ETV Bharat / sports

FIFA World Cup 2022: 'মৃত্যুঞ্জয়ী' এরিকসেনকে স্কোয়াডে রেখে কাতার যাচ্ছে ডেনমার্ক - ক্রিশ্চিয়ান

ঘোষিত হল কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ডেনমার্ক দল । প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন । বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে সবুজ গালিচায় ফুল ফোটাচ্ছেন 'মৃত্যুঞ্জয়ী' (Eriksen Named One of 21 Players In Denmark Squad) । তাঁর ওপরেই এবার বিশ্বকাপে ড্যানিশ ম্যাজিক দেখানোর গুরুদায়িত্ব ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 7:29 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: মাত্র 11 দিন । তারপরেই কাতারে বসছে ফুটবল উৎসবের আসর (FIFA World Cup) । দলের অন্যতম সেরা ভরসাকে রেখেই দল সাজিয়েছেন ড্যানিশদের হেডস্যর ক্যাসপার হুলমান্ড (Denmark Squad For FIFA World Cup) । ক্রিশ্চিয়ান এরিকসেন ছাড়াও বিশ্বকাপে 'রেড অ্যান্ড হোয়াইট'দের ভরসা জোগাচ্ছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, সাইমন কেজাররা ।

12 জুন, 2021। ইউরো কাপে ফিনল্যান্ডের সঙ্গে খেলা চলাকালীন মাঠেই মৃত্যুমুখে ঢলে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) । হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত হয়েছিলেন পাঁচবারের 'ড্যানিশ ফুটবলার অফ দ্য ইয়ার' । হৃদযন্ত্রে ব্যাটারিচালিত কার্ডিওভারটার-ডিফিব্রিলেটর বসানো হয় । ইতালির বিশেষ নিয়ম (হৃদরোগে আক্রান্ত হলে মাঠে নামা যায় না) অনুযায়ী তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ইন্টার মিলান । আট মাস পর ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফেরেন তিনি । বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে সবুজ গালিচায় ফুল ফোটাচ্ছেন 'মৃত্যুঞ্জয়ী' (Eriksen Named One of 21 Players In Denmark Squad) । তাঁর ওপরেই এবার বিশ্বকাপে ড্যানিশ ম্যাজিক দেখানোর গুরুদায়িত্ব ।

গ্রুপ ডি-তে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ডেনমার্কের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, তিউনিশিয়া । মোট আটটি গ্রুপ থেকে দু'টি করে দল পৌঁছবে শেষ ষোলোর লড়াইয়ে । ফলে বড় কোনও অঘটন না-ঘটলে ফ্রান্সের সঙ্গে সুপার সিক্সটিনে পৌঁছনোর দৌড়ে এগিয়ে রয়েছে ড্যানিশ ডায়নামাইট'রা । দল ঘোষণা করে দিলেও বড় কোনও নাম নেই বিশ্ব ফুটবলে 38 নম্বরে থাকা অজিদের কাতারগামী বিমানে । গত কয়েকবছরে দস সান্তোসের তিউনিশিয়ার ধারও কমেছে ।

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত ডেনমার্ক দল:

  • গোলরক্ষক: ক্যাসপার স্কেমিচেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা-বার্লিন)।
  • ডিফেন্ডার: সাইমন কেজার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেলে (আটলান্টা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পোর), ভিক্টর নেলসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই)।
  • মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), পিয়েরে-এমিল হজবজের্গ (টটেনহ্যাম)।
  • ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুজ), জেসপার লিন্ডস্ট্রম (ইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রেথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভিএফএল উলফসবার্গ)।

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো; জেনে নেওয়া যাক

* প্রাথমিকভাবে 21 জনের দল ঘোষণা করেছে ডেনমার্ক । 26 জনের দলের বাকি পাঁচ সদস্যের নাম ইউরোপের ফুটবল লিগগুলির সূচির উপর ভিত্তি করে ঘোষণা করা হবে...

ডেনমার্কের ক্রীড়াসূচি:

  • বনাম তিউনিশিয়া (22 নভেম্বর, '22 । এডুকেশন সিটি স্টেডিয়াম)
  • বনাম ফ্রান্স (26 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)
  • বনাম অস্ট্রেলিয়া (30 নভেম্বর, '22 । আল ওকরাহ স্পোর্টস কমপ্লেক্স)

হায়দরাবাদ, 9 নভেম্বর: মাত্র 11 দিন । তারপরেই কাতারে বসছে ফুটবল উৎসবের আসর (FIFA World Cup) । দলের অন্যতম সেরা ভরসাকে রেখেই দল সাজিয়েছেন ড্যানিশদের হেডস্যর ক্যাসপার হুলমান্ড (Denmark Squad For FIFA World Cup) । ক্রিশ্চিয়ান এরিকসেন ছাড়াও বিশ্বকাপে 'রেড অ্যান্ড হোয়াইট'দের ভরসা জোগাচ্ছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, সাইমন কেজাররা ।

12 জুন, 2021। ইউরো কাপে ফিনল্যান্ডের সঙ্গে খেলা চলাকালীন মাঠেই মৃত্যুমুখে ঢলে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) । হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত হয়েছিলেন পাঁচবারের 'ড্যানিশ ফুটবলার অফ দ্য ইয়ার' । হৃদযন্ত্রে ব্যাটারিচালিত কার্ডিওভারটার-ডিফিব্রিলেটর বসানো হয় । ইতালির বিশেষ নিয়ম (হৃদরোগে আক্রান্ত হলে মাঠে নামা যায় না) অনুযায়ী তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ইন্টার মিলান । আট মাস পর ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফেরেন তিনি । বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে সবুজ গালিচায় ফুল ফোটাচ্ছেন 'মৃত্যুঞ্জয়ী' (Eriksen Named One of 21 Players In Denmark Squad) । তাঁর ওপরেই এবার বিশ্বকাপে ড্যানিশ ম্যাজিক দেখানোর গুরুদায়িত্ব ।

গ্রুপ ডি-তে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ডেনমার্কের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, তিউনিশিয়া । মোট আটটি গ্রুপ থেকে দু'টি করে দল পৌঁছবে শেষ ষোলোর লড়াইয়ে । ফলে বড় কোনও অঘটন না-ঘটলে ফ্রান্সের সঙ্গে সুপার সিক্সটিনে পৌঁছনোর দৌড়ে এগিয়ে রয়েছে ড্যানিশ ডায়নামাইট'রা । দল ঘোষণা করে দিলেও বড় কোনও নাম নেই বিশ্ব ফুটবলে 38 নম্বরে থাকা অজিদের কাতারগামী বিমানে । গত কয়েকবছরে দস সান্তোসের তিউনিশিয়ার ধারও কমেছে ।

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত ডেনমার্ক দল:

  • গোলরক্ষক: ক্যাসপার স্কেমিচেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা-বার্লিন)।
  • ডিফেন্ডার: সাইমন কেজার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেলে (আটলান্টা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পোর), ভিক্টর নেলসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই)।
  • মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), পিয়েরে-এমিল হজবজের্গ (টটেনহ্যাম)।
  • ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুজ), জেসপার লিন্ডস্ট্রম (ইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রেথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভিএফএল উলফসবার্গ)।

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো; জেনে নেওয়া যাক

* প্রাথমিকভাবে 21 জনের দল ঘোষণা করেছে ডেনমার্ক । 26 জনের দলের বাকি পাঁচ সদস্যের নাম ইউরোপের ফুটবল লিগগুলির সূচির উপর ভিত্তি করে ঘোষণা করা হবে...

ডেনমার্কের ক্রীড়াসূচি:

  • বনাম তিউনিশিয়া (22 নভেম্বর, '22 । এডুকেশন সিটি স্টেডিয়াম)
  • বনাম ফ্রান্স (26 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)
  • বনাম অস্ট্রেলিয়া (30 নভেম্বর, '22 । আল ওকরাহ স্পোর্টস কমপ্লেক্স)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.