ETV Bharat / sports

Controversy Over IFA: আর্থিক সমস্যা মেটাতে আইএফএ'র বাড়ি বিক্রির প্রস্তাবে না সচিবের - kolkata league

বর্তমানে আইএফএ অফিসের বাজার মূল্য আট কোটি টাকা। বিক্রির প্রস্তাব নাকচ হওয়ার পরে আইএফএ-র বাড়ির কিছুটা লিজে দেওয়ার প্রস্তাব দেন চেয়ারম্যান। কিন্তু সেটাও নাকচ হয়।

IFA
আর্থিক সমস্যা মেটাতে আইএফএর বাড়ি বিক্রির প্রস্তাব
author img

By

Published : Jun 12, 2023, 5:51 PM IST

কলকাতা, 12 জুন: অতীতে এই ধরনের প্রস্তাব যে ওঠেনি তা নয়, তবে সেটা আমল পায়নি । সুতারকিন স্ট্রিটে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার কিছুটা অংশ বিক্রি করে দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে প্রথম দু'টো লাইনের অবতারণা। সোমবার আইএফএ অফিসে গভর্নিং বডির নির্বাচন। তার 24 ঘণ্টা আগে বিদায়ী গভর্নিং বডি তাদের শেষ বৈঠকে প্রথম ডিভিশন ফুটবল লিগে উত্তরণ এবং অবনমন নিয়ে সিদ্ধান্ত নিল। চারটে দলের উত্তরণ এবং দু'টো দলের অবনমনে শিলমোহর দিল গভর্নিং বডি।

চলতি মাসের 25 তারিখ থেকে লিগের বল গড়ানো শুরু। তার আগে উত্তরণ-অবনমন নিয়ে জট কাটায় স্বস্তিতে প্রথম ডিভিশন লিগে অংশ নেওয়া পঁচিশ দল। নির্বিঘ্নে নেওয়া এই সিদ্ধান্তে বিরাট কোনও হেলদোল ছিল না। তবে চমক আইএফএ-র আয়-ব্যয়ের হিসেবে। গত কয়েক বছর ধরেই আইএফএ কোষাগারের স্বাস্থ্য ভালো নয়। গতবছর একটা সময় সংস্থার কর্মীদের মাইনে হবে কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই পরিস্থিতি সেদিকে এগোনোর সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্রের খবর, কোষাগারে থাকা পঞ্চাশ লক্ষ টাকা থেকে চলতি মাসে 12 লক্ষ টাকা খরচ হওয়ায় পড়ে রয়েছে 38 লক্ষ। এই অবস্থায় আসন্ন ফুটবল মরশুমের খরচ কতটা সামলানো যাবে, তা নিয়ে সিঁদুরে মেঘ সুতারকিন স্ট্রিটের আকাশে দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতেই আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বিদায়ী গভর্নিং বডির বৈঠকে আইএফএ অফিসের কিছুটা অংশ বিক্রির প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেন সচিব অনির্বাণ দত্ত। বর্তমানে আইএফএ অফিসের বাজার মূল্য আট কোটি টাকা। বিক্রির প্রস্তাব নাকচ হওয়ার পরে আইএফএ-র বাড়ির কিছুটা লিজে দেওয়ার প্রস্তাব দেন চেয়ারম্যান।

আরও পড়ুন: ইতিহাস রচনা ম্যান সিটির! মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে ইউরোপ সেরা পেপের দল

কিন্তু সেটাও নাকচ হয়। এরপর চেয়ারম্যান সুব্রত দত্ত আর কথা বাড়াননি। প্রস্তাব ছিল আইএফএ অফিসের বাড়িতে দীর্ঘদিন ধরে অনেক ভাড়াটিয়া রয়েছে। তারা ছাড়তেও চায় না। চেয়ারম্যানের প্রস্তাব ছিল আরও একটি তলা পৌরসভার নিয়ম মেনে তৈরি করে বিক্রি করা হোক। যেসমস্ত ভাড়াটিয়া নতুন তলায় যেতে চায় তাদের ছাড় দিয়ে বিক্রি করা হোক। যারা ছাড়ার জন্য অর্থ চাইছে তাদের বিক্রি থেকে পাওয়া টাকার মাধ্যমে চাহিদা মেটানো হোক। দু'টি প্রস্তাবই 'ঠিক কাজ হবে না' বলে জানান আইএফএ সচিব।

আইএফএ চেয়ারম্যান এবং আইএফএ সচিব দু'জনে তুতো ভাই। দাদার প্রস্তাব ভাইয়ের নাকচ করা দেখে গুঞ্জন সৃষ্টি হচ্ছে। এর আগে বিশ্বনাথ দত্ত বনাম প্রদ্যোৎ দত্তের ঠান্ডা লড়াই দেখেছে আইএফএ। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি? ময়দান বলছে ভবানীপুরের দত্ত পরিবার নোংরা খেলায় যাবে না। তবুও বিদায়ী গভর্নিং বডির বৈঠকে চেয়ারম্যান বনাম সচিব ইতিহাস উসকে দিল।

