ETV Bharat / sports

নিজের রেকর্ড ভেঙে খেতাব কার্লসেনের - নিজের রেকর্ড ভেঙে খেতাব ম্যাগনাস কার্লসেনের

দাবা দুনিয়ার জীবন্ত বিস্ময়ের নাম ম্যাগনাস কার্লসেন ৷ বিশ্ব দাবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতায় প্রথমবার খেলতে এসেছিলেন ৷ শহর ছাড়ার আগে নিজের ঝুলিতে পুরে নিয়ে গেলেন জয়ের ট্রফি ৷

Magnus Carlsen
খেতাব কার্লসেনের
author img

By

Published : Nov 26, 2019, 9:22 PM IST

কলকাতা, 26 নভেম্বর : তিনি নিজেকে জিনিয়াস বলতে পছন্দ করেন না ৷ আবার নিজেই বলেন, ছন্দে থাকলে তাঁকে থামানোর ক্ষমতা অন্যদের নেই ৷ দাবা দুনিয়ার জীবন্ত কিংবদন্তির নাম ম্যাগনাস কার্লসেন ৷ বিশ্ব দাবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতায় প্রথমবার খেলতে এসেছিলেন ৷ শহর ছাড়ার আগে নিজের ঝুলিতে পুরে নিয়ে গেলেন জয়ের ট্রফি ৷

ওয়ার্ল্ড গ্র্যান্ড চেজ় টুরের শেষ দিন ৷ নরওয়ের সুপার গ্র্যান্ড মাস্টার রাপিড ও ব্লিৎজ় বিভাগ মিলিয়ে মোট 27 পয়েন্ট নিয়ে দৌড় শেষ করলেন ৷ যা নিজের তৈরি করা 26.5 পয়েন্টের রেকর্ড ভেঙে দিল ৷ একই সঙ্গে রাপিড চেজ়ের বিশ্ব ক্রমতালিকায় প্রথম ও ব্লিৎজ় চেজ়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ৷

গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হিকারু নাকামুরা ৷ এবার তিনি 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন ৷ নেদারল্যান্ডসের আনিস গিরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলে সো 18.5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় ৷ তবে, বিশ্বনাথন আনন্দ এবারের কলকাতা সফর ভালো গেল না ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন 16 পয়েন্ট নিয়ে সাত নম্বরে শেষ করলেন ৷ এই ব্যর্থতার কারণে তিনি আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে গ্র্যান্ড চেজ় টুর ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করতে পারলেন না ৷

Magnus Carlsen
খেলায় মগ্ন কার্লসেন

চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন জানান, তিনি কলকাতা সফর উপভোগ করছেন ৷ এখানকার উষ্ণ অভ্যর্থনা তাঁর মনে রয়ে যাবে ৷ একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়াটা আগামী সপ্তাহে লন্ডনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে ৷

কলকাতা, 26 নভেম্বর : তিনি নিজেকে জিনিয়াস বলতে পছন্দ করেন না ৷ আবার নিজেই বলেন, ছন্দে থাকলে তাঁকে থামানোর ক্ষমতা অন্যদের নেই ৷ দাবা দুনিয়ার জীবন্ত কিংবদন্তির নাম ম্যাগনাস কার্লসেন ৷ বিশ্ব দাবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতায় প্রথমবার খেলতে এসেছিলেন ৷ শহর ছাড়ার আগে নিজের ঝুলিতে পুরে নিয়ে গেলেন জয়ের ট্রফি ৷

ওয়ার্ল্ড গ্র্যান্ড চেজ় টুরের শেষ দিন ৷ নরওয়ের সুপার গ্র্যান্ড মাস্টার রাপিড ও ব্লিৎজ় বিভাগ মিলিয়ে মোট 27 পয়েন্ট নিয়ে দৌড় শেষ করলেন ৷ যা নিজের তৈরি করা 26.5 পয়েন্টের রেকর্ড ভেঙে দিল ৷ একই সঙ্গে রাপিড চেজ়ের বিশ্ব ক্রমতালিকায় প্রথম ও ব্লিৎজ় চেজ়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ৷

গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হিকারু নাকামুরা ৷ এবার তিনি 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন ৷ নেদারল্যান্ডসের আনিস গিরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলে সো 18.5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় ৷ তবে, বিশ্বনাথন আনন্দ এবারের কলকাতা সফর ভালো গেল না ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন 16 পয়েন্ট নিয়ে সাত নম্বরে শেষ করলেন ৷ এই ব্যর্থতার কারণে তিনি আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে গ্র্যান্ড চেজ় টুর ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করতে পারলেন না ৷

Magnus Carlsen
খেলায় মগ্ন কার্লসেন

চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন জানান, তিনি কলকাতা সফর উপভোগ করছেন ৷ এখানকার উষ্ণ অভ্যর্থনা তাঁর মনে রয়ে যাবে ৷ একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়াটা আগামী সপ্তাহে লন্ডনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে ৷

Intro:তিনি নিজেকে জিনিয়াস বলতে পছন্দ করেন না। আবার নিজেই বলেন ছন্দে থাকলে তাকে থামানোর ক্ষমতা অন্যদের নেই। দাবা দুনিয়ার জীবন্ত বিস্ময়ের নাম ম্যাগনাস কার্লসেন। বিশ্বদাবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতায় প্রথমবার খেলতে এসেছিলেন।শহর ছাড়ার আগে তার ঝুলিতে জয়ের ট্রফি। ওয়ার্ল্ড গ্র্যান্ড চেস ট্যুরের শেষ দিনে নরওয়ের সুপার গ্র্যান্ডমাস্টার রাপিড ও ব্লিৎজ বিভাগ মিলিয়ে মোট 27পয়েন্ট নিয়ে দৌড় শেষ করলেন।যা আবিডজানে নিজের তৈরি করা সাড়ে ছাব্বিশ পয়েন্টের রেকর্ড ভেঙে দিল।একই সঙ্গে তিনি রাপিড চেস এর বিশ্বক্রমতালিকায় একনম্বর ও ব্লিৎজ চেস এ দ্বিতীয় স্থান ধরে রাখলেন।গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হিকারু নাকামুরা।এবার তিনি 23পয়েন্ট ঝুলিতে নিয়ে দ্বিতীয়।নেদারল্যান্ডসের আনিস গিরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলে সো 18দশমিক পাচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয়।তবে ভারতের বিশ্বনাথন আনন্দ এবারের কলকাতা সফর দ্রুত ভুলতে চাইবেন।পাচবারের বিশ্বচ্যাম্পিয়ন 16পয়েন্ট নিয়ে সাত নম্বরে শেষ করলেন।এই ব্যর্থতার কারনে তিনি আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে খেলার ছাড়পত্র যোগাড় করতে পারলেন না।চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন বলেছেন তিনি কলকাতা সফর উপভোগ করেছেন।এখানকার উষ্ণ অভ্যর্থনা তার মনে থেকে যাবে। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া আগামী সপ্তাহে লন্ডনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।


Body:দাবা


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.