কলকাতা, 16 ডিসেম্বর: দীর্ঘদিন ট্রফি আসেনি সিনিয়র ফুটবল দলের হাত ধরে ৷ কার্লেস কুয়াদ্রাতের অধীনে ধীরে ধীরে আইএসএলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টায় লাল-হলুদ ৷ এমতাবস্থায় 16 ডিসেম্বর দিনটা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ৷ একইদিনে তিনটি ভিন্ন লিগে মাঠে নামছে সিনিয়র ফুটবল দল, মহিলা ফুটবল দল এবং অনূর্ধ্ব-17 ফুটবল দল ৷ এর মধ্যে শেষেরটা আবার বড় ম্যাচ ৷ সেই বড় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে তাদের মাঠে গিয়ে হারাল ইস্টবেঙ্গলের ছোটরা ৷ গুরনাজ গ্রেওয়ালের নেতৃত্বে অনূর্ধ্ব-17 যুব লিগের ডার্বিতে লাল-হলুদের পক্ষে ম্যাচের ফল 4-0 ৷
ইস্টবেঙ্গলের কোচ বরুণ সেনগুপ্ত এবং মোহনবাগান সুপার জায়ান্ট কোচ বাস্তব রায় দুজনেই জানিয়েছিলেন তারা প্রস্তুতির সুযোগ পাননি। নামমাত্র প্র্যাকটিসেই নামতে হচ্ছে ডার্বিতে। তবে কিক-অফের পর দু'দলের মরিয়া ফুটবলে মনে হয়নি প্র্যাকটিস ছাড়াই খেলতে নেমেছে তাঁরা। অন্তত ইস্টবেঙ্গলকে দেখে তো নয়ই ৷ ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দখলে নিয়ে নেয় তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় লাল-হলুদ। গোলদাতা অধিনায়ক গুরনাজ। শুরুতেই গোলের ধাক্কা দ্রুত সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মোহনবাগানের ছোটরা। গোল শোধের জন্য মরিয়া আক্রমণ চালালেও ইস্টবেঙ্গল রক্ষণ ভাঙতে পারেনি সবুজ-মেরুনের ছোটরা।
বিরতির পর যখন উপভোগ্য লড়াই হবে বলে মনে করা হচ্ছিল, তখন দ্বিতীয়ার্ধের প্রথম ছ'মিনিটেই তিন গোল করে ম্যাচের দখল নিয়ে নেয় ইস্টবেঙ্গল। দলের হয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গোল করেন যথাক্রমে দীপু সর্দার (48), আলফ্রেড লালরিনপুইয়া (49) এবং দেবজিৎ রায় (51) ৷ অফসাইডের কারণে একটি গোল বাতিল হওয়ায় ডার্বিতে পাঁচ গোল দেওয়ার সুযোগ হাতছাড়া হয় লাল-হলুদের।
-
FT| The #MoshalColts earn the bragging rights at the Mohun Bagan Ground!🔥#U17YL #JoyEastBengal #EastBengalFC #KolkataDerby pic.twitter.com/fJqPhUb1we
— East Bengal FC (@eastbengal_fc) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT| The #MoshalColts earn the bragging rights at the Mohun Bagan Ground!🔥#U17YL #JoyEastBengal #EastBengalFC #KolkataDerby pic.twitter.com/fJqPhUb1we
— East Bengal FC (@eastbengal_fc) December 16, 2023FT| The #MoshalColts earn the bragging rights at the Mohun Bagan Ground!🔥#U17YL #JoyEastBengal #EastBengalFC #KolkataDerby pic.twitter.com/fJqPhUb1we
— East Bengal FC (@eastbengal_fc) December 16, 2023
ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত বলেন, "ফুটবলারদের শেষদিকে ক্লান্ত হয়ে পড়তে দেখেছিলাম, তাই খেলার গতি কমাতে বলা হয়েছিল। তবে যেভাবে প্রথম থেকে ম্যাচের রাশ তুলে নিয়ে জয় আধিপত্য দেখিয়ে দল নিয়ে এসেছে তাতে খুশি।" অন্যদিকে বাগান কোচ বাস্তব রায় জানান, ইস্টবেঙ্গল সিনিয়র দলের ফুটবলার খেলিয়েছে। তাছাড়া শারীরিক ভাবে ইস্টবেঙ্গলের ফুটবলাররা এগিয়ে। যার সুবিধা ম্যাচে পেয়েছে
মোহনবাগান এই প্রতিযোগিতায় ভিন রাজ্যের ফুটবলার না-খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। ডার্বিতে হারলেও সেই পরিকল্পনা থেকে সরছে না দল। আগামী 20 ডিসেম্বর কল্যাণীতে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে মহামেডানকে 3-2 গোলে হারিয়েছিল লাল-হলুদ ৷
আরও পড়ুন: