ETV Bharat / sports

Donnarumma Gukesh: আরও উন্নতি করতে চান, দেশের পয়লা নম্বর গ্র্যান্ডমাস্টার হয়ে জানালেন ডি গুকেশ - Rameshbabu Pragyanandaa

No 1 Indian Grand Master Dommaraju Gukesh: 64 ঘরের লড়াইয়ে নিজেকে আরও পোক্ত করতে চান ডি গুকেশ ৷ তাই ভারতের এক নম্বর গ্র্যান্ড মাস্টার হওয়ার পরেও, নিজেকে সামলে রাখছেন 17 বছরের কিশোর ৷

Donnarumma Gukesh ETV BHARAT
Donnarumma Gukesh
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 8:04 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: কোনও বিনিয়োগকারী ছাড়াই ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার হলেন ডোন্নারুম্মা গুকেশ ৷ গত শুক্রবার ফিডের রেটিং তালিকায় বিশ্বনাথন আনন্দকে সরিয়ে 8 নম্বরে উঠে আসেন 17 বছরের কিশোর ৷ সেই সঙ্গে দেশের পয়লা নম্বর দাবাড়ুর আসন দখল করেন তিনি ৷ শুধু তাই নয়, এই ঘটনায় 37 বছর পর সিংহাসনচ্যুত হতে হল বিশ্বনাথন আনন্দকে ৷ কিন্তু এই সাফল্যের পরেও মাটিতেই পা রাখতে চান গুকেশ ৷ জানালেন, নিজের খেলাকে আরও নিঁখুত করতে চান তিনি ৷

এই মুহূর্তে এশিয়ান গেমসে প্রস্তুতির জন্য কলকাতায় রয়েছেন ডি গুকেশ ৷ এখানে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন রমেশবাবু প্রজ্ঞানন্দও ৷ তিনিও এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন ৷ তবে, গুকেশকে অনেক বেশি বাস্তবিক শোনাল রবিবার ৷ সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেকদিন হয়ে গেল (বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হার) ৷ ঠিক আছে সামনে আরও অনেক টুর্নামেন্ট আছে ৷ আমি সেগুলিতে এই মুহূর্তে মনোযোগ দিতে চাই ৷’’

উল্লেখ্য, ডি গুকেশের এই সাফল্য পুরোটাই নিজের চেষ্টায় ৷ তাঁর খেলার পিছনে যে খরচ হয়, সেগুলি তিনি নিজেই জোগাড় করেন ৷ বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কারের টাকা এবং ক্রাউড ফান্ডিংয়ের সাহায্যে নিজের খেলার খরচ চালান ডি গুকেশ ৷ তবে, তাঁর এই সাফল্যে বড় ভূমিকা নিয়েছে ওয়েস্ট-ব্রিজ আনন্দ অ্যাকাডেমি ৷ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে সরিয়ে ভারতের এক নম্বর গ্র্যান্ড মাস্টার হওয়ায়, গুকেশকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং বিশ্বনাথন আনন্দ ৷

আরও পড়ুন: 37 বছর পর সিংহাসনচ্যুত আনন্দ, ভারতের নয়া 1 নম্বর ডি গুকেশ

গুকেশ বলেন, ‘‘আনন্দ স্যার আমাকে অভিনন্দন জানিয়েছেন ৷ অবশ্যই তিনি আমার কেরিয়ারে খুব বড় ভূমিকা পালন করেছেন ৷ উনি আমার জীবনের সবচেয়ে বড় নায়ক এবং আদর্শ ৷ আশা করি উনি আমার প্রাপ্তিতে খুশি হয়েছেন ৷’’ আর নিজের অনুভূতি নিয়ে গুকেশ জানান, তাঁর নিজেরও খুব ভালোলাগছে ৷ তবে তাঁর এই সাফল্যের পিছনে প্রশিক্ষক এবং ওয়েস্ট-ব্রিজ আনন্দ অ্যাকাডেমির বড় ভূমিকা রয়েছে বলে জানান গুকেশ ৷ এই মুহূর্তে ফিড রেটিংয়ে 2758 পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন 17 বছর বয়সি ভারতের নম্বর ওয়ান গ্র্যান্ডমাস্টার ৷ আর বিশ্বনাথন আনন্দ 2754 পয়েন্ট নিয়ে রয়েছেন ঠিক তার পরেই, অর্থাৎ 9 নম্বরে ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

