কলকাতা, 30 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চেয়ে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। শনিবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন। সেখানেই পুরুষ এবং মহিলা দলকে শক্তিশালী করার ব্যাপারে লগ্নিকারী সংস্থাকে সাহায্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বতোভাবে সাহায্যের পাশাপাশি আর্থিকভাবে পাশে দাঁড়ানোর প্রস্তাব ক্লাবের তরফে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মর্মে নতুন বছরে দুই কিংবা 3 জানুয়ারি আলোচনায় বসতে চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় ঘণ্টা দেড়েকের আলোচনার পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাত তিন-চারজন নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারে জানিয়েছেন। তাদের নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই নতুন লগ্নির প্রয়োজন। এই অবস্থায় লগ্নিকারী সংস্থা কী সিদ্ধান্ত নিতে চলেছে তা জানা জরুরি। ক্লাব সেই সিদ্ধান্তের খোঁজে লগ্নিকারীর সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চায়। যা নতুন সপ্তাহেই করতে আগ্রহী। প্রসঙ্গত ইস্টবেঙ্গল আইএসএলের পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে। সুপার কাপের পরে আইএসএল ফের শুরু হলে প্রথম পর্বের বাকি ম্যাচের সাফল্য লাল-হলুদ ব্রিগেডকে প্রথম ছয়ে জায়গা করে দিতে পারে।
সেই পরিকল্পনা থেকেই দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন ফুটবলারের খোঁজে লাল হলুদ। যা সম্পূর্ণ করতে লগ্নিকারীর পাশে দাঁড়াতে চাইছেন লাল হলুদ কর্তারা। শুধু ছেলেদের দল নয়, মেয়েদের দলেও নতুন কয়েকজন ফুটবলার নিতে চাইছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে আই লিগে ইস্টবেঙ্গলের মেয়েরা ভালো জায়গায় রয়েছে। তাই আরও ভালোর লক্ষ্যে সর্বতোভাবে সাহায্যের চেষ্টায় ক্লাব। সব মিলিয়ে চলতি আইএসএল এবং মেয়েদের আই লিগে ভালো করার লক্ষ্যে ইস্টবেঙ্গল মরিয়া। একই সঙ্গে নতুন মরশুমের পরিকল্পনাও সাজানোর কাজও চলছে লেসলি ক্লডিয়াস সরণিতে।
ইতিমধ্যেই এই ব্যাপারে মুখ খুলেছেন ইস্টবেঙ্গলের নতুন সহ-সভাপতি রাহুল টোডি। তাঁর সংস্থা ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের লগ্নির দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনিও ক্লাবের সহ-সভাপতি হিসেবে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের ফুটবলের জন্য আরও লগ্নির প্রয়োজনের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি বর্তমান লগ্নিকারী সংস্থার আবেগ নিয়েও প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে একটা চোরাস্রোত বইছে। ফলে পরিস্থিতি কিছুটা বেসুরো। যা আপাতত প্রকাশ না-করে অপেক্ষার পথে হাঁটতে চাইছেন লাল-হলুদ কর্তারা।
আরও পড়ুন: