ETV Bharat / sports

Delhi Court on WFI Case: 7 জুলাই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তা মামলার শুনানি - যৌন হেনস্তার মামলায় এই চার্জশিট দাখিল

কুস্তি ফেডেরেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে দাখিল হওয়া মামলার শুনানি হবে আগামী 7 জুলাই ৷ এই মামলায় পুলিশ যে চার্জশিট পেশ করেছে, তার ভিত্তিতে চলবে শুনানি প্রক্রিয়া ৷ যা দীর্ঘ হতে চলেছে বলে জানিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৷

Delhi Court on WFI Case ETV BHARAT
Delhi Court on WFI Case
author img

By

Published : Jul 1, 2023, 9:03 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: 7 জুলাই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিটের ভিত্তিতে শুনানি হবে ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় এই চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ ৷ এ দিন মামলার শুনানিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দিল্লি পুলিশ একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ৷ যার সঙ্গে ফরেন্সিক সায়েন্সের রিপোর্ট ও কল রেকর্ডের তথ্য-সহ আরও কিছু নথি জমা পড়বে ৷ তার জন্য আদালত এই বাড়তি সময় ধার্য করেছে ৷

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং যশপাল এ দিন শুনানিতে বলেন, পুলিশের দাখিল করা এই চার্জশিট অনেকটাই বড় ৷ তাই এই চার্জশিটের উপর ভিত্তি করে শুনানি সময় সাপেক্ষ ৷ তাই আগামী 7 জুলাই এই মামলার চার্জশিটটি নথিভুক্ত করে শুনানি শুরু হবে ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পুলিশ গত 15 জুন চার্জশিট জমা করেছে ৷ এই যৌন হেনস্তার মামলায় বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জশিট ফাইল করা হয়েছে ৷ এমনকি ব্রিজভূষণের বিরুদ্ধে দাখিল হওয়া পকসো মামলার খারিজের একটি রিপোর্টও দাখিল করা হয়েছে আদালতে ৷

ব্রিজভূষণ-সহ বাকিদের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা হয়েছে ৷ সেখানে ভারতীয় দণ্ডবিধির ধারা 354, 354ডি, 345এ ও 506 (1) রুজু করা হয়েছে ৷ যৌন হেনস্তা মামলায় বিশেষ সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব একথা জানিয়েছেন ৷ আর অন্যান্য কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আরও দু’টি ধারা যোগ করা হয়েছে ৷ অন্যদিকে, পাতিয়ালা হাউস কোর্টে পকসো আইনে দায়ের হওয়া মামলা খারিজের যে রিপোর্ট দাখিল করেছে, সেখানে বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরের যৌন হেনস্তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'সমস্যায় আছি কিন্তু রসবোধ মরে যায়নি', ববিতাকে পালটা কটাক্ষ সাক্ষীর

উল্লেখ্য, গত এপ্রিল মাসের 24 তারিখ থেকে দ্বিতীয় দফায়র দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন কুস্তিগীরদের একাংশ ৷ সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সুপ্রিম কোর্টে যান কুস্তিগীররা ৷ কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এফআইর দায়ের করে ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ এমনকি নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন কুস্তিগীরদের জোর করে যন্তর মন্তর থেকে উৎখাত করা হয় ৷ তারপর ঘটনা প্রবাহে অনেকদূর বয়েছে এই মামলার জল ৷ এমনকি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচনের দিন ঠিক হয়ে গেলেও, গুয়াহাটি আদালতের নির্দেশ সেই নির্বাচনও পিছিয়ে গিয়েছে ৷

নয়াদিল্লি, 1 জুলাই: 7 জুলাই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিটের ভিত্তিতে শুনানি হবে ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় এই চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ ৷ এ দিন মামলার শুনানিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দিল্লি পুলিশ একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ৷ যার সঙ্গে ফরেন্সিক সায়েন্সের রিপোর্ট ও কল রেকর্ডের তথ্য-সহ আরও কিছু নথি জমা পড়বে ৷ তার জন্য আদালত এই বাড়তি সময় ধার্য করেছে ৷

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং যশপাল এ দিন শুনানিতে বলেন, পুলিশের দাখিল করা এই চার্জশিট অনেকটাই বড় ৷ তাই এই চার্জশিটের উপর ভিত্তি করে শুনানি সময় সাপেক্ষ ৷ তাই আগামী 7 জুলাই এই মামলার চার্জশিটটি নথিভুক্ত করে শুনানি শুরু হবে ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পুলিশ গত 15 জুন চার্জশিট জমা করেছে ৷ এই যৌন হেনস্তার মামলায় বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জশিট ফাইল করা হয়েছে ৷ এমনকি ব্রিজভূষণের বিরুদ্ধে দাখিল হওয়া পকসো মামলার খারিজের একটি রিপোর্টও দাখিল করা হয়েছে আদালতে ৷

ব্রিজভূষণ-সহ বাকিদের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা হয়েছে ৷ সেখানে ভারতীয় দণ্ডবিধির ধারা 354, 354ডি, 345এ ও 506 (1) রুজু করা হয়েছে ৷ যৌন হেনস্তা মামলায় বিশেষ সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব একথা জানিয়েছেন ৷ আর অন্যান্য কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আরও দু’টি ধারা যোগ করা হয়েছে ৷ অন্যদিকে, পাতিয়ালা হাউস কোর্টে পকসো আইনে দায়ের হওয়া মামলা খারিজের যে রিপোর্ট দাখিল করেছে, সেখানে বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরের যৌন হেনস্তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'সমস্যায় আছি কিন্তু রসবোধ মরে যায়নি', ববিতাকে পালটা কটাক্ষ সাক্ষীর

উল্লেখ্য, গত এপ্রিল মাসের 24 তারিখ থেকে দ্বিতীয় দফায়র দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন কুস্তিগীরদের একাংশ ৷ সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সুপ্রিম কোর্টে যান কুস্তিগীররা ৷ কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এফআইর দায়ের করে ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ এমনকি নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন কুস্তিগীরদের জোর করে যন্তর মন্তর থেকে উৎখাত করা হয় ৷ তারপর ঘটনা প্রবাহে অনেকদূর বয়েছে এই মামলার জল ৷ এমনকি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচনের দিন ঠিক হয়ে গেলেও, গুয়াহাটি আদালতের নির্দেশ সেই নির্বাচনও পিছিয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.