ETV Bharat / sports

DHFC Club Launch : অভিষেকের ক্লাবের ট্যাগলাইন, ‘দমদার হারবার ডায়মন্ড হারবার‘ - DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee

ডায়মন্ডহারবার এফসি ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে (DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee) ৷ আজ বাংলা নববর্ষে খুঁটি পুজো করে নতুন ক্লাবের সূচনা করলেন তিনি ৷

DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee
DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee
author img

By

Published : Apr 15, 2022, 4:38 PM IST

কলকাতা, 15 এপ্রিল : 1 বৈশাখে আত্মপ্রকাশ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের ৷ লোগো এবং জার্সি উন্মোচন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee) ৷ সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ময়দানে তাঁর দল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব বা ডিএইচএফসি’র সূচনা করলেন । শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়ামে উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ ৷ বছরের শুরুতেই লোগো জার্সি উদ্বোধন করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন তিনি ৷

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবির্ভাবেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডিএইচএফসি ৷ একটি সংসদীয় কেন্দ্রের নামে ক্লাব হয়তো বাংলায় এই প্রথম ৷ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এ দিন উন্মোচিত হল ক্লাবের লোগো ৷ সেই সঙ্গে হোম ও অ্যাওয়ে জার্সিও প্রকাশ করলেন তিনি ৷ এ দিনের ঘোষণা মতো ক্লাবের ট্যাগলাইন হল, ‘‘দমদার হারবার ডায়মন্ড হারবার ৷’’

ডিএইচএফসি’র উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ যেমন নববর্ষ, তেমনই গুড ফ্রাইডে ৷ রমজান মাসও চলছে ৷ এই পবিত্রদিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল ৷ 2019 সালে ঘোষণা করেছিলাম, আমরা একটি ফুটবল ক্লাব দ্রুত শুরু করব ৷ 2017 সাল থেকে এমপি কাপ শুরু করেছি ৷ তা দেখে শুধু বাংলাতেই নয় ৷ বাংলার বাইরেও এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে ৷ ফলে ডায়মন্ডহারবার আজ যা ভাবে, ভারতের বাকি অংশ কাল তা ভাবে ৷’’

আরও পড়ুন : DHFC Teaser Launch : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

অভিষেক জানান, কোভিডের কারণে 2020 সালে তিনি ক্লাব চালু করতে পারেননি ৷ 2021 সালের এমপি কাপ শেষের দিন তিনি জানিয়ে ছিলেন, যত শীঘ্র সম্ভব ফার্স্ট ডিভিশন ক্লাব তৈরি করবেন ৷ তার জন্য পরিকাঠামোগত যে মানদণ্ড আইএফএ চেয়েছিল ৷ তা ডায়মন্ডহারবার ফুটবল ক্লবের তরফে দেওয়া হয়েছে বলে জানান অভিষেক ৷ তিনি এও জানান, তাঁর ডিএইচএফসি-তে রাজনীতি চলবে না ৷ বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না কেন, ক্লাবের দরজা সকলের জন্য খোলা ৷ যে কেউ এই ক্লাবের সদস্য হতে পারবেন ৷ যে কেউ খেলার সুযোগ পাবেন ৷

কলকাতা, 15 এপ্রিল : 1 বৈশাখে আত্মপ্রকাশ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের ৷ লোগো এবং জার্সি উন্মোচন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee) ৷ সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ময়দানে তাঁর দল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব বা ডিএইচএফসি’র সূচনা করলেন । শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়ামে উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ ৷ বছরের শুরুতেই লোগো জার্সি উদ্বোধন করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন তিনি ৷

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবির্ভাবেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডিএইচএফসি ৷ একটি সংসদীয় কেন্দ্রের নামে ক্লাব হয়তো বাংলায় এই প্রথম ৷ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এ দিন উন্মোচিত হল ক্লাবের লোগো ৷ সেই সঙ্গে হোম ও অ্যাওয়ে জার্সিও প্রকাশ করলেন তিনি ৷ এ দিনের ঘোষণা মতো ক্লাবের ট্যাগলাইন হল, ‘‘দমদার হারবার ডায়মন্ড হারবার ৷’’

ডিএইচএফসি’র উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ যেমন নববর্ষ, তেমনই গুড ফ্রাইডে ৷ রমজান মাসও চলছে ৷ এই পবিত্রদিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল ৷ 2019 সালে ঘোষণা করেছিলাম, আমরা একটি ফুটবল ক্লাব দ্রুত শুরু করব ৷ 2017 সাল থেকে এমপি কাপ শুরু করেছি ৷ তা দেখে শুধু বাংলাতেই নয় ৷ বাংলার বাইরেও এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে ৷ ফলে ডায়মন্ডহারবার আজ যা ভাবে, ভারতের বাকি অংশ কাল তা ভাবে ৷’’

আরও পড়ুন : DHFC Teaser Launch : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

অভিষেক জানান, কোভিডের কারণে 2020 সালে তিনি ক্লাব চালু করতে পারেননি ৷ 2021 সালের এমপি কাপ শেষের দিন তিনি জানিয়ে ছিলেন, যত শীঘ্র সম্ভব ফার্স্ট ডিভিশন ক্লাব তৈরি করবেন ৷ তার জন্য পরিকাঠামোগত যে মানদণ্ড আইএফএ চেয়েছিল ৷ তা ডায়মন্ডহারবার ফুটবল ক্লবের তরফে দেওয়া হয়েছে বলে জানান অভিষেক ৷ তিনি এও জানান, তাঁর ডিএইচএফসি-তে রাজনীতি চলবে না ৷ বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না কেন, ক্লাবের দরজা সকলের জন্য খোলা ৷ যে কেউ এই ক্লাবের সদস্য হতে পারবেন ৷ যে কেউ খেলার সুযোগ পাবেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.