ETV Bharat / sports

Christian Eriksen Comeback : গোল দিয়ে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন এরিকসেনের - Netherlands beat Denmark in international friendly

প্রীতি ম্যাচে ডাচদের বিরুদ্ধে 2-4 হারতে হয় ডেনমার্ককে (Netherlands beat Denmark in international friendly) ৷ তবে ম্যাচের ফলাফল ছাপিয়েও শিরোনামে শুধুই এরিকসেন ৷

Christian Eriksen Comeback
গোল দিয়ে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন এরিকসেনের
author img

By

Published : Mar 27, 2022, 3:54 PM IST

আমস্টারডাম, 27 মার্চ : রূপকথাকেও বোধহয় হার মানাবে এই কাহিনী ৷ দশ মাস আগে ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাঠে পড়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসেনের জীবনে ফুটবলটা গৌণ হয়ে গিয়েছিল ৷ যমে-মানুষে টানাটানি অবস্থা থেকে বেঁচে ফিরুন ডেনমার্ক তারকা, ফুটবল বিশ্ব এক হয়ে কেবল সেই প্রার্থনা করেছিল ৷ পরবর্তীতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ড্যানিশ ফুটবলারের হৃদস্পন্দন নির্ধারণের জন্য হৃদযন্ত্রে আইসিডি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা ৷ ফুটবলে তিনি আর ফিরতে পারবেন কি না, নিশ্চয়তা ছিল না ৷ কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে ড্রিবল করে শনিবার আন্তর্জাতিক ফুটবল আঙিনায় ফিরলেন এরিকসেন ৷ 288 দিন পর আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রত্যাবর্তন হল গোল দিয়েই (Christian Eriksen scores on his international comeback against Netherlands) ৷

ডাচদের বিরুদ্ধে এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ৷ সেই ম্যাচে 46 মিনিটে ডেনমার্ক কোচ ক্যাসপার হালম্যান্ড পরিবর্ত হিসেবে মাঠে নামান প্রাক্তন ইন্টার মিলান তারকাকে ৷ মাঠে নামার দু'মিনিটের মধ্যেই আন্দ্রেস ওলসেনের মাইনাস থেকে জোরালো ভলিতে গোল করেন এরিকসেন ৷ যদিও এই গোলে হার এড়াতে পারেনি ডেনমার্ক ৷ মেম্পিস ডিপাইদের বিরুদ্ধে 2-4 হারতে হয় ডেনমার্ককে (Netherlands beat Denmark in international friendly) ৷

  • 288 days since his last Denmark appearance;
    497 days since his last Denmark goal;
    3,248 days since his last goal at the Amsterdam Arena.

    Christian Eriksen’s back for Denmark tonight and it didn’t take him long to score.pic.twitter.com/70aRH35aCm

    — Karan Tejwani (@karan_tejwani26) March 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে শুধুই এরিকসেন ৷ ইউরো দুর্ঘটনার পর ইন্টারও এরিকসেনকে দলে রাখতে অস্বীকার করেছিল ৷ দিনকয়েক আগে তাই ইপিএলে অপেক্ষাকৃত ছোট দল ব্রেন্টফোর্ডের হয়ে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন হয়েছিল এরিকসেন ৷ শনিবার ফিরলেন আন্তর্জাতিক ফুটবলেও ৷

আরও পড়ুন : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক

ম্যাচের পর ড্যানিশ তারকা বলেন, "আমি খুব ভাগ্যবান যে পাসটা আমার কাছে এসেছিল ৷ তবে সত্যি বলতে এটা দারুণ ফিনিশ ৷ আন্তর্জাতিক ফুটবলে এর চেয়ে ভাল প্রত্যাবর্তন আর হয় না ৷" জোহান ক্রুয়েফ এরিনায় শনিবার যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন ডাচ সমর্থকরা, তাতে আপ্লুত ক্রিশ্চিয়ান ৷ পাশাপাশি কাতার বিশ্বকাপই এখন পাখির চোখ তাঁর, জানিয়ে দেন 37টি আন্তর্জাতিক গোলের মালিক ৷

আমস্টারডাম, 27 মার্চ : রূপকথাকেও বোধহয় হার মানাবে এই কাহিনী ৷ দশ মাস আগে ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাঠে পড়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসেনের জীবনে ফুটবলটা গৌণ হয়ে গিয়েছিল ৷ যমে-মানুষে টানাটানি অবস্থা থেকে বেঁচে ফিরুন ডেনমার্ক তারকা, ফুটবল বিশ্ব এক হয়ে কেবল সেই প্রার্থনা করেছিল ৷ পরবর্তীতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ড্যানিশ ফুটবলারের হৃদস্পন্দন নির্ধারণের জন্য হৃদযন্ত্রে আইসিডি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা ৷ ফুটবলে তিনি আর ফিরতে পারবেন কি না, নিশ্চয়তা ছিল না ৷ কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে ড্রিবল করে শনিবার আন্তর্জাতিক ফুটবল আঙিনায় ফিরলেন এরিকসেন ৷ 288 দিন পর আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রত্যাবর্তন হল গোল দিয়েই (Christian Eriksen scores on his international comeback against Netherlands) ৷

ডাচদের বিরুদ্ধে এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ৷ সেই ম্যাচে 46 মিনিটে ডেনমার্ক কোচ ক্যাসপার হালম্যান্ড পরিবর্ত হিসেবে মাঠে নামান প্রাক্তন ইন্টার মিলান তারকাকে ৷ মাঠে নামার দু'মিনিটের মধ্যেই আন্দ্রেস ওলসেনের মাইনাস থেকে জোরালো ভলিতে গোল করেন এরিকসেন ৷ যদিও এই গোলে হার এড়াতে পারেনি ডেনমার্ক ৷ মেম্পিস ডিপাইদের বিরুদ্ধে 2-4 হারতে হয় ডেনমার্ককে (Netherlands beat Denmark in international friendly) ৷

  • 288 days since his last Denmark appearance;
    497 days since his last Denmark goal;
    3,248 days since his last goal at the Amsterdam Arena.

    Christian Eriksen’s back for Denmark tonight and it didn’t take him long to score.pic.twitter.com/70aRH35aCm

    — Karan Tejwani (@karan_tejwani26) March 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে শুধুই এরিকসেন ৷ ইউরো দুর্ঘটনার পর ইন্টারও এরিকসেনকে দলে রাখতে অস্বীকার করেছিল ৷ দিনকয়েক আগে তাই ইপিএলে অপেক্ষাকৃত ছোট দল ব্রেন্টফোর্ডের হয়ে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন হয়েছিল এরিকসেন ৷ শনিবার ফিরলেন আন্তর্জাতিক ফুটবলেও ৷

আরও পড়ুন : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক

ম্যাচের পর ড্যানিশ তারকা বলেন, "আমি খুব ভাগ্যবান যে পাসটা আমার কাছে এসেছিল ৷ তবে সত্যি বলতে এটা দারুণ ফিনিশ ৷ আন্তর্জাতিক ফুটবলে এর চেয়ে ভাল প্রত্যাবর্তন আর হয় না ৷" জোহান ক্রুয়েফ এরিনায় শনিবার যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন ডাচ সমর্থকরা, তাতে আপ্লুত ক্রিশ্চিয়ান ৷ পাশাপাশি কাতার বিশ্বকাপই এখন পাখির চোখ তাঁর, জানিয়ে দেন 37টি আন্তর্জাতিক গোলের মালিক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.