মোহালি, 25 মে : কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত দেশের বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব মিলখা সিং ৷ গতকাল তাঁকে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, 91 বছরের এই কিংবদন্তি অ্যাথলিটের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷
দিন চারেক আগে করোনায় আক্রান্ত হন মিলখা সিং ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর ৷ নিজের চণ্ডীগড়ের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন ৷ গতকাল মিলখা সিংয়ের অবস্থার অবনতি হয় ৷ ডায়েরিয়া ও ডিহাইড্রেশনে ভুগছিলেন তিনি ৷ গতকাল দুপুরের পর শরীরে অক্সিজেনের মাত্রা কমে এসেছিল ৷ রাতের দিকে তাঁকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ মিলখার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে মঙ্গলবার সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : চাকরি হারাচ্ছেন সুশীল, কেড়ে নেওয়া হতে পারে পদ্মশ্রী-খেলরত্ন
বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে এসেছেন জীব মিলখা সিং ৷ তিনি বলেছেন, "বাবা মানসিকভাবে ভীষণ শক্ত এবং ইতিবাচক মানুষ ৷ আমার আশা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ৷" কিংবদন্তি অ্যাথলিটের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা ৷