ETV Bharat / sports

Durand Cup 2023: কোপা আমেরিকার নিয়ম ডুরান্ডে, ফের বাজছে বড়ম্যাচের ডঙ্কা - ডুরান্ড কাপের সূচি

কে কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে আজ সন্ধ্যার লটারিতে ৷ ডুরান্ডের সূচি ঘোষণা আজ সন্ধ্যায় ৷ এখন সবার আগ্রহ ডুরান্ড কমিটির কোয়ার্টার ফাইনালের লটারি ঘিরে ৷

Etv Bharat
আজ ডুরান্ডের সূচি ঘোষণা
author img

By

Published : Aug 22, 2023, 7:14 AM IST

কলকাতা, 22 অগস্ট: দিন যত গড়াচ্ছে তত নতুন নিয়ম সামনে আসছে ডুরান্ড কাপে । 25 অগস্ট শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু । আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তার লটারি হবে । তার মধ্যে দিয়ে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে । যা নিয়ে বিতর্ক রয়েছে । কলকাতায় যে সকল দল কোয়ার্টার ফাইনালে যোগ্যতামান অর্জন করেছে তাদের একটি পটে রাখা হবে । আরেকটি পটে কোকড়াঝাড় এবং গুয়াহাটি থেকে যোগ্যতা অর্জন করেছে যে চারটি দল তাদেরকে রাখা হবে ।

ফলে দুটো বিভাগের মধ্যে যদি ক্রস না করা হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইানালে ফের ডার্বির সম্ভাবনা রয়েছে । এবার আরও একটি নতুন নিয়ম সামনে এল । ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল গড়াবে না অতিরিক্ত সময়ে । নক আউট পর্বের খেলা হলেও, দুই দলের 90 মিনিটের ম্যাচ অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে ম্যাচ । এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কমিটির পক্ষ থেকে । কোপা আমেরিকা ছাড়া বিশ্বের কোনও টুর্নামেন্টে অতিরিক্ত সময় না খেলিয়ে টাইব্রেকার হয় না । তবে এখন সবার আগ্রহ ডুরান্ড কমিটির কোয়ার্টার ফাইনালের লটারি ঘিরে ।

কলকাতার দুই প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে গেলেও, অল্পের জন্য পরের রাউন্ডে যেতে পারেনি মহামেডান স্পোর্টিং । এক গোলের জন্য লক্ষ্যপূরণ হয়নি সাদা-কালো ব্রিগেডের । কলকাতার দিকে রয়েছে চারটি দল । ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি রয়েছে মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরল এফসি । কোকড়াঝাড় এবং গুয়াহাটির দিকে রয়েছে আরও চারটি দল । এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি ও আর্মি ।

ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ ডুরান্ড কাপের সূচি নিয়ে অস্বস্তির ইঙ্গিত দিয়েছেন । কারণ কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও এএফসি কাপ খেলতে গিয়ে তাদের ফুটবলারদের প্রস্তুত করার কাজ ব্যহত হচ্ছে । মুখে এখনও পর্যন্ত কিছু না বললেও ডুরান্ডের এই খামখেয়ালিপনায় উষ্মাপ্রকাশ করেছে ইস্টবেঙ্গলও । ফলে টুর্নামেন্ট ঘিরে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হচ্ছে । কারণ ডুরান্ড কাপ ঘিরে কোনও দল প্রস্তুতি নিতে পারছে না ।

আরও পড়ুন : হাফ ডজন গোলেও শেষরক্ষা হল না মহামেডানের, ডুরান্ডের শেষ আটে বাগান

কলকাতা, 22 অগস্ট: দিন যত গড়াচ্ছে তত নতুন নিয়ম সামনে আসছে ডুরান্ড কাপে । 25 অগস্ট শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু । আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তার লটারি হবে । তার মধ্যে দিয়ে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে । যা নিয়ে বিতর্ক রয়েছে । কলকাতায় যে সকল দল কোয়ার্টার ফাইনালে যোগ্যতামান অর্জন করেছে তাদের একটি পটে রাখা হবে । আরেকটি পটে কোকড়াঝাড় এবং গুয়াহাটি থেকে যোগ্যতা অর্জন করেছে যে চারটি দল তাদেরকে রাখা হবে ।

ফলে দুটো বিভাগের মধ্যে যদি ক্রস না করা হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইানালে ফের ডার্বির সম্ভাবনা রয়েছে । এবার আরও একটি নতুন নিয়ম সামনে এল । ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল গড়াবে না অতিরিক্ত সময়ে । নক আউট পর্বের খেলা হলেও, দুই দলের 90 মিনিটের ম্যাচ অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে ম্যাচ । এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কমিটির পক্ষ থেকে । কোপা আমেরিকা ছাড়া বিশ্বের কোনও টুর্নামেন্টে অতিরিক্ত সময় না খেলিয়ে টাইব্রেকার হয় না । তবে এখন সবার আগ্রহ ডুরান্ড কমিটির কোয়ার্টার ফাইনালের লটারি ঘিরে ।

কলকাতার দুই প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে গেলেও, অল্পের জন্য পরের রাউন্ডে যেতে পারেনি মহামেডান স্পোর্টিং । এক গোলের জন্য লক্ষ্যপূরণ হয়নি সাদা-কালো ব্রিগেডের । কলকাতার দিকে রয়েছে চারটি দল । ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি রয়েছে মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরল এফসি । কোকড়াঝাড় এবং গুয়াহাটির দিকে রয়েছে আরও চারটি দল । এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি ও আর্মি ।

ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ ডুরান্ড কাপের সূচি নিয়ে অস্বস্তির ইঙ্গিত দিয়েছেন । কারণ কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও এএফসি কাপ খেলতে গিয়ে তাদের ফুটবলারদের প্রস্তুত করার কাজ ব্যহত হচ্ছে । মুখে এখনও পর্যন্ত কিছু না বললেও ডুরান্ডের এই খামখেয়ালিপনায় উষ্মাপ্রকাশ করেছে ইস্টবেঙ্গলও । ফলে টুর্নামেন্ট ঘিরে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হচ্ছে । কারণ ডুরান্ড কাপ ঘিরে কোনও দল প্রস্তুতি নিতে পারছে না ।

আরও পড়ুন : হাফ ডজন গোলেও শেষরক্ষা হল না মহামেডানের, ডুরান্ডের শেষ আটে বাগান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.