ETV Bharat / sports

টোকিয়ো অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও অনিশ্চিত, জানালেন কোচ

দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, 2020 অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় । মার্চে বাকু ওয়ার্ল্ড কাপ চলাকালীন হাঁটুতে চোট পান দীপা কর্মকার ।

টোকিয়ো অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও অনিশ্চিত
author img

By

Published : Jul 30, 2019, 10:15 AM IST

আগরতলা, 30 জুলাই : মার্চে বাকু ওয়ার্ল্ড কাপ চলাকালীন হাঁটুতে চোট পান দীপা কর্মকার । যে কারণে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি । অংশ নেননি দোহা ওয়ার্ল্ড কাপেও ৷ তার পর থেকেই রিহ্যাবে থেকে টোকিও অলিম্পিকে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি । তবে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, 2020 অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় ।

তিনি বলেন, "দীপার রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এখনও চলছে । সুস্থ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না ।" এরই মধ্যে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এটি টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা । কিন্তু বিশ্বেশ্বর নন্দীর কথায়, "চোট অনেক দিন ধরে ভোগাচ্ছে দীপাকে । যেই কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি । ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আমাদের হাতে কিছু নেই । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে । পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয় । চিকিৎসক ও ফিজ়িওর সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"

2016 রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রদুনোভা ভল্টে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছিলেন দীপা । আগামী অলিম্পিকে তাঁরই অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে । 4 অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে এখন তাকিয়ে দীপার কোচ । কোনওভাবেই আশা ছাড়তে রাজি নন তিনি । তবে দীপা তাঁর পায়ে এক শতাংশ ব্যথা অনুভব করলেও ঝুঁকি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বেশ্বর নন্দী ।

আগরতলা, 30 জুলাই : মার্চে বাকু ওয়ার্ল্ড কাপ চলাকালীন হাঁটুতে চোট পান দীপা কর্মকার । যে কারণে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি । অংশ নেননি দোহা ওয়ার্ল্ড কাপেও ৷ তার পর থেকেই রিহ্যাবে থেকে টোকিও অলিম্পিকে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি । তবে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, 2020 অলিম্পিকে দীপার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় ।

তিনি বলেন, "দীপার রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এখনও চলছে । সুস্থ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না ।" এরই মধ্যে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এটি টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা । কিন্তু বিশ্বেশ্বর নন্দীর কথায়, "চোট অনেক দিন ধরে ভোগাচ্ছে দীপাকে । যেই কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি । ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আমাদের হাতে কিছু নেই । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে । পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয় । চিকিৎসক ও ফিজ়িওর সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"

2016 রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রদুনোভা ভল্টে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছিলেন দীপা । আগামী অলিম্পিকে তাঁরই অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে । 4 অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে এখন তাকিয়ে দীপার কোচ । কোনওভাবেই আশা ছাড়তে রাজি নন তিনি । তবে দীপা তাঁর পায়ে এক শতাংশ ব্যথা অনুভব করলেও ঝুঁকি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বেশ্বর নন্দী ।

New Delhi, Jul 29 (ANI): Senior Congress leader Shashi Tharoor on Sunday said the continuous delay in the appointment of a new party president is hurting the grand old party, adding that an interim president should be appointed immediately to take decisions at the highest level in order to avoid future political disasters like Karnataka and Goa. "To my mind, the delay is hurting us. It gives an impression of drift and in decision. Some very well known names have expressed the same frustration to me. They have chosen not to go public," Tharoor said. "1st thing is appoint an interim president or authorise someone to take decisions. So if somebody like Goa opposition leader leaves with most of the party, someone should be there to stop, persuade, and argue; to do something rather than it just happening." Rahul Gandhi resigned from the post of Congress president last month over the party's dismal performance in the Lok Sabha elections.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.