ETV Bharat / sports

Pritam Kotal: সবুজ-মেরুনেই প্রীতম, বাগানে চুক্তি নবীকরণ বাঙালি ডিফেন্ডারের - Defender Pritam Kotal renews his contract with ATK Mohun Bagan

শুক্রবার সবুজ-মেরুনের তরফ থেকে বাঙালি ডিফেন্ডারকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ৷ ইতিমধ্যেই দলের অনুশীলনেও যোগ দিয়েছেন প্রীতম কোটাল (Defender Pritam Kotal renews his contract with ATK Mohun Bagan)।

Pritam Kotal
সবুজ মেরুনেই রয়ে গেলেন প্রীতম
author img

By

Published : Jul 29, 2022, 6:26 PM IST

কলকাতা, 29 জুলাই: প্রীতম কোটালের সঙ্গে চুক্তি নবীকরণ সেরে ফেলল এটিকে মোহনবাগান। শুক্রবার সবুজ-মেরুনের তরফ থেকে বাঙালি ডিফেন্ডারকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ৷ প্রীতম ইতিমধ্যেই দলের অনুশীলনেও যোগ দিয়েছেন (Defender Pritam Kotal renews his contract with ATK Mohun Bagan)। চুক্তি নবীকরণের পর জাতীয় দলের ডিফেন্ডার জানিয়েছেন, "সবুজ-মেরুন জার্সি পড়ার আবেগটাই অন্যরকম। নতুন মরশুমে আমাদের এশীয় পর্যায়ে সেরা প্রমাণের সুযোগ রয়েছে। এএফসি কাপের সেমিফাইনাল জেতার জন্য ঝাঁপাতে হবে। এবার আমাদের দল আরও শক্তিশালী। ভালো তিনজন নতুন বিদেশিকে দল সই করিয়েছে। যা দল হয়েছে তাতে আমি মনে করি এশীয় পর্যায়ে ভালো ফল করা সম্ভব।"

প্রীতম জানান, গত মরশুমে যে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তার জন্য এবার ঝাঁপাবে তাঁর দল ৷ গত বছর দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছিলেন তিনি ৷ কোচ ফেরান্দো তাঁকে নেতৃত্বের দায়ভারও সঁপে দিয়েছিলেন। তাই চুক্তি ফুরোলেও নতুন মরশুমে জুয়ান ফেরান্দোর ভাবনায় প্রীতম যে থাকবেন, তা অনুমান করা গিয়েছিল। স্টিফেন কনস্ট্যানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর শোনা গিয়েছিল প্রীতম কোটালকে দলে নেওয়ার চেষ্টা করা শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে তা যে হচ্ছে না, ইটিভি ভারত তা আগেই জানিয়েছিল। তাতেই এদিন সিলমোহর দিলেন প্রীতম এবং সবুজ-মেরুন ৷

আরও পড়ুন: সবুজ-মেরুন ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান, পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা

প্রীতমের পাশাপাশি গত মরশুমে লোনে জামশেদপুরে যোগ দেওয়া প্রণয় হালদারও রয়ে যাচ্ছেন বাগানে ৷ এই মিডফিল্ডারেরও লাল-হলুদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিছুদিনের মধ্যেই প্রণয়ের বিষয়টি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। আগামী 7 সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ।

কলকাতা, 29 জুলাই: প্রীতম কোটালের সঙ্গে চুক্তি নবীকরণ সেরে ফেলল এটিকে মোহনবাগান। শুক্রবার সবুজ-মেরুনের তরফ থেকে বাঙালি ডিফেন্ডারকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ৷ প্রীতম ইতিমধ্যেই দলের অনুশীলনেও যোগ দিয়েছেন (Defender Pritam Kotal renews his contract with ATK Mohun Bagan)। চুক্তি নবীকরণের পর জাতীয় দলের ডিফেন্ডার জানিয়েছেন, "সবুজ-মেরুন জার্সি পড়ার আবেগটাই অন্যরকম। নতুন মরশুমে আমাদের এশীয় পর্যায়ে সেরা প্রমাণের সুযোগ রয়েছে। এএফসি কাপের সেমিফাইনাল জেতার জন্য ঝাঁপাতে হবে। এবার আমাদের দল আরও শক্তিশালী। ভালো তিনজন নতুন বিদেশিকে দল সই করিয়েছে। যা দল হয়েছে তাতে আমি মনে করি এশীয় পর্যায়ে ভালো ফল করা সম্ভব।"

প্রীতম জানান, গত মরশুমে যে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তার জন্য এবার ঝাঁপাবে তাঁর দল ৷ গত বছর দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছিলেন তিনি ৷ কোচ ফেরান্দো তাঁকে নেতৃত্বের দায়ভারও সঁপে দিয়েছিলেন। তাই চুক্তি ফুরোলেও নতুন মরশুমে জুয়ান ফেরান্দোর ভাবনায় প্রীতম যে থাকবেন, তা অনুমান করা গিয়েছিল। স্টিফেন কনস্ট্যানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর শোনা গিয়েছিল প্রীতম কোটালকে দলে নেওয়ার চেষ্টা করা শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে তা যে হচ্ছে না, ইটিভি ভারত তা আগেই জানিয়েছিল। তাতেই এদিন সিলমোহর দিলেন প্রীতম এবং সবুজ-মেরুন ৷

আরও পড়ুন: সবুজ-মেরুন ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান, পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা

প্রীতমের পাশাপাশি গত মরশুমে লোনে জামশেদপুরে যোগ দেওয়া প্রণয় হালদারও রয়ে যাচ্ছেন বাগানে ৷ এই মিডফিল্ডারেরও লাল-হলুদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিছুদিনের মধ্যেই প্রণয়ের বিষয়টি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। আগামী 7 সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.