ETV Bharat / sports

CFL 2023: লিগের দ্রুততম গোলে দশজনের ডায়মন্ড হারবারের কাছে হার বাগানের, দলকে শুভেচ্ছা অভিষেকের - Mohun Bagan

দশজনের ডায়মন্ড হারবার হারাল সবুজ মেরুনকে ৷ চলতি কলকাতা লিগে দ্রুততম গোলের নজির গড়লেন হরিপালের বাঙালি স্ট্রাইকার। দলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

CFL 2023
লিগের দ্রুততম গোলে দশজনের ডায়মন্ড হারবারের কাছে হার বাগানের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 10:26 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: মহামেডান স্পোর্টিংয়ের পর মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কলকাতা লিগে দুই প্রধানকে উড়িয়ে খেতাবি দৌড়ে জাঁকিয়ে বসল ডায়মন্ড হারবার এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে 1-0 গোলে জয়ী কিবু ভিকুনার ছেলেরা। 36 সেকেন্ডে ম্যাচের একমাত্র গোল সুপ্রিয় পণ্ডিতের। চলতি কলকাতা লিগে দ্রুততম গোলের নজির গড়লেন হরিপালের বাঙালি স্ট্রাইকার।

এই হারের পরে ডায়মন্ড হারবার এফসি 29 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছল। মোহনবাগান সুপার জায়ান্ট এই পরাজয়ের পরে 24 পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে থেকে সুপার সিক্সের দৌড় শুরু করবে। 36 সেকেন্ডে পিছিয়ে পড়ার পরে একাধিক আক্রমণেও সবুজ-মেরুন ব্যর্থ কিবুর দলের ডিফেন্স ভাঙতে। 35 মিনিটে অয়ন মণ্ডল জোড়া হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখেন। বাকি 64 মিনিট দশজনে খেলেও ডায়মন্ড হারবার এফসি পরাজিত করল সবুজ-মেরুনকে।

প্রথমার্ধে গোল এবং লাল কার্ডের ঘটনা ছাড়া দুই দলের ফুটবল ম্যাড়ম্যাড়ে। বিরতির পরে মোহন বাগান বলের দখল পায়ে রাখলেও গোল মুখে ব্যর্থ। বিশেষ করে সুহেল ভাট। অনূর্ধ্ব-23 ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে ফিরেছেন। পুরো 90 মিনিট ছটফট করলেন কিন্তু গোলমুখ খুলতে পারলেন না। এমনকী করমর্দনের দূরত্ব থেকেও গোল করতে ব্যর্থ হলেন। কাশ্মীরি স্ট্রাইকার তাও চেষ্টা করেছেন। কিয়ান নাসিরি ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন। প্রতি-আক্রমণে মোহনবাগানকে টেক্কা দেওয়ার কৌশল নিয়েছিল কিবু ভিকুনার ছেলেরা।

  • Unbelievable triumph by DHFC that too with 10 players in an awe-inspiring exhibition of unabated prowess. Heartfelt gratitude to the boys and @lakibuteka for instilling an unyielding faith in the realization of our aspirations. Onward, upward, and forward we relentlessly march!💪🏻

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দশজনে হয়ে যাওয়ার পরে রক্ষণের দরজা আরও বেশি শক্তপোক্ত করে ফেলায় সবুজ-মেরুন ফুটবলারদের কাজটা আরও কঠিন হয়ে যায়। হামতে, মুরগত, কিয়ান নাসিরি, টাইসন, সুহেল ভাট এবং পরিবর্ত হিসেবে মাঠে নামা ফারদিন আলি মোল্লা বারবার ডায়মন্ড হারবার রক্ষণের জালে দিগভ্রষ্ট হয়েছেন। এর পাশাপাশি গোলরক্ষক ম্যাচের সেরা সুশান্ত মালিককে। তার অসাধারণ গোলরক্ষা দলের রক্ষণের কাজ সহজ করে দিয়েছিল। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা সরব রেফারিং নিয়ে। অন্যদিকে সবুজ মেরুন শিবির বিষয়টিকে খারাপ দিন বলে দেখতে চাইছে ৷

