ETV Bharat / sports

FIFA World Cup 2022: জিয়েচদের স্বপ্নিল ইতিহাসের কারিগর তিনিও, মরক্কোর সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন বেঞ্চেরিফা - ETV Bharat

একদা দেশের যুব দলের ব্যাটন ছিল তাঁর কাঁধে ৷ তবে ভারতের ফুটবল অনুরাগীদের কাছে করিম বেঞ্চেরিফা পরিচিত হয়েছেন মোহনবাগানের কোচ হিসেবে ৷ দেশ বিশ্বকাপের সেমিফাইনালে ৷ হাকিম জিয়েচরা যা করে দেখিয়েছেন, তা এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর ৷ মরক্কো থেকে টেলিফোনিক সাক্ষাৎকারে বেঞ্চেরিফা সে সব কথাই জানালেন ইটিভি ভারতের সঞ্জয় অধিকারীকে (Exclusive Interview of Karim Bencherifa) ৷

FIFA World Cup 2022
জিয়েচদের স্বপ্নিল ইতিহাসের কারিগর তিনিও, মরক্কোর সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন বেঞ্চেরিফা
author img

By

Published : Dec 12, 2022, 6:01 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর: 'ওয়াকা ওয়াকা... দিস টাইম ফর আফ্রিকা' ৷ ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি সর্বকালের সেরা থিম সং বাছতে বসলে পপ-স্টার শাকিরার এই গানটি অনায়াসেই জায়গা করে নেবে প্রথম তিনে ৷ 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য নির্মিত সেই থিম সং-ই 12 বছর বাদে এসে ফুটবল অনুরাগীরা গাইছেন আশরাফ হাকিমি (Achraf Hakimi), হাকিম জিয়েচদের (Hakim Ziyech) জন্য ৷ আরও ভালো করে বলতে গেলে মরক্কোর জন্য ৷ কারণ আফ্রিকার কোনও দেশ আগে যা পারেনি, শনিবার সেটাই করে দেখিয়েছে উত্তর আফ্রিকার 3 কোটি 70 লক্ষের দেশটি ৷ মহাদেশের প্রথম রাষ্ট্র হিসেবে বিশ্বের শেষ চারে মরক্কো (Morocco became the first country of Africa to reach into WC semis) ৷

জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে বেলজিয়াম, স্পেন, পর্তুগালকে হারিয়ে তাদের প্রতিযোগিতা থেকে ছুটি করে দিয়েছে আফ্রিকা ফুটবলের এই পাওয়ার হাউজ। একটা করে ম্যাচ যাচ্ছে আর চমকে দিচ্ছেন হাকিম জিয়েচ, ইয়াসিন বোনোরা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে মরক্কোর রক্ষণভাগ ভাঙতে কার্যত হিমশিম প্রতিপক্ষ। এই মরক্কো থেকে এসেই একসময় মোহনবাগানের সাফল্যের ডালি ভরিয়ে দিয়েছিলেন করিম বেঞ্চেরিফা (Karim Bencherifa) ৷ বিশ্বকাপের মঞ্চে দেশের এই সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন একদা মরক্কোর অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব (সহকারী কোচ) সামলানো বেঞ্চেরিফা ৷ তাঁর হাত ধরেই উঠে এসেছেন উনাহি, গতকালের গোলস্কোরার এন নাসিরি, দাহি ৷ ইটিভি ভারতকে (ETV Bharat) করিম বলছেন, "এই পরিবর্তন একদিনে আসেনি। একইসঙ্গে এটাও বলব আমরা কেউ ভাবিনি এত ভাল ফুটবল খেলবে দলটা। ধীরে ধীরে উন্নতি করেছি আমরা। প্রায় এক যুগের পরিশ্রমের ফল পাচ্ছি এখন।'

সাফল্যের নেপথ্য কাহিনি শোনাতে গিয়ে যোগ করলেন, ''পরিকাঠামোর উন্নতি হয়েছে । এখন আমাদের দেশের মাঠগুলো ইউরোপের যে কোনও মাঠের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, ঘুরে দেখেছি, তাই জানি ৷ একটুও বাড়িয়ে বলছি না। পাশাপাশি জাতীয় দলও ভালো পারফর্ম করে চলেছে। সেটাও একটা বড় কারণ। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কোচরা এখানে এসে কোচিং করাচ্ছেন ৷ মোদ্দা কথা আফ্রিকান ফুটবলে এখন দাপট দেখাচ্ছি আমরা । শুধু ছেলেরা নয়, মেয়েরাও ভারতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে।সেটা নিশ্চয়ই মনে রয়েছে।"

আরও পড়ুন: সময় চাইলেন সাউথগেট, হারের দায় কাঁধে নিয়ে অনুতপ্ত কেন

চলতি বিশ্বকাপের মাত্র চার মাস আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়ালিদ রেগরাগুই। কম সময়ে কোচের হটসিটে বসে সফল হওয়া যে সহজ নয় তা মনে করিয়ে দিলেন সবুজ-মেরুনের প্রাক্তন কোচ । তিনি বলেন, "মাত্র চারমাস আগে দলটার দায়িত্ব পেয়েছিল রেগরাগুই। সেখান থেকে দলটাকে এই পারফরম্যান্স করানো সহজ নয়। সেটাই করে দেখিয়েছেন কোচ।" তবে টিম স্পিরিট ও প্রতিপক্ষ বুঝে সঠিক রণকৌশল বেছে নেওয়ার মধ্যেই এই দলের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে বলে মনে করছেন বাগানের প্রাক্তন কোচ।

FIFA World Cup 2022
করিম বেঞ্চেরিফা

সবকিছুর পরেও মরক্কো যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, তা এখনও বিশ্বাস হচ্ছে না করিমের। তিনি বলছেন, "আমি জোর দিয়ে বলতে পারি কেউ ভাবেইনি এমনটা হতে পারে। কেউ ভাবতে পারেনি। পুরোটাই স্বপ্নের মত মনে হচ্ছে। সবাই আনন্দ করছে, পার্টি করছে। আমিও আমার সন্তানদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। দারুণ একটা পরিবেশ ৷"

সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা ভালোই জানেন করিম। তার উপর রয়েছে চোট এবং কার্ড সমস্যা । তাই আশঙ্কিত তিনি। বলছেন, "দলের অনেক ফুটবলারই চোটের জন্য নেই। কার্ড সমস্যা রয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমি জানি না কারা এই ম্যাচে খেলতে পারবে ৷ এতদূর থেকে বলাও সম্ভব নয়। সেই জন্যই একটু চিন্তায় রয়েছি ৷ তবে এইটুকু বলব 'নাথিং টু লুজ'।"

শেষ দুই ম্যাচেও চমক বজায় থাকলে ইতিহাস গড়ে ফেলবে মরক্কো। সামনে বিশ্বচ্যাম্পিয়নরা, তবু স্বপ্নে বিভোর তারা ৷ দু'বারের কাপজয়ীদের বিরুদ্ধেও আফ্রিকান লায়নের গর্জন শোনার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

কলকাতা, 11 ডিসেম্বর: 'ওয়াকা ওয়াকা... দিস টাইম ফর আফ্রিকা' ৷ ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি সর্বকালের সেরা থিম সং বাছতে বসলে পপ-স্টার শাকিরার এই গানটি অনায়াসেই জায়গা করে নেবে প্রথম তিনে ৷ 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য নির্মিত সেই থিম সং-ই 12 বছর বাদে এসে ফুটবল অনুরাগীরা গাইছেন আশরাফ হাকিমি (Achraf Hakimi), হাকিম জিয়েচদের (Hakim Ziyech) জন্য ৷ আরও ভালো করে বলতে গেলে মরক্কোর জন্য ৷ কারণ আফ্রিকার কোনও দেশ আগে যা পারেনি, শনিবার সেটাই করে দেখিয়েছে উত্তর আফ্রিকার 3 কোটি 70 লক্ষের দেশটি ৷ মহাদেশের প্রথম রাষ্ট্র হিসেবে বিশ্বের শেষ চারে মরক্কো (Morocco became the first country of Africa to reach into WC semis) ৷

জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে বেলজিয়াম, স্পেন, পর্তুগালকে হারিয়ে তাদের প্রতিযোগিতা থেকে ছুটি করে দিয়েছে আফ্রিকা ফুটবলের এই পাওয়ার হাউজ। একটা করে ম্যাচ যাচ্ছে আর চমকে দিচ্ছেন হাকিম জিয়েচ, ইয়াসিন বোনোরা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে মরক্কোর রক্ষণভাগ ভাঙতে কার্যত হিমশিম প্রতিপক্ষ। এই মরক্কো থেকে এসেই একসময় মোহনবাগানের সাফল্যের ডালি ভরিয়ে দিয়েছিলেন করিম বেঞ্চেরিফা (Karim Bencherifa) ৷ বিশ্বকাপের মঞ্চে দেশের এই সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন একদা মরক্কোর অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব (সহকারী কোচ) সামলানো বেঞ্চেরিফা ৷ তাঁর হাত ধরেই উঠে এসেছেন উনাহি, গতকালের গোলস্কোরার এন নাসিরি, দাহি ৷ ইটিভি ভারতকে (ETV Bharat) করিম বলছেন, "এই পরিবর্তন একদিনে আসেনি। একইসঙ্গে এটাও বলব আমরা কেউ ভাবিনি এত ভাল ফুটবল খেলবে দলটা। ধীরে ধীরে উন্নতি করেছি আমরা। প্রায় এক যুগের পরিশ্রমের ফল পাচ্ছি এখন।'

সাফল্যের নেপথ্য কাহিনি শোনাতে গিয়ে যোগ করলেন, ''পরিকাঠামোর উন্নতি হয়েছে । এখন আমাদের দেশের মাঠগুলো ইউরোপের যে কোনও মাঠের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, ঘুরে দেখেছি, তাই জানি ৷ একটুও বাড়িয়ে বলছি না। পাশাপাশি জাতীয় দলও ভালো পারফর্ম করে চলেছে। সেটাও একটা বড় কারণ। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কোচরা এখানে এসে কোচিং করাচ্ছেন ৷ মোদ্দা কথা আফ্রিকান ফুটবলে এখন দাপট দেখাচ্ছি আমরা । শুধু ছেলেরা নয়, মেয়েরাও ভারতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে।সেটা নিশ্চয়ই মনে রয়েছে।"

আরও পড়ুন: সময় চাইলেন সাউথগেট, হারের দায় কাঁধে নিয়ে অনুতপ্ত কেন

চলতি বিশ্বকাপের মাত্র চার মাস আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়ালিদ রেগরাগুই। কম সময়ে কোচের হটসিটে বসে সফল হওয়া যে সহজ নয় তা মনে করিয়ে দিলেন সবুজ-মেরুনের প্রাক্তন কোচ । তিনি বলেন, "মাত্র চারমাস আগে দলটার দায়িত্ব পেয়েছিল রেগরাগুই। সেখান থেকে দলটাকে এই পারফরম্যান্স করানো সহজ নয়। সেটাই করে দেখিয়েছেন কোচ।" তবে টিম স্পিরিট ও প্রতিপক্ষ বুঝে সঠিক রণকৌশল বেছে নেওয়ার মধ্যেই এই দলের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে বলে মনে করছেন বাগানের প্রাক্তন কোচ।

FIFA World Cup 2022
করিম বেঞ্চেরিফা

সবকিছুর পরেও মরক্কো যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, তা এখনও বিশ্বাস হচ্ছে না করিমের। তিনি বলছেন, "আমি জোর দিয়ে বলতে পারি কেউ ভাবেইনি এমনটা হতে পারে। কেউ ভাবতে পারেনি। পুরোটাই স্বপ্নের মত মনে হচ্ছে। সবাই আনন্দ করছে, পার্টি করছে। আমিও আমার সন্তানদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। দারুণ একটা পরিবেশ ৷"

সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা ভালোই জানেন করিম। তার উপর রয়েছে চোট এবং কার্ড সমস্যা । তাই আশঙ্কিত তিনি। বলছেন, "দলের অনেক ফুটবলারই চোটের জন্য নেই। কার্ড সমস্যা রয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমি জানি না কারা এই ম্যাচে খেলতে পারবে ৷ এতদূর থেকে বলাও সম্ভব নয়। সেই জন্যই একটু চিন্তায় রয়েছি ৷ তবে এইটুকু বলব 'নাথিং টু লুজ'।"

শেষ দুই ম্যাচেও চমক বজায় থাকলে ইতিহাস গড়ে ফেলবে মরক্কো। সামনে বিশ্বচ্যাম্পিয়নরা, তবু স্বপ্নে বিভোর তারা ৷ দু'বারের কাপজয়ীদের বিরুদ্ধেও আফ্রিকান লায়নের গর্জন শোনার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.