ETV Bharat / sports

EB Officials on New Investor : লাল-হলুদের নয়া লগ্নিকারীর নাম 15 দিনের মধ্যে পরিষ্কার হবে, জানালেন দেবব্রত সরকার - নয়া লগ্নিকারী কারা, 15 দিনের মধ্যে পরিষ্কার হবে সব ; জানালেন দেবব্রত সরকার

বুধবার ক্লাব তাঁবুতে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, আগামী 15 দিনের মধ্যে লগ্নিকারীর বিষয়টি পরিষ্কার হবে (Debabrata Sarkar says East Bengal new investor will be finalize within 15 days)।

EB Officials on New Investor
নয়া লগ্নিকারী কারা, 15 দিনের মধ্যে পরিষ্কার হবে সব ; জানালেন দেবব্রত সরকার
author img

By

Published : Apr 13, 2022, 8:34 PM IST

কলকাতা, 13 এপ্রিল : শ্রী সিমেন্টের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলনে এলেন লাল-হলুদ কর্তারা ৷ ক্লাবের ভবিষ্যত রূপরেখা সামনে নিয়ে এলেন দেবব্রত সরকার-কল্যাণ মজুমদাররা ৷ বাঙ্গুরগোষ্ঠীর থেকে ক্রীড়াস্বত্ব ফিরে পাওয়ায় নয়া লগ্নিকারী আনতে আর কোনও বাধা নেই ক্লাবের ৷ লাল-হলুদ কর্তারা কি নয়া ইনভেস্টর চূড়ান্ত করে রেখেছেন ? বুধবার ক্লাব তাঁবুতে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, আগামী 15 দিনের মধ্যে লগ্নিকারীর বিষয়টি পরিষ্কার হবে (Debabrata Sarkar says East Bengal new investor will be finalize within 15 days)। তারপরেই তারা এ ব্যাপারে তারা স্বচ্ছ ধারণা দিতে পারবেন ৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন লগ্নিকারী সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের বিচ্ছেদের কথা জানিয়ে দেয়। সেইমত মুখ্যমন্ত্রীও ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের প্রস্তুত হওয়ার কথা বলেন। দেবব্রত সরকার বলেছেন, "মুখ্যমন্ত্রীর কথার পর তারা তৈরি হয়েছেন ৷ ইস্টবেঙ্গল আইএসএলে অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহী। একইভাবে ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএলে অংশগ্রহণ করবে বলে আশা তাঁর ৷ ইতিমধ্যেই দু-তিনটি সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। মুখ্যমন্ত্রীও আমাদের পাশে থাকার কথা বলেছেন।"

বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা গ্রুপের সঙ্গে লাল-হলুদের আলোচনা চর্চায় এই মুহূর্তে ৷ সংস্থার কর্ণধার কলকাতায় এসেছিলেন। লাল-হলুদ কর্তারাও ওপার বাংলায় গিয়ে আলোচনা করে এসেছেন। এ ব্যাপারে দেবব্রত সরকার বলছেন, "বসুন্ধরা গ্রুপ বিনিয়োগ করলে মূল লগ্নিকারী হিসেবেই যুক্ত হবে ৷ ইতিবাচক আলোচনা চলছে ৷ বিদেশী বিনিয়োগের বিষয়ে তারাও দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছে।" মঙ্গলবার প্রাক্তন ফুটবলারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কার্যকরী কমিটিরও আলোচনা হয় ক্লাবে ৷ নতুন বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে ক্লাবের ঐতিহ্য, চরিত্র এবং লক্ষ্য যাতে বিঘ্নিত না হয় সেব্যাপারে সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷

আরও পড়ুন : 'শ্রী-হীন' লাল-হলুদ, ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফেরাল বাঙ্গুরগোষ্ঠী

দেবব্রত সরকার বলেন, "গত তিন বছরে আমাদের 103 বছরের পুরনো প্রতিষ্ঠানের নাম অনেকটাই খারাপ হয়েছে ৷ আমাদের তা উদ্ধার করতে হবে। আগামী দু'বছরের মধ্যে শক্তিশালী দল গঠন করে শ্রেষ্ঠ ক্লাব হওয়াই লক্ষ্য। আমরা বহুবছর আই লিগ চ্যাম্পিয়ন না পারলেও প্রথম তিনে বরাবর ছিলাম। গত দু'বছরে আইএসএলে আমরা শেষ স্থানে শেষ করেছি। যা মেনে নেওয়া যায় না ৷" ইতিমধ্যে দলগঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ফুটবলারদের বকেয়া মামলায় নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। 2 কোটি 58 লক্ষ টাকার বকেয়া মেটানোর চেষ্টা শুরু হয়েছে। ফলে বলাই যায় নতুন বিনিয়োগ এনে দেশের সর্বোচ্চ লিগে অংশ নেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু লাল-হলুদে।