কলকাতা, 3 সেপ্টেম্বর: কোনও বিনিয়োগকারী ছাড়াই ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার হলেন ডোন্নারুম্মা গুকেশ ৷ গত শুক্রবার ফিডের রেটিং তালিকায় বিশ্বনাথন আনন্দকে সরিয়ে 8 নম্বরে উঠে আসেন 17 বছরের কিশোর ৷ সেই সঙ্গে দেশের পয়লা নম্বর দাবাড়ুর আসন দখল করেন তিনি ৷ শুধু তাই নয়, এই ঘটনায় 37 বছর পর সিংহাসনচ্যুত হতে হল বিশ্বনাথন আনন্দকে ৷ কিন্তু এই সাফল্যের পরেও মাটিতেই পা রাখতে চান গুকেশ ৷ জানালেন, নিজের খেলাকে আরও নিঁখুত করতে চান তিনি ৷

এই মুহূর্তে এশিয়ান গেমসে প্রস্তুতির জন্য কলকাতায় রয়েছেন ডি গুকেশ ৷ এখানে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন রমেশবাবু প্রজ্ঞানন্দও ৷ তিনিও এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন ৷ তবে, গুকেশকে অনেক বেশি বাস্তবিক শোনাল রবিবার ৷ সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেকদিন হয়ে গেল (বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হার) ৷ ঠিক আছে সামনে আরও অনেক টুর্নামেন্ট আছে ৷ আমি সেগুলিতে এই মুহূর্তে মনোযোগ দিতে চাই ৷’’

উল্লেখ্য, ডি গুকেশের এই সাফল্য পুরোটাই নিজের চেষ্টায় ৷ তাঁর খেলার পিছনে যে খরচ হয়, সেগুলি তিনি নিজেই জোগাড় করেন ৷ বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কারের টাকা এবং ক্রাউড ফান্ডিংয়ের সাহায্যে নিজের খেলার খরচ চালান ডি গুকেশ ৷ তবে, তাঁর এই সাফল্যে বড় ভূমিকা নিয়েছে ওয়েস্ট-ব্রিজ আনন্দ অ্যাকাডেমি ৷ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে সরিয়ে ভারতের এক নম্বর গ্র্যান্ড মাস্টার হওয়ায়, গুকেশকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং বিশ্বনাথন আনন্দ ৷

আরও পড়ুন: 37 বছর পর সিংহাসনচ্যুত আনন্দ, ভারতের নয়া 1 নম্বর ডি গুকেশ

গুকেশ বলেন, ‘‘আনন্দ স্যার আমাকে অভিনন্দন জানিয়েছেন ৷ অবশ্যই তিনি আমার কেরিয়ারে খুব বড় ভূমিকা পালন করেছেন ৷ উনি আমার জীবনের সবচেয়ে বড় নায়ক এবং আদর্শ ৷ আশা করি উনি আমার প্রাপ্তিতে খুশি হয়েছেন ৷’’ আর নিজের অনুভূতি নিয়ে গুকেশ জানান, তাঁর নিজেরও খুব ভালোলাগছে ৷ তবে তাঁর এই সাফল্যের পিছনে প্রশিক্ষক এবং ওয়েস্ট-ব্রিজ আনন্দ অ্যাকাডেমির বড় ভূমিকা রয়েছে বলে জানান গুকেশ ৷ এই মুহূর্তে ফিড রেটিংয়ে 2758 পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন 17 বছর বয়সি ভারতের নম্বর ওয়ান গ্র্যান্ডমাস্টার ৷ আর বিশ্বনাথন আনন্দ 2754 পয়েন্ট নিয়ে রয়েছেন ঠিক তার পরেই, অর্থাৎ 9 নম্বরে ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.