ETV Bharat / sports

বিশ্বকাপে সোনা জয় অপূর্বীর - Apurvi Chandela Wins Year's Second Women's 10m Air Rifle World Cup Gold

চলতি বছর এটি অপূর্বীর বিস্বকাপে দ্বিতীয় সোনা জয়

অপূর্বী চান্ডেলা
author img

By

Published : May 27, 2019, 9:46 AM IST

মিউনিখ, 27 মে : শুটিং বিশ্বকাপে ফের সোনা জিতলেন অপূর্বী চান্ডেলা । গতকাল মিউনিখে রুদ্ধশ্বাস লড়াইয়ে 0.2 পয়েন্টের ব্যবধানে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জেতেন ভারতীয় এই শুটার । এটি চলতি বছরে তাঁর দ্বিতীয় বিশ্বকাপ খেতাব ।

গতকাল কোয়ালিফাইং রাউন্ডের শেষে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 633 । তাঁর থেকে 0.3 পয়েন্ট পিছনে ছিলেন অপর ভারতীয় শুটার ইলাভেনিল ভালারিভান । ফাইনালে ইলাভেনিল পিছিয়ে পড়লেও নিজের ছন্দ ধরে রাখেন অপূর্বী । চিনা শুটার লুয়াও ওয়াঙের সঙ্গে অপূর্বীর ফাইনালে জোরদার টক্কর চলছিল । এক শট বাকি থাকতে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 240.6 । অপরদিকে, দ্বিতীয় স্থানে থাকা ওয়াঙের 240.5 পয়েন্ট ছিল । তীব্র স্নায়ুচাপের মধ্যে শেষ শটে 10.4 পয়েন্ট পান অপূর্বী । আর 10.3 পয়েন্ট পান ওয়াং । সবমিলিয়ে 0.2 পয়েন্টে এগিয়ে সোনা জেতেন ভারতীয় শুটার । অনেক পিছিয়ে 229.4 পয়েন্ট পেয়ে তৃতীয় হন চিনের শু হং । মাত্র 0.1 পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় ইলাভেনিলের ।

গতবছর মিউনিখেই সোনা জেতার দৌড়ে থেকেও শেষ শটে মাত্র 5.9 পয়েন্ট পান অপূর্বী । তার জেরে চতুর্থ হন । সে প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অপূর্বী বলেন, "অবশ্যই, আমি ওটার (5.9 পয়েন্ট শটের) কথা ভাবছিলাম । কিন্তু, আমি ফাইনাল নিয়ে আর বেশি করে খেটেছি । তাই আমি আমার নিজের পরিকল্পনা বজায় রেখেছি । আর সেই ভাবনাকে আমার পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে দিইনি । " মিউনিখের পর অপূর্বী 6টি বড় টুর্নামেন্টে খেলেছেন । এর মধ্যে তিনটি বিশ্বকাপ ছিল । চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্বকাপে প্রথম সোনা জেতেন অপূর্বী । গত মাসে বেজিং বিশ্বকাপে অল্পের জন্য পোডিয়াম হাতছাড়া হয় ।

মিউনিখ, 27 মে : শুটিং বিশ্বকাপে ফের সোনা জিতলেন অপূর্বী চান্ডেলা । গতকাল মিউনিখে রুদ্ধশ্বাস লড়াইয়ে 0.2 পয়েন্টের ব্যবধানে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জেতেন ভারতীয় এই শুটার । এটি চলতি বছরে তাঁর দ্বিতীয় বিশ্বকাপ খেতাব ।

গতকাল কোয়ালিফাইং রাউন্ডের শেষে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 633 । তাঁর থেকে 0.3 পয়েন্ট পিছনে ছিলেন অপর ভারতীয় শুটার ইলাভেনিল ভালারিভান । ফাইনালে ইলাভেনিল পিছিয়ে পড়লেও নিজের ছন্দ ধরে রাখেন অপূর্বী । চিনা শুটার লুয়াও ওয়াঙের সঙ্গে অপূর্বীর ফাইনালে জোরদার টক্কর চলছিল । এক শট বাকি থাকতে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 240.6 । অপরদিকে, দ্বিতীয় স্থানে থাকা ওয়াঙের 240.5 পয়েন্ট ছিল । তীব্র স্নায়ুচাপের মধ্যে শেষ শটে 10.4 পয়েন্ট পান অপূর্বী । আর 10.3 পয়েন্ট পান ওয়াং । সবমিলিয়ে 0.2 পয়েন্টে এগিয়ে সোনা জেতেন ভারতীয় শুটার । অনেক পিছিয়ে 229.4 পয়েন্ট পেয়ে তৃতীয় হন চিনের শু হং । মাত্র 0.1 পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় ইলাভেনিলের ।

গতবছর মিউনিখেই সোনা জেতার দৌড়ে থেকেও শেষ শটে মাত্র 5.9 পয়েন্ট পান অপূর্বী । তার জেরে চতুর্থ হন । সে প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অপূর্বী বলেন, "অবশ্যই, আমি ওটার (5.9 পয়েন্ট শটের) কথা ভাবছিলাম । কিন্তু, আমি ফাইনাল নিয়ে আর বেশি করে খেটেছি । তাই আমি আমার নিজের পরিকল্পনা বজায় রেখেছি । আর সেই ভাবনাকে আমার পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে দিইনি । " মিউনিখের পর অপূর্বী 6টি বড় টুর্নামেন্টে খেলেছেন । এর মধ্যে তিনটি বিশ্বকাপ ছিল । চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্বকাপে প্রথম সোনা জেতেন অপূর্বী । গত মাসে বেজিং বিশ্বকাপে অল্পের জন্য পোডিয়াম হাতছাড়া হয় ।

Madurai (Tamil Nadu), May 19 (ANI): Devotees celebrated Vaikasi Visakam festival with great zest and zeal in Tamil Nadu's Madurai. They gathered in huge number and visited Thirupparamkunram Murugan Temple to mark the celebration. It is celebrated to mark the birth anniversary of Lord Murugan. Vaikasi Visakam festival is celebrated by Tamilians all over the world with great fervour.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.