পানাজি, 19 জানুয়ারি : প্রতীক্ষার অবসান ৷ টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে এসে শাপমুক্তি ঘটল ইস্টবেঙ্গলের ৷ ঘরে-বাইরে চরম ডামাডোলকে সঙ্গী করেও দায়িত্ব নিয়ে খেলা ঘোরালেন মারিও রিভেরা ৷ এফসি গোয়াকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় পেল লাল-হলুদ (SC East Bengal regiter their first win in ISL) ৷ নাওরেম মহেশ সিং'য়ের জোড়া গোলে গৌরদের 1-2 গোলে হারাল মারিও রিভেরার ছেলেরা (East Bengal beat FC Goa 2-1) ৷
রেনেডির তৈরি করে যাওয়া ভিতে জয়ের ইমারত গড়লেন স্প্যানিশ কোচ। একইসঙ্গে চলতি আইএসএলে প্রথম জয় লাল-হলুদকে পয়েন্ট টেবিলে দশ নম্বরে তুলে আনল। ম্যাচের প্রথমার্ধে নাওরেম মহেশ সিং'য়ের জোড়া গোলের ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হল ডুরান্ড জয়ীরা (Naorem Mahesh Singh scores twice for Red and Gold)। 37 মিনিটে আলবার্তো নগুয়েরার গোল ছাড়া জর্জ ওর্তিজ, এডু বেদিয়াদের পাসিং ফুটবল লাল-হলুদ রক্ষণে ফাটল ধরানোর পক্ষে যথেষ্ট ছিল না। রেনেডির কোচিংয়ের ইউএসপি ছিল ম্যান মার্কিং। প্রতিপক্ষ ফুটবলারদের ঘুরতে না দেওয়া এবং জোনাল মার্কিংয়ের মধ্যে দিয়ে প্রেসিং ফুটবল। মারিও দিন দু‘য়েকের অনুশীলনে তা বদলের চেষ্টা করেননি। বরং প্রতি-আক্রমণে ঝড় তোলার বার্তা দিয়েছিলেন ছেলেদের।
আরও পড়ুন : SC East Bengal vs FC Goa : ভারসাম্যের ফুটবলে জয়ের খোঁজে লাল-হলুদের নতুন হেডস্যার
কোচের নির্দেশ যে বিফলে যায়নি নাওরেমের জোড়া গোল তার প্রমাণ। প্রতিপক্ষের মিস পাস কাজে লাগিয়ে 9 মিনিট এবং 42 মিনিটে জোড়া গোল করে গেলেন মনিপুরি স্ট্রাইকার। গোলের পর আদিল খানের নেতৃত্বে প্রতিপক্ষের চাপ যেভাবে এসসি ইস্টবেঙ্গল সামলাল, তার জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয়। সীমিত সামর্থ্যের মধ্যেও সেরাটা দিতে বলেছিলেন মারিও। ছেলেরা সেটাই করে দেখাল। আগামী ম্যাচে আক্রমণ ভাগে যোগ দেবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিবেইরো। স্বাভাবিকভাবেই এই জয় বাড়িয়ে দিল প্রত্যাশা ৷