কলকাতা, 30 সেপ্টেম্বর: ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশী জর্ডন ও'দোহার্তি (Jordan O'Doherty) কি চোটের কবলে? তাঁকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল দিনকয়েক ধরে ৷ তবে সেই গুঞ্জন যে সত্যি নয়, তা জানিয়ে দিলেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ নতন মরশুমের জার্সি প্রকাশ অনুষ্ঠানে এসে দলের লক্ষ্যের কথা জানিয়েছিলেন ব্রিটিশ কোচ ৷ প্রস্তুতিতে খুশি কনস্ট্যানটাইন ৷ স্বভাবতই আইএসএলে ভালো খেলার আশ্বাস তাঁর মুখে। তবে দলের চোট-আঘাত নিয়ে প্রশ্ন উঠতেই দলের বিদেশি ফুটবলারের পাশে দাঁড়ালেন লাল-হলুদ কোচ ৷
ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ বলছেন, "চোট নয়, তবে ম্যাচ ফিট হতে সময় লাগবে দোহার্তির। আরও ম্যাচ প্র্যাকটিস দরকার ওর ৷ শুধু জর্ডান দোহার্তি নয়, আমার মনে হয় সমস্ত ফুটবলারের আরও বেশি ম্যাচ খেলা দরকার। আর দোহার্তিকে নিয়ে বলতে পারি ওর কোন চোট নেই, ও সুস্থই রয়েছে।"
আসলে জর্ডানকে নিয়ে শুরু থেকেই আশঙ্কা ছিল ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তথ্য অনুযায়ী 2019-20 মরশুমের পুরোটাই চোটে ভুগতে হয়েছিল অস্ট্রেলিয়ান এই ফুটবলারটিকে। সেই সময় নিউক্যাসেল জেটস এর হয়ে খেলছিলেন জর্ডান। তবে সেই পুরনো চোট আর সমস্যা করছে না বলেই জানিয়ে দিলেন কনস্ট্যানটাইন।
আরও পড়ুন: উমাকে সাক্ষী রেখে চতুর্থীতে ইস্টবেঙ্গলের নয়া জার্সির আত্মপ্রকাশ, ফিরল নস্টালজিয়া
এদিকে প্র্যাকটিস ম্যাচে আবার জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। আই লিগের দল রিয়াল কাশ্মীরের (Real Kashmir FC) বিরুদ্ধে অনুশীলন ম্যাচে 3-0 গোলে জয় তুলে নিল লাল-হলুদ (East Bengal beat Real Kashmir in practice match)। দ্বিতীয়ার্ধে এদিন খেলায় ঝাঁঝ বাড়ে স্টিফেনের ছেলেদের। 61 মিনিটে ক্লেইটন সিলভা দলের হয়ে প্রথম গোল করেন। 76 এবং 78 মিনিটে গোল সুমিত পাসি এবং শৌভিক চক্রবর্তীর। আইএসএলে প্রথম ম্যাচ 7 অক্টোবর। তার আগে অনুশীলন ম্যাচে দাপুটে ফুটবল নিঃসন্দেহে লাল-হলুদ কোচের চিন্তা কমাবে। এখন দেখার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই দাপট ইস্টবেঙ্গল দেখাতে পারে কি না। আপাতত সেই অপেক্ষাতেই পুজো কাটবে লাল-হলুদ জনতার।