আগরতলা, 30 জুলাই : মার্চে বাকু ওয়ার্ল্ড কাপ চলাকালীন হাঁটুতে চোট পান দীপা কর্মকার । যে কারণে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি । অংশ নেননি দোহা ওয়ার্ল্ড কাপেও ৷ তার পর থেকেই রিহ্যাবে থেকে টোকিও অলিম্পিকে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি । তবে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, 2020 অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় ।
তিনি বলেন, "দীপার রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এখনও চলছে । সুস্থ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না ।" এরই মধ্যে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এটি টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা । কিন্তু বিশ্বেশ্বর নন্দীর কথায়, "চোট অনেক দিন ধরে ভোগাচ্ছে দীপাকে । যেই কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি । ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আমাদের হাতে কিছু নেই । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে । পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয় । চিকিৎসক ও ফিজ়িওর সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"
2016 রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রদুনোভা ভল্টে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছিলেন দীপা । আগামী অলিম্পিকে তাঁরই অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে । 4 অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে এখন তাকিয়ে দীপার কোচ । কোনওভাবেই আশা ছাড়তে রাজি নন তিনি । তবে দীপা তাঁর পায়ে এক শতাংশ ব্যথা অনুভব করলেও ঝুঁকি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বেশ্বর নন্দী ।