কলকাতা, 13 ডিসেম্বর: চোট সারিয়ে মাঠে ফিরছেন মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস । বৃহস্পতিবার আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রওনা হবে মোহনবাগান সুপারজায়ান্ট । তার আগে নিজেদের মাঠে প্রস্তুতি সেরে নিল সবুজ-মেরুন । ওড়িশা এফসি'র বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন কোচ জুয়ান ফেরান্দো । তাই তিনি গুয়াহাটিতে ম্যাচের দিন ডাগ-আউটে নেই তিনি । বুধবার দিমিত্রি পেত্রাতোসকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা ।
মিরান্ডা জানিয়েছেন, প্র্যাকটিসে চোটের ব্যাপারে চূড়ান্ত ছবি পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে । অনুশীলনে পেত্রাতোস, মনবীর চুটিয়ে খেললেও সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংরি সময় কাটান ফিজিওর সঙ্গেই । প্রশ্নচিহ্ন রয়েছে অনিরুদ্ধ থাপাকে ঘিরেও । সবমিলিয়ে সবুজ-মেরুনের চোটের রিপোর্ট কার্ডে আগের থেকে অবস্থা কিছুটা ভালো হয়েছে। এই ম্যাচে ডাগ-আউটে থাকবেন না কোচ জুয়ান ফেরান্দো। ওড়িশা এফসি'র বিরুদ্ধে ম্যাচের শেষে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে লাল কার্ড দেখেছিলেন তিনি । কিন্তু কতগুলো ম্যাচের জন্য বাইরে থাকতে হবে তাঁকে, তা নিয়ে কোনও নির্দেশ আসেনি। শুধুমাত্র শো-কজ চিঠি এসেছে । তবুও মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্দোকে গুয়াহাটিতে দলের সঙ্গে নিয়ে গেলেও ড্রেসিংরুম এবং ডাগ আউটে না-রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
এএফসি কাপের ধাক্কার পরে আইএসএলে জয়ে ফিরেছিল সবুজ-মেরুন। কিন্তু ঘরের মাঠে ওড়িশা এফসি'র বিরুদ্ধে ড্র করেছে তারা । যদিও পিছিয়ে পড়া অবস্থা থেকে ড্র করার মধ্যে দলের লড়াকু মানসিকতার খুঁজে পেয়েছেন অনেকেই ৷ 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপারজায়ান্ট এখন পয়েন্ট টেবিলের প্রথম তিনে । লক্ষ্য শীর্ষস্থান ফের দখলে নেওয়া । সেই লক্ষ্য পূরণের জন্য় গুয়াহাটির বিরুদ্ধে জয় অত্যন্ত জরুরি । ফুটবলাররাও ম্যাচের গুরুত্ব বুঝে মরিয়া হয়েই মাঠে নামতে হবে।
মনবীর সিং এবং বিশেষ করে দিমিত্রি পেত্রাতোসের প্রত্যাবর্তনে চিন্তা কমবে । তবে পেত্রাতোসের প্রত্যাবর্তন যদি নিশ্চিন্তির কারণ হয় তাহলে জেসন কামিংসের গোল না-পাওয়া সবুজ মেরুনের মাথাব্যথা । শেষ ম্যাচে আর্মান্দো সাদিকু জোড়া গোলে হার বাঁচিয়েছেন । কিন্তু অস্ট্রেলিয়ান কামিংস তাঁর স্কোরিং বুটটা খুঁজে পাচ্ছেন না । ক্লিফোর্ড মিরান্ডা সাংবাদিক সম্মেলনে অজি স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন । জানিয়েছেন অনুশীলনে কোনও খামতি নেই। কামিংসের গোলে ফেরা সময়ের অপেক্ষা । একইভাবে সতীর্থর হয়ে সওয়াল পেত্রাতোসেরও । তিনিও বিশ্বাস করেন উচুঁমানের ফুটবলার কামিংস প্র্যাকটিসে নিখুঁত । গোল যেকোনও দিনই করবেন। সব মিলিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে পেত্রাতোসের প্রত্যাবর্তন যদি স্বস্তি হয় তাহলে অজি স্ট্রাইকারের গোলের খরা চিন্তা বাড়াচ্ছে ।
আরও পড়ুন: