ETV Bharat / sports

Mohun Bagan Club: নববর্ষে গাভাসকরের হাতে বাগানে চুনী গোস্বামী গেটের উদ্বোধন

author img

By

Published : Apr 11, 2023, 10:02 PM IST

পয়লা বৈশাখে বাগানে আসছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ৷ এদিন চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন করবেন তিনি ৷

ETV Bharat
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট

কলকাতা, 11 এপ্রিল: বাংলা নববর্ষে কলকাতা ময়দানে এবার অংশ নিচ্ছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর। পয়লা বৈশাখে কলকাতা ময়দানে বার পুজো হয়ে থাকে । নতুন মরশুমের সাফল্যে কামনা করা ছাড়াও এদিন সদস্য সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাব প্রশাসনের কর্তারা । এককথায় নতুন-পুরানোর মিলনমেলায় পরিণত হয় ক্লাবচত্বর ।

আগে নতুন মরশুমের ফুটবল দল বারপুজোর দিন অনুশীলন শুরু করত । ক্লাব ঘোষণা করত নতুন অধিনায়কের নাম । সাম্প্রতিক সময়ে ফুটবলের মরশুম বদল হয়েছে । দুই প্রধানে এখন কর্পোরেট সংস্কৃতি । ফলে বার পুজোর প্রথা থাকলেও ফুটবল দূরে সরেছে । সদস্য সমর্থকদের মিলনমেলায় স্মৃতিচারণ হয়েছে । তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বার পুজোর আবহে নানান অনুষ্ঠানের আয়োজন করছেন । এবছর মোহনবাগান ক্লাবের মূল প্রবেশদ্বারটি প্রয়াত ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর নামে নামাঙ্কিত করা হচ্ছে ৷ তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ।

এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের কেবল অধিনায়কই ছিলেন না চুনী গোস্বামী । অসাধারণ ক্রিকেটারও ছিলেন । রঞ্জি ট্রফি ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে তাঁর । আজন্ম মোহনবাগানের জার্সিতে প্রতিনিধিত্ব করা চুনী গোস্বামীর নামে ক্লাবের মূল প্রবেশদ্বারের নামকরণ সঠিক সিদ্ধান্ত । বার পুজোর দিন এই অনুষ্ঠানে সুনীল গাভাসকর ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ।

এছাড়াও ওই দিন উপস্থিত থাকবেন প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, প্রাক্তন ক্রীড়াব্যক্তিত্ব বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিং, বিক্রম দেবনাথ, জেভিয়ার পায়াস ও দীপেন্দু বিশ্বাস । ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের অত্যাধুনিক জিমের নামকরণ করা হয়েছে আরেক প্রয়াত কিংবদন্তি প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে । ইতিমধ্যে ক্লাবের আরেকটি প্রবেশদ্বার পেলে-মারাদোনা-সোবার্সের নামে করা হয়েছে । বারপুজো এবং প্রবেশদ্বারের উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ।

প্রথমবার আইএসএল ট্রফি জিতেছে সবুজ-মেরুন । চলতি সুপার কাপে শুরুটা ভালোই হয়েছে । নতুন মরশুমে গত বছরের দলে কয়েকটি পরিবর্তন হবে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার জেসন কামিন্সকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর । সবমিলিয়ে একরাশ ভালো খবর নিয়ে মোহনবাগানে বারপুজোর অনুষ্ঠান ।

আরও পড়ুন : 'চুনী-পিকে নয়, বলরামই সর্বকালের সেরা', মত সুকুমার সমাজপতির

কলকাতা, 11 এপ্রিল: বাংলা নববর্ষে কলকাতা ময়দানে এবার অংশ নিচ্ছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর। পয়লা বৈশাখে কলকাতা ময়দানে বার পুজো হয়ে থাকে । নতুন মরশুমের সাফল্যে কামনা করা ছাড়াও এদিন সদস্য সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাব প্রশাসনের কর্তারা । এককথায় নতুন-পুরানোর মিলনমেলায় পরিণত হয় ক্লাবচত্বর ।

আগে নতুন মরশুমের ফুটবল দল বারপুজোর দিন অনুশীলন শুরু করত । ক্লাব ঘোষণা করত নতুন অধিনায়কের নাম । সাম্প্রতিক সময়ে ফুটবলের মরশুম বদল হয়েছে । দুই প্রধানে এখন কর্পোরেট সংস্কৃতি । ফলে বার পুজোর প্রথা থাকলেও ফুটবল দূরে সরেছে । সদস্য সমর্থকদের মিলনমেলায় স্মৃতিচারণ হয়েছে । তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বার পুজোর আবহে নানান অনুষ্ঠানের আয়োজন করছেন । এবছর মোহনবাগান ক্লাবের মূল প্রবেশদ্বারটি প্রয়াত ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর নামে নামাঙ্কিত করা হচ্ছে ৷ তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ।

এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের কেবল অধিনায়কই ছিলেন না চুনী গোস্বামী । অসাধারণ ক্রিকেটারও ছিলেন । রঞ্জি ট্রফি ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে তাঁর । আজন্ম মোহনবাগানের জার্সিতে প্রতিনিধিত্ব করা চুনী গোস্বামীর নামে ক্লাবের মূল প্রবেশদ্বারের নামকরণ সঠিক সিদ্ধান্ত । বার পুজোর দিন এই অনুষ্ঠানে সুনীল গাভাসকর ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ।

এছাড়াও ওই দিন উপস্থিত থাকবেন প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, প্রাক্তন ক্রীড়াব্যক্তিত্ব বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিং, বিক্রম দেবনাথ, জেভিয়ার পায়াস ও দীপেন্দু বিশ্বাস । ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের অত্যাধুনিক জিমের নামকরণ করা হয়েছে আরেক প্রয়াত কিংবদন্তি প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে । ইতিমধ্যে ক্লাবের আরেকটি প্রবেশদ্বার পেলে-মারাদোনা-সোবার্সের নামে করা হয়েছে । বারপুজো এবং প্রবেশদ্বারের উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ।

প্রথমবার আইএসএল ট্রফি জিতেছে সবুজ-মেরুন । চলতি সুপার কাপে শুরুটা ভালোই হয়েছে । নতুন মরশুমে গত বছরের দলে কয়েকটি পরিবর্তন হবে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার জেসন কামিন্সকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর । সবমিলিয়ে একরাশ ভালো খবর নিয়ে মোহনবাগানে বারপুজোর অনুষ্ঠান ।

আরও পড়ুন : 'চুনী-পিকে নয়, বলরামই সর্বকালের সেরা', মত সুকুমার সমাজপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.