কলকাতা, 24 জুন : কারও মুখে অলিম্পিকের বিশাল পরিমণ্ডলের সামনে হারিয়ে যাওয়ার গল্প। তো আবার কারও মুখে কোচিংয়ের চ্যালেঞ্জ সামলে এশিয়া সেরার রেকর্ড গড়ার কথা। একযুগ পরে অলিম্পিকের মঞ্চে প্রত্যাবর্তনের গল্পও শোনা গেল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে । আবার ক্রিকেটের মহাতীর্থে তিরন্দাজিতে লক্ষ্যভেদের কাহিনীও উঠে এল আর্ন্তজাতিক অলিম্পিক দিবসের মঞ্চে । বৃহস্পতিবার অলিম্পিক দিবসের মঞ্চে বাংলার কৃতী অলিম্পিয়ানদের সংবর্ধনা অনুষ্ঠানের টুকরো ছবি এগুলো।
এদিন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সংবর্ধনা জানানো হল বাংলার অলিম্পিয়ানদের (CSJC felicitated Bengal olympians on International Olympic Day) । ক্লাব ঘরেই ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগে এই আয়োজন। ফলস্বরূপ বহুদিন বাদে এক মঞ্চে বাংলার অলিম্পিয়ানরা। জয়দীপ কর্মকার, পৌলমী ঘটক, মৌমা দাস, সুস্মিতা সিংহ রায়, সোমা বিশ্বাস, সরস্বতী সাহা এবং রাহুল বন্দোপাধ্যায়দের নিয়ে অলিম্পিক আড্ডা নবাগতদের কাছে অনুপ্রেরণার রসদও বটে। কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, সচিব জহর দাস। প্রত্যেক অলিম্পিয়ানকে স্মারক এবং উপহারে বরণ করে নেন সিএসজেসি কর্তারা।
আরও পড়ুন :টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার
আন্তর্জাতিক অলিম্পিক দিবসে তাঁদের সংবর্ধিত করায় মুগ্ধ বাংলার অলিম্পিয়ানরা । তবে এই মুগ্ধতার পেছনে আক্ষেপও রয়েছে তাদের। অংশগ্রহণ ছাপিয়ে পদক স্পর্শের আলোর অপেক্ষায় ওঁরা সকলে। ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলারও অঙ্গীকার ওঁদের মুখে। বাংলার ভবিষ্যতের টেবিল টেনিস তারকা শুভঙ্কৃতা দত্তকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি 83 তম জুনিয়র ও যুব জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় রুপো জিতেছে বেলঘরিয়ার মেয়ে। কেরলের আলাপুঝায় অনুষ্ঠিত জাতীয় টেবল টেনিসের অনূর্ধ্ব-17 বিভাগের ফাইনালে একটুর জন্য সোনা জিততে পারেননি। প্রতিভাবান শুভঙ্কৃতাকে সংবর্ধনায় ভরালেন পূর্বসূরী পৌলমী-মৌমারা।