কলকাতা, 26 নভেম্বর : তিনি নিজেকে জিনিয়াস বলতে পছন্দ করেন না ৷ আবার নিজেই বলেন, ছন্দে থাকলে তাঁকে থামানোর ক্ষমতা অন্যদের নেই ৷ দাবা দুনিয়ার জীবন্ত কিংবদন্তির নাম ম্যাগনাস কার্লসেন ৷ বিশ্ব দাবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতায় প্রথমবার খেলতে এসেছিলেন ৷ শহর ছাড়ার আগে নিজের ঝুলিতে পুরে নিয়ে গেলেন জয়ের ট্রফি ৷
ওয়ার্ল্ড গ্র্যান্ড চেজ় টুরের শেষ দিন ৷ নরওয়ের সুপার গ্র্যান্ড মাস্টার রাপিড ও ব্লিৎজ় বিভাগ মিলিয়ে মোট 27 পয়েন্ট নিয়ে দৌড় শেষ করলেন ৷ যা নিজের তৈরি করা 26.5 পয়েন্টের রেকর্ড ভেঙে দিল ৷ একই সঙ্গে রাপিড চেজ়ের বিশ্ব ক্রমতালিকায় প্রথম ও ব্লিৎজ় চেজ়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ৷
গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হিকারু নাকামুরা ৷ এবার তিনি 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন ৷ নেদারল্যান্ডসের আনিস গিরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলে সো 18.5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় ৷ তবে, বিশ্বনাথন আনন্দ এবারের কলকাতা সফর ভালো গেল না ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন 16 পয়েন্ট নিয়ে সাত নম্বরে শেষ করলেন ৷ এই ব্যর্থতার কারণে তিনি আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে গ্র্যান্ড চেজ় টুর ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করতে পারলেন না ৷
চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন জানান, তিনি কলকাতা সফর উপভোগ করছেন ৷ এখানকার উষ্ণ অভ্যর্থনা তাঁর মনে রয়ে যাবে ৷ একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়াটা আগামী সপ্তাহে লন্ডনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে ৷