আরও পড়ুন: দাদাদের ব্যর্থতার দিনে সফল বোনেরা, জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতল ভারতীয় দল

কলকাতা, 12 জুন: অতীতে এই ধরনের প্রস্তাব যে ওঠেনি তা নয়, তবে সেটা আমল পায়নি । সুতারকিন স্ট্রিটে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার কিছুটা অংশ বিক্রি করে দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে প্রথম দু'টো লাইনের অবতারণা। সোমবার আইএফএ অফিসে গভর্নিং বডির নির্বাচন। তার 24 ঘণ্টা আগে বিদায়ী গভর্নিং বডি তাদের শেষ বৈঠকে প্রথম ডিভিশন ফুটবল লিগে উত্তরণ এবং অবনমন নিয়ে সিদ্ধান্ত নিল। চারটে দলের উত্তরণ এবং দু'টো দলের অবনমনে শিলমোহর দিল গভর্নিং বডি।

চলতি মাসের 25 তারিখ থেকে লিগের বল গড়ানো শুরু। তার আগে উত্তরণ-অবনমন নিয়ে জট কাটায় স্বস্তিতে প্রথম ডিভিশন লিগে অংশ নেওয়া পঁচিশ দল। নির্বিঘ্নে নেওয়া এই সিদ্ধান্তে বিরাট কোনও হেলদোল ছিল না। তবে চমক আইএফএ-র আয়-ব্যয়ের হিসেবে। গত কয়েক বছর ধরেই আইএফএ কোষাগারের স্বাস্থ্য ভালো নয়। গতবছর একটা সময় সংস্থার কর্মীদের মাইনে হবে কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই পরিস্থিতি সেদিকে এগোনোর সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্রের খবর, কোষাগারে থাকা পঞ্চাশ লক্ষ টাকা থেকে চলতি মাসে 12 লক্ষ টাকা খরচ হওয়ায় পড়ে রয়েছে 38 লক্ষ। এই অবস্থায় আসন্ন ফুটবল মরশুমের খরচ কতটা সামলানো যাবে, তা নিয়ে সিঁদুরে মেঘ সুতারকিন স্ট্রিটের আকাশে দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতেই আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বিদায়ী গভর্নিং বডির বৈঠকে আইএফএ অফিসের কিছুটা অংশ বিক্রির প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেন সচিব অনির্বাণ দত্ত। বর্তমানে আইএফএ অফিসের বাজার মূল্য আট কোটি টাকা। বিক্রির প্রস্তাব নাকচ হওয়ার পরে আইএফএ-র বাড়ির কিছুটা লিজে দেওয়ার প্রস্তাব দেন চেয়ারম্যান।

আরও পড়ুন: ইতিহাস রচনা ম্যান সিটির! মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে ইউরোপ সেরা পেপের দল

কিন্তু সেটাও নাকচ হয়। এরপর চেয়ারম্যান সুব্রত দত্ত আর কথা বাড়াননি। প্রস্তাব ছিল আইএফএ অফিসের বাড়িতে দীর্ঘদিন ধরে অনেক ভাড়াটিয়া রয়েছে। তারা ছাড়তেও চায় না। চেয়ারম্যানের প্রস্তাব ছিল আরও একটি তলা পৌরসভার নিয়ম মেনে তৈরি করে বিক্রি করা হোক। যেসমস্ত ভাড়াটিয়া নতুন তলায় যেতে চায় তাদের ছাড় দিয়ে বিক্রি করা হোক। যারা ছাড়ার জন্য অর্থ চাইছে তাদের বিক্রি থেকে পাওয়া টাকার মাধ্যমে চাহিদা মেটানো হোক। দু'টি প্রস্তাবই 'ঠিক কাজ হবে না' বলে জানান আইএফএ সচিব।

আইএফএ চেয়ারম্যান এবং আইএফএ সচিব দু'জনে তুতো ভাই। দাদার প্রস্তাব ভাইয়ের নাকচ করা দেখে গুঞ্জন সৃষ্টি হচ্ছে। এর আগে বিশ্বনাথ দত্ত বনাম প্রদ্যোৎ দত্তের ঠান্ডা লড়াই দেখেছে আইএফএ। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি? ময়দান বলছে ভবানীপুরের দত্ত পরিবার নোংরা খেলায় যাবে না। তবুও বিদায়ী গভর্নিং বডির বৈঠকে চেয়ারম্যান বনাম সচিব ইতিহাস উসকে দিল।

আরও পড়ুন: দাদাদের ব্যর্থতার দিনে সফল বোনেরা, জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতল ভারতীয় দল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.