কলকাতা, 13 এপ্রিল : শ্রী সিমেন্টের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলনে এলেন লাল-হলুদ কর্তারা ৷ ক্লাবের ভবিষ্যত রূপরেখা সামনে নিয়ে এলেন দেবব্রত সরকার-কল্যাণ মজুমদাররা ৷ বাঙ্গুরগোষ্ঠীর থেকে ক্রীড়াস্বত্ব ফিরে পাওয়ায় নয়া লগ্নিকারী আনতে আর কোনও বাধা নেই ক্লাবের ৷ লাল-হলুদ কর্তারা কি নয়া ইনভেস্টর চূড়ান্ত করে রেখেছেন ? বুধবার ক্লাব তাঁবুতে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, আগামী 15 দিনের মধ্যে লগ্নিকারীর বিষয়টি পরিষ্কার হবে (Debabrata Sarkar says East Bengal new investor will be finalize within 15 days)। তারপরেই তারা এ ব্যাপারে তারা স্বচ্ছ ধারণা দিতে পারবেন ৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন লগ্নিকারী সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের বিচ্ছেদের কথা জানিয়ে দেয়। সেইমত মুখ্যমন্ত্রীও ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের প্রস্তুত হওয়ার কথা বলেন। দেবব্রত সরকার বলেছেন, "মুখ্যমন্ত্রীর কথার পর তারা তৈরি হয়েছেন ৷ ইস্টবেঙ্গল আইএসএলে অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহী। একইভাবে ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএলে অংশগ্রহণ করবে বলে আশা তাঁর ৷ ইতিমধ্যেই দু-তিনটি সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। মুখ্যমন্ত্রীও আমাদের পাশে থাকার কথা বলেছেন।"

বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা গ্রুপের সঙ্গে লাল-হলুদের আলোচনা চর্চায় এই মুহূর্তে ৷ সংস্থার কর্ণধার কলকাতায় এসেছিলেন। লাল-হলুদ কর্তারাও ওপার বাংলায় গিয়ে আলোচনা করে এসেছেন। এ ব্যাপারে দেবব্রত সরকার বলছেন, "বসুন্ধরা গ্রুপ বিনিয়োগ করলে মূল লগ্নিকারী হিসেবেই যুক্ত হবে ৷ ইতিবাচক আলোচনা চলছে ৷ বিদেশী বিনিয়োগের বিষয়ে তারাও দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছে।" মঙ্গলবার প্রাক্তন ফুটবলারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কার্যকরী কমিটিরও আলোচনা হয় ক্লাবে ৷ নতুন বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে ক্লাবের ঐতিহ্য, চরিত্র এবং লক্ষ্য যাতে বিঘ্নিত না হয় সেব্যাপারে সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷

আরও পড়ুন : 'শ্রী-হীন' লাল-হলুদ, ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফেরাল বাঙ্গুরগোষ্ঠী

দেবব্রত সরকার বলেন, "গত তিন বছরে আমাদের 103 বছরের পুরনো প্রতিষ্ঠানের নাম অনেকটাই খারাপ হয়েছে ৷ আমাদের তা উদ্ধার করতে হবে। আগামী দু'বছরের মধ্যে শক্তিশালী দল গঠন করে শ্রেষ্ঠ ক্লাব হওয়াই লক্ষ্য। আমরা বহুবছর আই লিগ চ্যাম্পিয়ন না পারলেও প্রথম তিনে বরাবর ছিলাম। গত দু'বছরে আইএসএলে আমরা শেষ স্থানে শেষ করেছি। যা মেনে নেওয়া যায় না ৷" ইতিমধ্যে দলগঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ফুটবলারদের বকেয়া মামলায় নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। 2 কোটি 58 লক্ষ টাকার বকেয়া মেটানোর চেষ্টা শুরু হয়েছে। ফলে বলাই যায় নতুন বিনিয়োগ এনে দেশের সর্বোচ্চ লিগে অংশ নেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু লাল-হলুদে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.