নিয়ঁ, 18 মার্চ : শুক্রবার ঘোষণা হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ক্রীড়াসূচি ৷ এপ্রিলের প্রথম সপ্তাহে সেমিফাইনালের লক্ষ্যে সম্মুখ সমরে নামছে ইউরোপের সেরা আটটি দল ৷ একঝাঁক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল জনতা ৷ সেইসব ম্যাচেরই সূচিই এদিন ঘোষণা হয়ে গেল সুইজারল্যান্ডের নিয়ঁ শহরে উয়েফার সদর দফতরে ৷ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির সামনে 13 বারের সেরা রিয়াল মাদ্রিদ (Chelsea to face Real Madrid in CL quarter final) ৷ ম্যাঞ্চেস্টারকে ইউনাইটেডকে শেষ ষোলো থেকে ছিটকে দিয়ে কোয়ার্টারে ম্যান সিটির মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ৷
শেষ আটে রোমহর্ষক লড়াই অপেক্ষা করে রয়েছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্যও ৷ কোয়ার্টার ফাইনালে রবার্ট লেওয়ানদোস্কিদের সামনে শেষ ষোলোয় জুভেন্তাসকে ছিটকে দেওয়া ভিল্লারিয়াল ৷ তবে অপেক্ষাকৃত সহজ লড়াই হতে চলেছে ছ'বারের ইউরোপ সেরা লিভারপুলের জন্য ৷ কোয়ার্টারে মোহামেদ সালাহ, সাদিও মানেদের সামনে পর্তুগালের বেনফিকা ৷
আরও পড়ুন : ইপিএলে সিটিকে আটকাল ক্রিস্টাল প্যালেস, ফের ট্রফির দৌড়ে লিভারপুল
-
The quarter-finals are set! ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) March 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
What's your reaction to the draw?#UCLdraw pic.twitter.com/Je3NQHabuy
">The quarter-finals are set! ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) March 18, 2022
What's your reaction to the draw?#UCLdraw pic.twitter.com/Je3NQHabuyThe quarter-finals are set! ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) March 18, 2022
What's your reaction to the draw?#UCLdraw pic.twitter.com/Je3NQHabuy
কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল ৷ ফিরতি লেগ 13 এপ্রিল ৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হলেও চলতি মরশুমে থেকে ইউরোপের সমস্ত প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়মের অবলুপ্তি ঘটায় আরও রোমহর্ষক রূপ নিতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্যায়গুলি ৷ আগামী 28 মে সেন্ট-ডেনিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ৷
একনজরে কোয়ার্টার ফাইনালের সূচি :
- বেনফিকা বনাম লিভারপুল
- ম্যান সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
- ভিল্লারিয়াল বনাম বায়ার্ন মিউনিখ
- চেলসি বনাম রিয়াল মাদ্রিদ