আরও পড়ুন: আই লিগের ধাক্কা কলকাতা লিগে, সুপার সিক্সে জয় দিয়ে শুরু করতে চায় মহামেডান

কলকাতা, 17 সেপ্টেম্বর: মহামেডান স্পোর্টিংয়ের পর মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কলকাতা লিগে দুই প্রধানকে উড়িয়ে খেতাবি দৌড়ে জাঁকিয়ে বসল ডায়মন্ড হারবার এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে 1-0 গোলে জয়ী কিবু ভিকুনার ছেলেরা। 36 সেকেন্ডে ম্যাচের একমাত্র গোল সুপ্রিয় পণ্ডিতের। চলতি কলকাতা লিগে দ্রুততম গোলের নজির গড়লেন হরিপালের বাঙালি স্ট্রাইকার।

এই হারের পরে ডায়মন্ড হারবার এফসি 29 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছল। মোহনবাগান সুপার জায়ান্ট এই পরাজয়ের পরে 24 পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে থেকে সুপার সিক্সের দৌড় শুরু করবে। 36 সেকেন্ডে পিছিয়ে পড়ার পরে একাধিক আক্রমণেও সবুজ-মেরুন ব্যর্থ কিবুর দলের ডিফেন্স ভাঙতে। 35 মিনিটে অয়ন মণ্ডল জোড়া হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখেন। বাকি 64 মিনিট দশজনে খেলেও ডায়মন্ড হারবার এফসি পরাজিত করল সবুজ-মেরুনকে।

প্রথমার্ধে গোল এবং লাল কার্ডের ঘটনা ছাড়া দুই দলের ফুটবল ম্যাড়ম্যাড়ে। বিরতির পরে মোহন বাগান বলের দখল পায়ে রাখলেও গোল মুখে ব্যর্থ। বিশেষ করে সুহেল ভাট। অনূর্ধ্ব-23 ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে ফিরেছেন। পুরো 90 মিনিট ছটফট করলেন কিন্তু গোলমুখ খুলতে পারলেন না। এমনকী করমর্দনের দূরত্ব থেকেও গোল করতে ব্যর্থ হলেন। কাশ্মীরি স্ট্রাইকার তাও চেষ্টা করেছেন। কিয়ান নাসিরি ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন। প্রতি-আক্রমণে মোহনবাগানকে টেক্কা দেওয়ার কৌশল নিয়েছিল কিবু ভিকুনার ছেলেরা।

  • Unbelievable triumph by DHFC that too with 10 players in an awe-inspiring exhibition of unabated prowess. Heartfelt gratitude to the boys and @lakibuteka for instilling an unyielding faith in the realization of our aspirations. Onward, upward, and forward we relentlessly march!💪🏻

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দশজনে হয়ে যাওয়ার পরে রক্ষণের দরজা আরও বেশি শক্তপোক্ত করে ফেলায় সবুজ-মেরুন ফুটবলারদের কাজটা আরও কঠিন হয়ে যায়। হামতে, মুরগত, কিয়ান নাসিরি, টাইসন, সুহেল ভাট এবং পরিবর্ত হিসেবে মাঠে নামা ফারদিন আলি মোল্লা বারবার ডায়মন্ড হারবার রক্ষণের জালে দিগভ্রষ্ট হয়েছেন। এর পাশাপাশি গোলরক্ষক ম্যাচের সেরা সুশান্ত মালিককে। তার অসাধারণ গোলরক্ষা দলের রক্ষণের কাজ সহজ করে দিয়েছিল। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা সরব রেফারিং নিয়ে। অন্যদিকে সবুজ মেরুন শিবির বিষয়টিকে খারাপ দিন বলে দেখতে চাইছে ৷

আরও পড়ুন: আই লিগের ধাক্কা কলকাতা লিগে, সুপার সিক্সে জয় দিয়ে শুরু করতে চায় মহামেডান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.