ETV Bharat / sports

FIFA World Cup 2022: সুকেরের স্মৃতি ফেরালেন মদ্রিচ, দুরন্ত ফুটবলে বিশ্বকাপে তৃতীয় ক্রোটরা - কাতার বিশ্বকাপ

মরক্কোকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল 'মদ্রিচ অ্যান্ড কোং' (Croatia beat Morocco to finish third in Qatar World Cup) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 18, 2022, 6:45 AM IST

Updated : Dec 18, 2022, 7:58 AM IST

আল রায়ান, 18 ডিসেম্বর: ফিরল দু'যুগ আগের স্মৃতি । 1998 সালের পর বিশ্বকাপে তৃতীয় ক্রোটরা । মরক্কোকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল গতবারের রানার-আপ'রা । নব্বই মিনিটে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল হাকিমি, জায়েচদের (Croatia beat Morocco to finish third in Qatar World Cup) ।

Croatia in WC
দুরন্ত মদ্রিচ

তৃতীয় স্থান অর্জনের ম্যাচের 7 মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জসকো গাভার্দিয়োল । লুকা মদ্রিচের ফ্রি'কিক হেড করেন ইভান পেরিসিচ । সেই বলেই মাথা ঠেকিয়ে গোল করেন গাভার্দিয়োল । দু’মিনিট পরেই সমতা ফেরায় মরক্কো । ফ্রি'কিক থেকেই গোল দেয় আফ্রিকার রূপকথা লেখা দেশ । যদিও প্রথমার্ধে শেষ হওয়ার আগেই ফের এগিয়ে যায় ক্রোয়েশিয়া । গোল করেন মিরোস্লাভ ওরসিচ ।

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

আল রায়ান, 18 ডিসেম্বর: ফিরল দু'যুগ আগের স্মৃতি । 1998 সালের পর বিশ্বকাপে তৃতীয় ক্রোটরা । মরক্কোকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল গতবারের রানার-আপ'রা । নব্বই মিনিটে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল হাকিমি, জায়েচদের (Croatia beat Morocco to finish third in Qatar World Cup) ।

Croatia in WC
দুরন্ত মদ্রিচ

তৃতীয় স্থান অর্জনের ম্যাচের 7 মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জসকো গাভার্দিয়োল । লুকা মদ্রিচের ফ্রি'কিক হেড করেন ইভান পেরিসিচ । সেই বলেই মাথা ঠেকিয়ে গোল করেন গাভার্দিয়োল । দু’মিনিট পরেই সমতা ফেরায় মরক্কো । ফ্রি'কিক থেকেই গোল দেয় আফ্রিকার রূপকথা লেখা দেশ । যদিও প্রথমার্ধে শেষ হওয়ার আগেই ফের এগিয়ে যায় ক্রোয়েশিয়া । গোল করেন মিরোস্লাভ ওরসিচ ।

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

Last Updated : Dec 18, 2022, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.