ETV Bharat / sports

Carles Cuadrat in Kolkata: কলকাতায় পৌঁছেই প্রত্যাশার চাপ টের পেলেন কুয়াদ্রাত - Carles Cuadrat

East Bengal Coach Carles Cuadrat: গভীর রাতে কোচিং টিমের দুই সদস্য অ্যালবার্ট মার্তিনেজ এবং দিমাস দেলগাডোকে নিয়ে কলকাতায় পৌঁছলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ৷ তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে রাত 2টোর সময় ছিল অংসখ্য সমর্থকের ভিড় ৷ যা দেখে অবাক ইস্টবেঙ্গলের নতুন কোচ ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
Carles Cuadrat in Kolkata
author img

By

Published : Jul 24, 2023, 12:45 PM IST

কলকাতা, 24 জুলাই: কলকাতা বিমানবন্দরের বাইরে পা রেখেই প্রত্যাশার পারদ কতটা, তা বুঝে গেলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত ৷ মধ্যরাত পেরিয়ে ঘড়ির কাটা আরও এগিয়ে ৷ দমদম বিমানবন্দরে তখন অসংখ্য লাল-হলুদ সমর্থকের ভিড় ৷ মুখে স্লোগান, গান প্রিয় ইস্টবেঙ্গল এবং তার কোচকে নিয়ে ৷ কার্লোস কুয়াদ্রাত এলেন ৷ তবে একা নন, সঙ্গে কোচিং ব্রিগেডের বাকি দুই সদস্য অ্যালবার্ট মার্তিনেজ এবং দিমাস দেলগাডো ৷ নতুন ক্লাব নতুন চ্যালেঞ্জ ৷ তাঁর কাছে প্রত্যাশা যে অনেক, শহরে পা দিয়ে সেই উত্তাপ উপলব্ধি করলেন কুয়াদ্রাত ৷

গভীর রাতে অসংখ্য সমর্থকের উপস্থিতিতে কার্যত অবাক হয়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ ৷ সমর্থকরা কার্লোস কুয়াদ্রাতকে ইতিমধ্যে প্রফেসর বলে ডাকতে শুরু করেছেন ৷ কথা না বললেও সমর্থকদের আবদারের ভাষা বুঝে গিয়েছেন ৷ ভারতীয় ফুটবলে কার্লোস কুয়াদ্রাত নতুন নন ৷ বেঙ্গালুরু এফসির ডাগ আউটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ সাফল্যের স্বাদ সেখানে বসেও পেয়েছেন ৷ সেই সময় কলকাতা ফুটবলের উন্মাদনা বিপক্ষের ডাগ-আউটে বসে দেখেছিলেন ৷ এবার তা গায়ে নিয়ে দল পরিচালনা করতে হবে তাঁকে ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
অ্যালবার্ট মার্তিনেজ এবং দিমাস দেলগাডোর সঙ্গে কলকাতায় কার্লোস কুয়াদ্রাত

ভিসা সমস্যায় ভারতে পা দিতে কিছুটা দেরি হয়েছে ৷ তবে, স্পেনে বসেই দলের প্রস্তুতির রিমোট কন্ট্রোলটা হাতে রেখেছিলেন ৷ বিনো জর্জকে নির্দেশ দিয়ে দলের প্রস্তুতির প্রাথমিক নকশাটা মেলে ধরেছেন ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলছে ৷ যুব দল হলেও, তাদের প্রতিদিনের পারফর্ম্যান্স নিয়ে নিজের মতামত জানিয়েছেন ৷ বিমানবন্দরে কার্লোস কুয়াদ্রাত এবং কোচিং ব্রিগেডের বাকি দুই সদস্যকে ফুলের তোড়া এবং লাল-হলুদ পতাকা উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয় ৷ বিমানবন্দরের বাইরে গগনভেদী চিৎকারে সমর্থকদের মেজাজটা বুঝতে পেরেছেন ৷ তাই নিজের সেরাটা দিয়ে সাফল্য নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন কার্লোস ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
কলকাতা বিমানবন্দরে সমর্থকের সঙ্গে ছবি ইস্টবেঙ্গল কোচের

আরও পড়ুন: রবিবার মাঝরাতে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত

একই সঙ্গে আইএসএল ডার্বি জিততে না-পারার আক্ষেপ মেটানোর প্রতিশ্রুতিও দিলেন স্প্যানিস কোচ ৷ সমর্থকদের তরফেও কার্লোস কুয়াদ্রাতকে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় ৷ সমর্থকদের সঙ্গে ছবিও তুললেন তিনি ৷ আপাতত হোটেলে বিশ্রাম নেবেন ৷ তার পর নৈহাটিতে ইস্টবেঙ্গল বনাম বিএসএস-এর মধ্যে কলকাতা লিগের ম্যাচে চোখ রাখবেন ৷ সূত্রের খবর নৈহাটিতে যেতে পারেন তিনি ৷ তবে, দীর্ঘ বিমানযাত্রার ধকল পেরিয়ে তা কতটা সম্ভব, সেটা বেলা গড়ালে বোঝা যাবে ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
কার্লোস কুয়াদ্রাতকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের ভিড়

আরও পড়ুন: ‘ক্যাচ দেম ইয়ং’, অনুর্ধ্ব-17 সাফজয়ী ভারতীয় দলের দুই ফুটবলার লাল-হলুদে

