কলকাতা, 30 সেপ্টেম্বর: প্রথম একাদশে ফিরতেই গোলে ফিরলেন ক্লেটন সিলভা। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের ফল 2-1। অধিনায়কের আর্মব্যান্ড হাতে থাকলেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার জ্বলে ওঠেন, গত মরশুমে এই ছবি বারেবারে দেখা গিয়েছে। এবারও হায়দরাবাদ ম্যাচে তার পুনরাবৃত্তি। জোড়া গোল করে নায়ক ক্লেইটন সিলভা।
একইভাবে তাঁর ফিটনেস নিয়ে কোচের সন্দেহের জবাব দিলেন। বুঝিয়ে দিলেন এই দলের নেতা তিনি। দুই ম্যাচে চার পয়েন্ট। ইস্টবেঙ্গলকে নিয়ে আশা বাড়ছে লাল-হলুদ জনতার। রক্ষণ জমাট করে পাসের মায়াজালে প্রতিপক্ষকে ভাঙার কৌশল কার্লেস কুয়াদ্রাতের। পুরো দল হাতে পাননি। চোট এবং জাতীয় দলে ব্যস্ততার কারণে কিছুটা জোড়াতালি দিয়েই দল নামাচ্ছেন। বিশেষ করে রক্ষণের বোঝাপড়ায় গলদ রয়েছে। জর্ডন এলসের পরিবর্তে হিজাজি মাহের চলে এসেছেন। দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারলে কার্লেস কুয়াদ্রাতের কাজ কমবে।
কিন্তু তাঁর চিন্তা সুযোগ নষ্টের প্রদর্শনী। 8 মিনিটে নাওয়েলের পাস থেকে হিতেশ শর্মা গোল করলেন পার্দো এবং হরমনজ্যোৎ খাবরার ভুল বোঝাবুঝিকে কাজে লাগিয়ে। পিছিয়ে পড়ার দু'মিনিটের মধ্যে সমতায় ফিরল ইস্টবেঙ্গল। ডানদিক থেকে ভাসানো সেন্টার ধরে বোরহা বল বাড়িয়ে দিলেন ক্লেটনকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার সমতা ফেরাতে ভুল করেননি। এরপর পাসিং ফুটবলে বারবার হায়দরাবাদ দলকে ব্যাকফুটে রাখলেও গোলের মুখ খুলতে পারেনি। কুয়াদ্রাত বলছেন গোলের সুযোগ তৈরির অর্থ দল সঠিক পথে রয়েছে।
কিন্তু গোল না-হলে দল পিছিয়ে পড়ে সেকথা বুঝতে হবে। আর এটাই চিন্তা বাড়াচ্ছে। প্রথমার্ধে দুই দল গোলের মুখ খুলতে ব্যর্থ। বিরতির পরে ইস্টবেঙ্গল চাপ বাড়ালেও সেই গোলের মুখ না খুলতে পারার সমস্যা। সাড়ে এগারো হাজার সমর্থক বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। কোচ কার্লেসের সমর্থনে টিফো নিয়ে এসেছিলেন। দলকে সমর্থন করতে পুরো সময় ড্রাম বাজালেন, চ্যান্ট করলেন।
আরও পড়ুন: পাকিস্তানকে হেলায় হারিয়ে অনূর্ধ্ব-19 সাফ জয় ভারতের
তাঁদের আকুতিতে সাড়া দিয়েই অসাধারণ ফ্রিকিকে জয়ের গোল নিয়ে আসলেন অধিনায়ক ক্লেটন সিলভা। অসাধারন ফ্রি-কিকে আইএসএলের প্রথম জয় নিয়ে আসলেন অধিনায়ক ক্লেটন সিলভা। গোলের মুখ খুলতে বোরজাকে উঠিয়ে সিভেরিওকে নামিয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু তাঁর গোল নষ্ট করার বদভ্যাস যায়নি। ক্রেসপোর সেন্টারে সহজ সুযোগ বাইরে পাঠালেন। যা দেখে নিজেই হাসলেন। আত্মোপলব্ধি যদি ফেরাতে পারে ফর্মে।