ETV Bharat / sports

গোল করতে চান ক্লেইটন, ডার্বিকেই সেমিফাইনাল বলছেন কুয়াদ্রাত - কার্লেস কুয়াদ্রাত

East Bengal vs Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডার্বি সেমিফাইনাল কার্লেস কুয়াদ্রাতের জন্য ৷ আজকের ম্যাচ জিতে সুপার কাপের শেষ চার নিশ্চিত করাই লক্ষ্য তাঁর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 3:46 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: ডার্বির আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএল ও সুুপার কাপ মিলিয়ে শেষ সাত ম্যাচে অপরাজিত লাল-হলুদ ক্লাব ৷ তাই ডার্বিতে নামার আগে দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ে ইতিবাচক শোনাল কুয়াদ্রাতকে ৷ যা গত তিনবছরে কখনই হয়নি ইস্টবেঙ্গলের সঙ্গে ৷ তবে, ইস্টবেঙ্গলের কাছে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচই সুপার কাপের সেমিফাইনাল ৷

যা নিয়ে কোচের মত, “এটা ঠিক সুপার কাপে ভালো খেলছি। শুধু সুপার কাপ নয় আমরা আইএসএলের কয়েকটি ম্যাচে ভালো খেলেছি। কোচ হিসেবে এটা আমার কাছে তৃপ্তির। তবে ডার্বির গুরুত্ব আলাদা। দল যে ছন্দে রয়েছে সেকথা মানছি ৷” তবে অতীততে কী হয়েছে, আর কী হয়নি; তা নিয়ে ভাবতে নারাজ কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি মরশুমে দুই দলের দ্বৈরথের ফলাফল 1-1 ৷ কুয়াদ্রাত তা নিয়ে ভাবছেন না ৷ প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টে বেশ কিছু বদল হয়েছে। সেই প্রশ্নেও লাল-হলুদ কোচ অবিচল ৷

তিনি বলছেন, “এটা সত্যিই ওদের দলেও বদল হয়েছে ৷ আমাদের দলেও বদল এসেছে ৷ আমরা যে ভালো খেলছি এটাও তো বদল ৷” বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলনে ডার্বি নিয়ে কোনও মানসিক চাপের ছবি ইস্টবেঙ্গলে দেখা যায়নি ৷ অনুশীলনে পুরো দলকে আত্মবিশ্বাসী দেখিয়েছে ৷ ফল যাই হোক না কেন ভালো ও লড়াকু ফুটবল খেলাই প্রধান লক্ষ্য ৷ দলের এই মানসিকতাই এখন কুয়াদ্রাতকে আশার আলো দেখাচ্ছে ৷

উল্লখ্য, আজকের ম্যাচ ড্র করলেই শেষ চারের টিকিট পাকা ৷ কিন্তু, এটা আর পাঁচটা ম্যাচ নয় ৷ কলকাতা ময়দানের দুই প্রধানের ম্যাচ ৷ ওড়িশার মাটিতে হলেও, এটা 'কলকাতা ডার্বি' ৷ তাই কুয়াদ্রাত বলছেন, “এটা কোনও অ্যাডভান্টেজ নয় ৷ আমরা ড্র নিয়ে ভাবছি না ৷ জয়ই একমাত্র লক্ষ্য ৷ সেমিফাইনাল নিয়েও কোনও চিন্তা নেই ৷ আমাদের কাছে ডার্বিটাই সেমিফাইনাল ৷” মোহনবাগান সুপার জায়ান্ট শিবির থেকে বলা হচ্ছে, তাদের সাতজন ফুটবলার নেই ৷ যার প্রেক্ষিতে কার্লেস কুয়াদ্রাত বলেন, “আমাদেরও প্রথম দলের দু’জন ফুটবলার নেই ৷ গুরুত্বপূর্ণ ফুটবলার ওরা ৷”

অধিনায়ক ক্লেইটন সিলভা ডার্বি নিয়ে কী ভাবছেন ? তিনি বলেন, “ওদের আক্রমণভাগ যেমন ভালো, তেমনই আমাদের আক্রমণও শক্তিশালী ৷ আমি ডার্বিতে কখনও গোল করিনি ৷ সেই ইচ্ছেটা এবার পুরণ করতে চাই ৷” ইস্টবেঙ্গলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা নজর এড়ায়নি কুয়াদ্রাতের ৷ আক্রমণাত্মক ফুটবল খেললেও, আগে রক্ষণকে মজবুত করার পরিকল্পনায় রয়েছেন তিনি ৷ সেভাবেই দল তৈরি করেছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সুনীলদের স্বপ্নভঙ্গ, উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপে যাত্রা শেষ ভারতের
  2. ডার্বিতে কোচের আসন সহকারীকে ছাড়লেন হাবাস, লাল-হলুদকেই এগিয়ে রাখছেন ক্লিফোর্ড
  3. ভারতে প্রতিভার অভাব নেই, কলকাতায় এসে মত টেনিস তারকা শ্বেদোভার