তবে, কার্লোস কুয়াদ্রাত তাঁর কোচিং ব্রিগেড নিয়ে চলে আসায়, ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে গতি বাড়বে বলে মনে করছেন সমর্থকরা ৷ সামনের অগস্টের প্রথম সপ্তাহ থেকে ডুরান্ড কাপের ম্যাচ ৷ তার আগে হাতে সময় একেবারেই নেই ৷ এই অবস্থায় দলকে দ্রুত তৈরি করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে কার্লোস কুয়াদ্রাতের কাছে ৷ আগামী কয়েকদিনের মধ্যে ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা কলকাতায় পৌঁছে যাবেন বলে জানা যাচ্ছে ৷

কলকাতা, 24 জুলাই: কলকাতা বিমানবন্দরের বাইরে পা রেখেই প্রত্যাশার পারদ কতটা, তা বুঝে গেলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত ৷ মধ্যরাত পেরিয়ে ঘড়ির কাটা আরও এগিয়ে ৷ দমদম বিমানবন্দরে তখন অসংখ্য লাল-হলুদ সমর্থকের ভিড় ৷ মুখে স্লোগান, গান প্রিয় ইস্টবেঙ্গল এবং তার কোচকে নিয়ে ৷ কার্লোস কুয়াদ্রাত এলেন ৷ তবে একা নন, সঙ্গে কোচিং ব্রিগেডের বাকি দুই সদস্য অ্যালবার্ট মার্তিনেজ এবং দিমাস দেলগাডো ৷ নতুন ক্লাব নতুন চ্যালেঞ্জ ৷ তাঁর কাছে প্রত্যাশা যে অনেক, শহরে পা দিয়ে সেই উত্তাপ উপলব্ধি করলেন কুয়াদ্রাত ৷

গভীর রাতে অসংখ্য সমর্থকের উপস্থিতিতে কার্যত অবাক হয়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ ৷ সমর্থকরা কার্লোস কুয়াদ্রাতকে ইতিমধ্যে প্রফেসর বলে ডাকতে শুরু করেছেন ৷ কথা না বললেও সমর্থকদের আবদারের ভাষা বুঝে গিয়েছেন ৷ ভারতীয় ফুটবলে কার্লোস কুয়াদ্রাত নতুন নন ৷ বেঙ্গালুরু এফসির ডাগ আউটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ সাফল্যের স্বাদ সেখানে বসেও পেয়েছেন ৷ সেই সময় কলকাতা ফুটবলের উন্মাদনা বিপক্ষের ডাগ-আউটে বসে দেখেছিলেন ৷ এবার তা গায়ে নিয়ে দল পরিচালনা করতে হবে তাঁকে ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
অ্যালবার্ট মার্তিনেজ এবং দিমাস দেলগাডোর সঙ্গে কলকাতায় কার্লোস কুয়াদ্রাত

ভিসা সমস্যায় ভারতে পা দিতে কিছুটা দেরি হয়েছে ৷ তবে, স্পেনে বসেই দলের প্রস্তুতির রিমোট কন্ট্রোলটা হাতে রেখেছিলেন ৷ বিনো জর্জকে নির্দেশ দিয়ে দলের প্রস্তুতির প্রাথমিক নকশাটা মেলে ধরেছেন ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলছে ৷ যুব দল হলেও, তাদের প্রতিদিনের পারফর্ম্যান্স নিয়ে নিজের মতামত জানিয়েছেন ৷ বিমানবন্দরে কার্লোস কুয়াদ্রাত এবং কোচিং ব্রিগেডের বাকি দুই সদস্যকে ফুলের তোড়া এবং লাল-হলুদ পতাকা উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয় ৷ বিমানবন্দরের বাইরে গগনভেদী চিৎকারে সমর্থকদের মেজাজটা বুঝতে পেরেছেন ৷ তাই নিজের সেরাটা দিয়ে সাফল্য নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন কার্লোস ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
কলকাতা বিমানবন্দরে সমর্থকের সঙ্গে ছবি ইস্টবেঙ্গল কোচের

আরও পড়ুন: রবিবার মাঝরাতে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত

একই সঙ্গে আইএসএল ডার্বি জিততে না-পারার আক্ষেপ মেটানোর প্রতিশ্রুতিও দিলেন স্প্যানিস কোচ ৷ সমর্থকদের তরফেও কার্লোস কুয়াদ্রাতকে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় ৷ সমর্থকদের সঙ্গে ছবিও তুললেন তিনি ৷ আপাতত হোটেলে বিশ্রাম নেবেন ৷ তার পর নৈহাটিতে ইস্টবেঙ্গল বনাম বিএসএস-এর মধ্যে কলকাতা লিগের ম্যাচে চোখ রাখবেন ৷ সূত্রের খবর নৈহাটিতে যেতে পারেন তিনি ৷ তবে, দীর্ঘ বিমানযাত্রার ধকল পেরিয়ে তা কতটা সম্ভব, সেটা বেলা গড়ালে বোঝা যাবে ৷

Carles Cuadrat in Kolkata ETV BHARAT
কার্লোস কুয়াদ্রাতকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের ভিড়

আরও পড়ুন: ‘ক্যাচ দেম ইয়ং’, অনুর্ধ্ব-17 সাফজয়ী ভারতীয় দলের দুই ফুটবলার লাল-হলুদে

তবে, কার্লোস কুয়াদ্রাত তাঁর কোচিং ব্রিগেড নিয়ে চলে আসায়, ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে গতি বাড়বে বলে মনে করছেন সমর্থকরা ৷ সামনের অগস্টের প্রথম সপ্তাহ থেকে ডুরান্ড কাপের ম্যাচ ৷ তার আগে হাতে সময় একেবারেই নেই ৷ এই অবস্থায় দলকে দ্রুত তৈরি করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে কার্লোস কুয়াদ্রাতের কাছে ৷ আগামী কয়েকদিনের মধ্যে ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা কলকাতায় পৌঁছে যাবেন বলে জানা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.