সিয়ল, 23 জুলাই: যেন কোনও ছবির চিত্রনাট্য। বিপক্ষের কাছে প্রথম গেমে হেরেও ম্যাচ জিতে নেয় চিরাগ-সাত্বিক! ভারতের এই ডাবলস জুটি জিতে নিলেন কোরিয়া ওপেন। তাও আবার বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে। চলতি বছর সাত্বিক-চিরাগদের ঝুলিতে আসছে একের পর এক খেতাব। এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ইন্দোনেশিয়া ওপেনের পর ফের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় পেলেন চিরাগ-সাত্বিক ৷ জয়কে যেন কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন দেশের দুই তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
এদিন এই জুটির বিপক্ষে নেমেছিল ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান-মহম্মদ রিয়ান আর্দিয়ান্ত জুটি। প্রথম গেমে ইন্দোনেশিয়া তারকাদের কাছে হেরে পিছিয়ে পড়েন চিরাগরা। কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে বাজিমাত করলেন তাঁরাই। রবিবাসরীয় দুপুরে পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডাবলসে ভারতকে বড় সাফল্য এনে দিলেন তাঁরা ৷ তিন সেটের কঠিন লড়াইয়ে রবিবার সাত্বিক-চিরাগ জুটি জিতেছেন 17-21, 21-13, 21-14 গেমে। এদিন ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল ইন্দোনেশিয়া জুটির।
-
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🤩
— BAI Media (@BAI_Media) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Satwik-Chirag win their 3️⃣rd #BWFWorldTour Super 500 title 🥳
📸: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #KoreaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/t0osXuHCFS
">𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🤩
— BAI Media (@BAI_Media) July 23, 2023
Satwik-Chirag win their 3️⃣rd #BWFWorldTour Super 500 title 🥳
📸: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #KoreaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/t0osXuHCFS𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🤩
— BAI Media (@BAI_Media) July 23, 2023
Satwik-Chirag win their 3️⃣rd #BWFWorldTour Super 500 title 🥳
📸: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #KoreaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/t0osXuHCFS
কোরিয়া ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে প্রথম গেমে চিরাগদের 17-21 ব্যবধানে হারিয়ে দেন আলফিয়ান-আর্দিয়ান্ত। কিন্তু পিছিয়ে পরেও ফিরে আসেন চিরাগ ও সাত্বিক। দ্বিতীয় গেম 21-13 ব্যবধানে ও তৃতীয় গেম 21-14 ব্যবধানে জিতে নেন তাঁরা। শনিবার বিশ্বের দু'নম্বর জুটিকে হারিয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, জুটি বাধার পর থেকে সাত্বিক-চিরাগের সাফল্য কম নেই। কমনওয়েলথ গেমসে সোনা, টমাস কাপে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, সুপার 300, সুপার 500, সুপার 750, ইন্দোনেশিয়া ওপেনে জয়জয়কার করেন চিরাগ-সাত্বিক।
বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন আলফিয়ান-আর্দিয়ান্ত। সেই সেরা জুটিকে হারিয়ে কোরিয়া ওপেনে শেষ হাসি হাসলেন চিরাগরা। শনিবার সেমিফাইনালে চিনা প্রতিপক্ষ লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাংকে হারান তাঁরা। রবিবারও সেই ধারা অব্যাহত রইল। সব মিলিয়ে ভারতের ব্যাডমিন্টন মানেই এখন শুধু পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত বা প্রণয়-লক্ষ্যরা নন। ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্য মানেই শুধু সিঙ্গলসের দিকে তাকিয়ে থাকাও নয়। এবার আগামী প্যারিস অলিম্পিক্সে পদক জেতার বিষয়ে ওই জুটির দিকে বড় আশা থাকবে।
আরও পড়ুন: কোয়ার্টারে ঝড় তুললেন সেমিতে সাত্বিক এবং চিরাগ, প্রতিপক্ষ ব়্যাংকিংয়ে পয়লা নম্বর জুটি