ETV Bharat / sports

Milkha Singh : সুস্থতার পথে উড়ন্ত শিখ - milkha singh health condition

গত শনিবার সকাল থেকে মিলখা সিংক নিয়ে দুঃসংবাদ রটে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যার তীব্র সমালোচনা করে টুইট করেন ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ৷

Milkha Singh
Milkha Singh
author img

By

Published : Jun 7, 2021, 7:18 AM IST

চণ্ডীগড়, 7 জুন : অনুরাগীদের উদ্বেগ কমাচ্ছে মিলখা সিংয়ের শারীরিক পরিস্থিতি ৷ সেরে ওঠার পথে করোনা আক্রান্ত এই কিংবদন্তি অ্যাথলিট ৷ হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ চণ্ডীগড়ের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন তিনি ৷

3 সদস্যের চিকিৎসক দলের তত্ত্বাবধানে 91 বছরের মিলখা সিংয়ের চিকিৎসা চলছে ৷ হাসপাতালের মুখপাত্র অশোক কুমার জানিয়েছেন, "চিকিৎসায় ভলোমতো সাড়া দিচ্ছেন তিনি ৷ রোজই তাঁর পরিস্থিতির একটু একটু করে উন্নতি হচ্ছে ৷ মিলখা সিংয়ের শরীরের মেডিক্যাল প্যারামিটার অনুযায়ী আগের দিনের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেক ভালো ৷" মিলখার পাশাপাশি মোহালির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী নির্মল কউরও ৷ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় ভালোমতো সাড়া দিচ্ছেন 82 বছরের নির্মল কউর ৷

আরও পড়ুন : Milkha Singh : মিলখার সঙ্গে ফোনে কথা মোদির

এদিকে গত শনিবার সকাল থেকে মিলখা সিংক নিয়ে দুঃসংবাদ রটে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যার তীব্র সমালোচনা করে টুইট করেন ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ৷ টুইটে তিনি লেখেন, "ভুয়ো খবর ছড়াবেন না ৷ মিলখা সিংজি ভারতের গর্ব ৷ তিনি স্থিতিশীল আছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন ৷"

চণ্ডীগড়, 7 জুন : অনুরাগীদের উদ্বেগ কমাচ্ছে মিলখা সিংয়ের শারীরিক পরিস্থিতি ৷ সেরে ওঠার পথে করোনা আক্রান্ত এই কিংবদন্তি অ্যাথলিট ৷ হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ চণ্ডীগড়ের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন তিনি ৷

3 সদস্যের চিকিৎসক দলের তত্ত্বাবধানে 91 বছরের মিলখা সিংয়ের চিকিৎসা চলছে ৷ হাসপাতালের মুখপাত্র অশোক কুমার জানিয়েছেন, "চিকিৎসায় ভলোমতো সাড়া দিচ্ছেন তিনি ৷ রোজই তাঁর পরিস্থিতির একটু একটু করে উন্নতি হচ্ছে ৷ মিলখা সিংয়ের শরীরের মেডিক্যাল প্যারামিটার অনুযায়ী আগের দিনের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেক ভালো ৷" মিলখার পাশাপাশি মোহালির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী নির্মল কউরও ৷ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় ভালোমতো সাড়া দিচ্ছেন 82 বছরের নির্মল কউর ৷

আরও পড়ুন : Milkha Singh : মিলখার সঙ্গে ফোনে কথা মোদির

এদিকে গত শনিবার সকাল থেকে মিলখা সিংক নিয়ে দুঃসংবাদ রটে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যার তীব্র সমালোচনা করে টুইট করেন ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ৷ টুইটে তিনি লেখেন, "ভুয়ো খবর ছড়াবেন না ৷ মিলখা সিংজি ভারতের গর্ব ৷ তিনি স্থিতিশীল আছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.