কলকাতা, 19 জানুয়ারি: ডার্বির আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএল ও সুুপার কাপ মিলিয়ে শেষ সাত ম্যাচে অপরাজিত লাল-হলুদ ক্লাব ৷ তাই ডার্বিতে নামার আগে দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ে ইতিবাচক শোনাল কুয়াদ্রাতকে ৷ যা গত তিনবছরে কখনই হয়নি ইস্টবেঙ্গলের সঙ্গে ৷ তবে, ইস্টবেঙ্গলের কাছে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচই সুপার কাপের সেমিফাইনাল ৷

যা নিয়ে কোচের মত, “এটা ঠিক সুপার কাপে ভালো খেলছি। শুধু সুপার কাপ নয় আমরা আইএসএলের কয়েকটি ম্যাচে ভালো খেলেছি। কোচ হিসেবে এটা আমার কাছে তৃপ্তির। তবে ডার্বির গুরুত্ব আলাদা। দল যে ছন্দে রয়েছে সেকথা মানছি ৷” তবে অতীততে কী হয়েছে, আর কী হয়নি; তা নিয়ে ভাবতে নারাজ কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি মরশুমে দুই দলের দ্বৈরথের ফলাফল 1-1 ৷ কুয়াদ্রাত তা নিয়ে ভাবছেন না ৷ প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টে বেশ কিছু বদল হয়েছে। সেই প্রশ্নেও লাল-হলুদ কোচ অবিচল ৷

তিনি বলছেন, “এটা সত্যিই ওদের দলেও বদল হয়েছে ৷ আমাদের দলেও বদল এসেছে ৷ আমরা যে ভালো খেলছি এটাও তো বদল ৷” বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলনে ডার্বি নিয়ে কোনও মানসিক চাপের ছবি ইস্টবেঙ্গলে দেখা যায়নি ৷ অনুশীলনে পুরো দলকে আত্মবিশ্বাসী দেখিয়েছে ৷ ফল যাই হোক না কেন ভালো ও লড়াকু ফুটবল খেলাই প্রধান লক্ষ্য ৷ দলের এই মানসিকতাই এখন কুয়াদ্রাতকে আশার আলো দেখাচ্ছে ৷

উল্লখ্য, আজকের ম্যাচ ড্র করলেই শেষ চারের টিকিট পাকা ৷ কিন্তু, এটা আর পাঁচটা ম্যাচ নয় ৷ কলকাতা ময়দানের দুই প্রধানের ম্যাচ ৷ ওড়িশার মাটিতে হলেও, এটা 'কলকাতা ডার্বি' ৷ তাই কুয়াদ্রাত বলছেন, “এটা কোনও অ্যাডভান্টেজ নয় ৷ আমরা ড্র নিয়ে ভাবছি না ৷ জয়ই একমাত্র লক্ষ্য ৷ সেমিফাইনাল নিয়েও কোনও চিন্তা নেই ৷ আমাদের কাছে ডার্বিটাই সেমিফাইনাল ৷” মোহনবাগান সুপার জায়ান্ট শিবির থেকে বলা হচ্ছে, তাদের সাতজন ফুটবলার নেই ৷ যার প্রেক্ষিতে কার্লেস কুয়াদ্রাত বলেন, “আমাদেরও প্রথম দলের দু’জন ফুটবলার নেই ৷ গুরুত্বপূর্ণ ফুটবলার ওরা ৷”

অধিনায়ক ক্লেইটন সিলভা ডার্বি নিয়ে কী ভাবছেন ? তিনি বলেন, “ওদের আক্রমণভাগ যেমন ভালো, তেমনই আমাদের আক্রমণও শক্তিশালী ৷ আমি ডার্বিতে কখনও গোল করিনি ৷ সেই ইচ্ছেটা এবার পুরণ করতে চাই ৷” ইস্টবেঙ্গলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা নজর এড়ায়নি কুয়াদ্রাতের ৷ আক্রমণাত্মক ফুটবল খেললেও, আগে রক্ষণকে মজবুত করার পরিকল্পনায় রয়েছেন তিনি ৷ সেভাবেই দল তৈরি করেছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সুনীলদের স্বপ্নভঙ্গ, উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপে যাত্রা শেষ ভারতের
  2. ডার্বিতে কোচের আসন সহকারীকে ছাড়লেন হাবাস, লাল-হলুদকেই এগিয়ে রাখছেন ক্লিফোর্ড
  3. ভারতে প্রতিভার অভাব নেই, কলকাতায় এসে মত টেনিস তারকা শ্বেদোভার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.