ETV Bharat / sports

Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপের কমপাউন্ড মিক্সড ফাইনালে ভারতের জ্যোতি-ওজাস

author img

By

Published : Apr 21, 2023, 9:28 PM IST

কমপাউন্ড মিক্সড জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে উঠেছেন ৷ সেই সঙ্গে দ্বিতীয় পদকও নিশ্চিত করেছেন তাঁরা ৷ জ্যোতি সুরেখা ভেন্নামের সামনে মহিলাদের বিভাগে ভারতের হয়ে তৃতীয় পদক জেতার সুযোগ রয়েছে রবিবার ৷

Archery World Cup ETV BHARAT
Archery World Cup

আন্টালিয়া, 21 এপ্রিল: তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে উঠলেন কমপাউন্ড মিক্সড জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে ৷ শুক্রবার আর্চারি বিশ্বকাপের স্টেজ 1-এ ভারতের জন্য দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন তাঁরা ৷ তিনটি সহজ জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে ভারতীয় এই মিক্সড জুটি ৷ এই জুটি মালয়েশিয়ার ফাতিন নুরফাতেহা মাত সাল্লেহ এবং মহম্মদ জুওয়াইদি মাজুকিকে হারিয়েছেন সেমিফাইনালে ৷ তাঁরা সেমিফাইনালে 157-154 স্কোরে ফাইনালে জায়গা পাকা করেছেন ৷ শনিবার ফাইনালে টুর্নামেন্টের দ্বাদশ বাছাই চিনা-তাইপেই জুটির বিরুদ্ধে খেলতে নামবেন ৷

ভারতীয় পুরুষদের রিকার্ভ দলের অতনু দাস, বি ধীরাজ এবং তরুণদীপ রাই রবিবার তাঁদের চিনা প্রতিপক্ষদের বিরুদ্ধে নামবেন, তাঁদের দ্বিতীয় সোনার জয়ের লড়াইয়ে ৷ মহিলাদের কমপাউন্ড ইনডিভিজুয়াল সেকশনে তৃতীয় পদক জয়ের লক্ষ্যে নামবেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ৷ যিনি এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতেছিলেন ৷ তিনি সেমিফাইনালে একপেশে ভাবে ম্যাচ জিতেছিলেন ৷

উল্লেখ্য, এ দিন কমপাউন্ড মিক্সড রাউন্ডে জ্যোতি এবং তাঁর 20 বছর বয়সি সঙ্গী, যিনি দ্বিতীয় বাছাই হিসেবে সুযোগ পেয়েছিলেন ৷ তাঁরা শুরুটাই করেছিলেন অসাধারণ ৷ যার জেরে প্রি-কোয়ার্টারে লুক্সেমবার্গ এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দেন ৷ মিক্সড কম্পাউন্ডে জ্যোতি এবং তাঁর জুড়িদার মাত্র একবার সেন্টার শট মিস করেন 16 রাউন্ডের মধ্যে ৷ যার ফলে প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টারে 159 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিলেন তাঁরা ৷ সেখানে প্রি-কোয়ার্টারে লুক্সেমবার্গের 157 এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জুটি 156 পয়েন্ট অর্জুন করে ৷

আরও পড়ুন: মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

তবে, সেমিফাইনাল রাউন্ডে মালয়েশিয়ান জুটি তাঁদের চাপে ফেলেছিল ৷ প্রথম দুই রাউন্ডে তাঁদের সঙ্গে সমানে সমানে চলছিল মালয়েশিয়ার প্রতিপক্ষ ৷ কিন্তু, শেষ কয়েক রাউন্ডের স্কোরলাইনের ফারাকে 157-154 পয়েন্টে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে জায়গা পাকা করেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালের কমপাউন্ড মিক্সড জুটি ৷

আন্টালিয়া, 21 এপ্রিল: তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে উঠলেন কমপাউন্ড মিক্সড জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে ৷ শুক্রবার আর্চারি বিশ্বকাপের স্টেজ 1-এ ভারতের জন্য দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন তাঁরা ৷ তিনটি সহজ জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে ভারতীয় এই মিক্সড জুটি ৷ এই জুটি মালয়েশিয়ার ফাতিন নুরফাতেহা মাত সাল্লেহ এবং মহম্মদ জুওয়াইদি মাজুকিকে হারিয়েছেন সেমিফাইনালে ৷ তাঁরা সেমিফাইনালে 157-154 স্কোরে ফাইনালে জায়গা পাকা করেছেন ৷ শনিবার ফাইনালে টুর্নামেন্টের দ্বাদশ বাছাই চিনা-তাইপেই জুটির বিরুদ্ধে খেলতে নামবেন ৷

ভারতীয় পুরুষদের রিকার্ভ দলের অতনু দাস, বি ধীরাজ এবং তরুণদীপ রাই রবিবার তাঁদের চিনা প্রতিপক্ষদের বিরুদ্ধে নামবেন, তাঁদের দ্বিতীয় সোনার জয়ের লড়াইয়ে ৷ মহিলাদের কমপাউন্ড ইনডিভিজুয়াল সেকশনে তৃতীয় পদক জয়ের লক্ষ্যে নামবেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ৷ যিনি এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতেছিলেন ৷ তিনি সেমিফাইনালে একপেশে ভাবে ম্যাচ জিতেছিলেন ৷

উল্লেখ্য, এ দিন কমপাউন্ড মিক্সড রাউন্ডে জ্যোতি এবং তাঁর 20 বছর বয়সি সঙ্গী, যিনি দ্বিতীয় বাছাই হিসেবে সুযোগ পেয়েছিলেন ৷ তাঁরা শুরুটাই করেছিলেন অসাধারণ ৷ যার জেরে প্রি-কোয়ার্টারে লুক্সেমবার্গ এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দেন ৷ মিক্সড কম্পাউন্ডে জ্যোতি এবং তাঁর জুড়িদার মাত্র একবার সেন্টার শট মিস করেন 16 রাউন্ডের মধ্যে ৷ যার ফলে প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টারে 159 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিলেন তাঁরা ৷ সেখানে প্রি-কোয়ার্টারে লুক্সেমবার্গের 157 এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জুটি 156 পয়েন্ট অর্জুন করে ৷

আরও পড়ুন: মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

তবে, সেমিফাইনাল রাউন্ডে মালয়েশিয়ান জুটি তাঁদের চাপে ফেলেছিল ৷ প্রথম দুই রাউন্ডে তাঁদের সঙ্গে সমানে সমানে চলছিল মালয়েশিয়ার প্রতিপক্ষ ৷ কিন্তু, শেষ কয়েক রাউন্ডের স্কোরলাইনের ফারাকে 157-154 পয়েন্টে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে জায়গা পাকা করেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালের কমপাউন্ড মিক্সড জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.