বাড়াতে চাইছেন পদ্মাপাড়ের বস ।