কলকাতা, 9 জানুয়ারি : ফিরে যাচ্ছেন ড্যানিয়েল চিমা চুকু(Danial Chima Chukwu is going back)। নাইজেরিয়ান স্ট্রাইকারের পারফরম্যান্স নিয়ে প্রথম দিন থেকেই সংশয় ছিল লাল হলুদ সমর্থকদের মধ্যে । দিন যত এগিয়েছে তা বিতৃষ্ণায় পরিণত হয়েছে । মুম্বই এফসির বিরুদ্ধে লাল হলুদ ফুটবলারদের মরিয়া লড়াই প্রশংসা পেলেও ড্যানিয়েল চিমার পারফরম্যান্সের গ্রাফ সেই তলানিতে । গোলের সুযোগ নষ্ট তো বটেই, এমনকি গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও ব্যর্থ নাইজেরিয়ান স্ট্রাইকার ।
তাই দলবদলের দ্বিতীয় উইন্ডোতে বদলের কথা জোরালো ভাবে উঠে এসেছে । নাইজেরিয়ান স্ট্রাইকারের নরওয়ের নাগরিকত্ব নেওয়ার জন্য বেশ কিছু অফিসিয়াল কাজ বাকি থেকে গিয়েছিল ৷ তার জন্য ফিরে যাওয়া ছিল জরুরি । এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ড্যানিয়েল চিমাকে থেকে যাওয়ার অনুরোধ করা হলেও তাতে প্রয়োজনীয় জোর এবং আন্তরিকতা ছিল না । শুধু এই নাইজেরিয়ান স্ট্রাইকার নয়, পেরোসেভিচ ছাড়া বাকি বিদেশি ফুটবলারদেরও ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন সমর্থকরা । এই অবস্থায় এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবেন তার সঠিক হদিশ নেই । তবে তাঁদের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে বাড়তি বিনিয়োগ করতে রাজি নন তাঁরা ।
আরও পড়ুন: লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা
কারণ চলতি আইএসএলে বাকি ম্যাচগুলির পরেই হয়ত ইস্টবেঙ্গলের ওপর থেকে হাত তুলে নেবে বিনিয়োগকারীরা । পরিবর্ত স্ট্রাইকার হিসেবে জবি জাস্টিনকে নেওয়ার কথা শোনা গেল তাতে এখনও সরাসরি সিলমোহর পড়েনি । এদিকে নতুন স্প্যানিশ কোচ মারিও রিভেরাও রয়েছেন বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে । এমনকি 11 জানুয়ারি জামশেদপুর এফসি ম্যাচে তাঁকে ডাগ আউটে দেখার সম্ভাবনাও কম । এদিকে মুম্বই এফসি ম্যাচের ভাল পারফরম্যান্স দলের মানসিকতা বদলে দিয়েছে । স্বদেশীয়ানায় যে মোড় ঘোরানো সম্ভব সকলেই তা বিশ্বাস করতে শুরু করেছেন । শনিবার অনুশীলন হয়নি তবে রবিবার ফের শুরু হবে অনুশীলন । এখন আইএসএলের বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর শপথ লাল হলুদের ।