ETV Bharat / sports

সাইকেলে 1200 কিলোমিটার পথ পাড়ি, জ্যোতি কুমারকে ট্রায়ালের জন্য ডাকল CFI - লকডাউন

অসুস্থ বাবাকে নিয়ে 1200 কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে সংবাদ শিরোনামে উঠে আসেন বিহারের জ্যোতি কুমার ৷ তাঁকে ডেকে পাঠাল দা সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷

image
jyoti kumar
author img

By

Published : May 22, 2020, 7:28 PM IST

দিল্লি, 22 মে : গুরুগ্রাম থেকে বিহার । 1200 কিলোমিটার দীর্ঘ পথ ৷ অসুস্থ বাবাকে নিয়ে সাত দিন ধরে সাইকেল চালিয়ে এই পথ অতিক্রম করে 15 বছরের মেয়ে জ্যোতি কুমার ৷ তারপরই সংবাদের শিরোনামে উঠে আসে সে ৷ এবার ট্রায়াল নেওয়ার জন্য তাকে দিল্লি ডেকে পাঠাল সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷

দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই বন্ধ যানবাহন ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই অসুস্থ বাবাকে সাইকেলে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে 15 বছরের জ্যোতি ৷ এরপরই সকলের নজরে আসে সে ৷ তার কথা জানতে পারে দা সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷

আজ CFI-এর চেয়ারম্যান ওংকার সিং এক সংবাদসংস্থাকে বলেন, ‘‘ হ্যাঁ, আমরা ওই মেয়েটিকে ট্রায়ালের জন্য ডেকেছি ৷ আমরা জ্যোতিকে দিল্লিতে ডেকে টেস্ট নেব ৷ ও সাইকেলিংয়ের জন্য উপযুক্ত কি না তা পরীক্ষা করব ৷’’

তিনি আরও বলেন, ‘’গতকাল আমরা ওই মেয়েটির সঙ্গে কথা বলেছি ৷ ও সাত দিনে 1200 কিলোমিটার সাইকেলিং করেছে ৷ আমরা ওকে ডেকে পাঠিয়েছি ৷ ’’

দিল্লি, 22 মে : গুরুগ্রাম থেকে বিহার । 1200 কিলোমিটার দীর্ঘ পথ ৷ অসুস্থ বাবাকে নিয়ে সাত দিন ধরে সাইকেল চালিয়ে এই পথ অতিক্রম করে 15 বছরের মেয়ে জ্যোতি কুমার ৷ তারপরই সংবাদের শিরোনামে উঠে আসে সে ৷ এবার ট্রায়াল নেওয়ার জন্য তাকে দিল্লি ডেকে পাঠাল সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷

দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই বন্ধ যানবাহন ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই অসুস্থ বাবাকে সাইকেলে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে 15 বছরের জ্যোতি ৷ এরপরই সকলের নজরে আসে সে ৷ তার কথা জানতে পারে দা সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷

আজ CFI-এর চেয়ারম্যান ওংকার সিং এক সংবাদসংস্থাকে বলেন, ‘‘ হ্যাঁ, আমরা ওই মেয়েটিকে ট্রায়ালের জন্য ডেকেছি ৷ আমরা জ্যোতিকে দিল্লিতে ডেকে টেস্ট নেব ৷ ও সাইকেলিংয়ের জন্য উপযুক্ত কি না তা পরীক্ষা করব ৷’’

তিনি আরও বলেন, ‘’গতকাল আমরা ওই মেয়েটির সঙ্গে কথা বলেছি ৷ ও সাত দিনে 1200 কিলোমিটার সাইকেলিং করেছে ৷ আমরা ওকে ডেকে পাঠিয়েছি ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.