কলকাতা, 23 মার্চ : ইস্টবেঙ্গল ক্লাবে ট্রায়াল চলছিল তাঁর ৷ সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় হয়তো দেখা যেত তাঁকে ৷ কিন্তু স্বপ্ন স্বপ্নই রেখে সম্প্রতি না-ফেরার দেশে চলে গিয়েছেন কৃষ্ণনগরের প্রতিশ্রুতিমান ফুটবলার দেবজ্যোতি ঘোষ ৷ খেপের মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার মৃত্যু হয় তাঁর ৷ মঙ্গলবার প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের 21তম প্রয়াণ দিবসে দেবজ্যোতির পরিবারের পাশে দাঁড়িয়ে চুক্তির টাকা তুলে দেওয়ার ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal club announces to help footballer Debajyoti Ghosh family who died recently) ।
এদিন শ্রদ্ধায়-স্মরণে পালিত হল ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব পল্টু দাসের প্রয়াণ দিবস । সকালে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে এবং পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় । বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রচারবিমুখ পাঁচ কোচ -মুরারী শূর, অবিদত্ত রায়, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন মজুমদার ও কার্তিক বসুকে (প্রয়াত ক্রিকেট কোচ) দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয় ৷ এছাড়াও পাঁচ শিল্পপতি-গৌতম রায় চৌধুরী, ডা. সুবর্ণ বোস, শুভাশিস চক্রবর্তী, সোমনাথ ভট্টাচার্য এবং প্রণব চন্দ্রকেও একই সম্মান প্রদান করা হয় ।
সংবর্ধিত করা হয় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে । সংবর্ধিত পাঁচ কোচ এবং শিল্পপতির হাতে স্মারক, উত্তরীয়, ফুলের স্তবক এবং মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয় । পাশাপাশি সংবর্ধিত সকলকেই ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয় । দীপক জ্যোতি সম্মান অনুষ্ঠান ঘিরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মঙ্গলবার ছিল চাঁদের হাট । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য ।
আরও পড়ুন : কবে সচেতন হবে খেপের মাঠ, দেবজ্যোতির মৃত্যুতে উঠল একরাশ প্রশ্ন
নতুন মরশুমের জন্য নয়া বিলগ্নীকারীদের সঙ্গে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল কর্তাদের । সেক্ষেত্রে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে লগ্নি করতে পারে বলে জোর খবর । যদিও কিছুই চূড়ান্ত হয়নি এখনও ৷ শ্রী সিমেন্টের থেকে স্পোর্টিং রাইটস ফেরত পাওয়ার পরেই এবিষয়ে কাজকর্ম শুরু করতে পারবেন লাল-হলুদ কর্তারা ।