ETV Bharat / sports

CFL 2022: ফরম্যাট বদলে তিন প্রধানকে নিয়েই কলকাতা লিগ শুরু 27 জুলাই - CFL 2022 all set to start from 27th July

মঙ্গলবার লিগ নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ। অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের ঘণ্টা তিনেকের আলোচনার শেষে বেরোয় সমাধান সূত্র (CFL 2022 all set to start from 27th July)। সেখানে তিন প্রধানকে রেখেই লিগ শুরু করা হচ্ছে।

CFL 2022
ফরম্যাট বদলে তিন প্রধানকে নিয়েই কলকাতা লিগ শুরু 27 জুলাই
author img

By

Published : Jul 19, 2022, 11:04 PM IST

কলকাতা, 19 জুলাই: 27 জুলাই থেকে কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগের বল গড়াচ্ছে। মঙ্গলবার লিগ নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ। অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের ঘণ্টা তিনেকের আলোচনার শেষে বেরোয় সমাধান সূত্র (CFL 2022 all set to start from 27th July)। সেখানে তিন প্রধানকে রেখেই লিগ শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে বদল আসছে ফরম্যাটে। তিন প্রধানকে বাদ দিয়ে বাকি এগারোটি দল প্রাথমিক পর্বে খেলবে। সেখান থেকে সেরা তিন দল পরের পর্বে যাবে। তারপর সেই তিন দলের সঙ্গে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান এবং মহমেডান যোগ দেবে।

ফলে মূলপর্বে দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়, যাকে সুপার সিক্স পর্বও বলা হচ্ছে। গতবছর লিগের ফাইনাল অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। রাউন্ড রবিন লিগের ফলাফলেই লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। তবে অবনমন থাকবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী 23 জুলাই ফের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সচিব অনির্বাণ দত্ত জানান, দু'বছর পর সব দলকে নিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে গ্রুপের খেলা হচ্ছে। যা আশার বাণী। সুষ্ঠুভাবে লিগ আয়োজনই আইএফএ-র কাছে চ্যালেঞ্জ এখন।

এ দিনের বৈঠকে এটিকে মোহনবাগান খেলবে কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আলোচনায় না-থাকলেও সবুজ-মেরুন শিবির ই-মেল করে শর্তসাপেক্ষে কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। লিগের গোটা চারেক ম্যাচ খেলে সুষ্ঠু লিগ আয়োজনে পাশে থাকার বার্তা দিয়েছে তারা। পাশাপাশি বকেয়া ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছে সবুজ-মেরুন। যদিও বাগানের বকেয়া পুরোটা একেবারে মিটিয়ে দেওয়া সম্ভব নয় বলে আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

আরও পড়ুন: ফুটবল 90 মিনিটের খেলা, এই বার্তা দিতেই 16 অগস্ট ফুটবল প্রেমী দিবসে শুরু ডুরান্ড কাপ

পাশাপাশি ইস্টবেঙ্গল অংশগ্রহণ করতে রাজি থাকলেও সময় চেয়েছিল। এটিকে মোহনবাগানও তাদের সূচির সঙ্গে খাপ খেলে খেলার কথা বলেছিল। আইএফএ লিগ ফরম্যাটে বদল করে তিন প্রধানকে নিয়েই দুই মরশুম পর পূর্ণাঙ্গ লিগ আয়োজনের পথে জোরালো পদক্ষেপ নিল। 27 জুলাই শুরু সেই পদক্ষেপের বাস্তবায়ন।

কলকাতা, 19 জুলাই: 27 জুলাই থেকে কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগের বল গড়াচ্ছে। মঙ্গলবার লিগ নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ। অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের ঘণ্টা তিনেকের আলোচনার শেষে বেরোয় সমাধান সূত্র (CFL 2022 all set to start from 27th July)। সেখানে তিন প্রধানকে রেখেই লিগ শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে বদল আসছে ফরম্যাটে। তিন প্রধানকে বাদ দিয়ে বাকি এগারোটি দল প্রাথমিক পর্বে খেলবে। সেখান থেকে সেরা তিন দল পরের পর্বে যাবে। তারপর সেই তিন দলের সঙ্গে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান এবং মহমেডান যোগ দেবে।

ফলে মূলপর্বে দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়, যাকে সুপার সিক্স পর্বও বলা হচ্ছে। গতবছর লিগের ফাইনাল অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। রাউন্ড রবিন লিগের ফলাফলেই লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। তবে অবনমন থাকবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী 23 জুলাই ফের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সচিব অনির্বাণ দত্ত জানান, দু'বছর পর সব দলকে নিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে গ্রুপের খেলা হচ্ছে। যা আশার বাণী। সুষ্ঠুভাবে লিগ আয়োজনই আইএফএ-র কাছে চ্যালেঞ্জ এখন।

এ দিনের বৈঠকে এটিকে মোহনবাগান খেলবে কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আলোচনায় না-থাকলেও সবুজ-মেরুন শিবির ই-মেল করে শর্তসাপেক্ষে কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। লিগের গোটা চারেক ম্যাচ খেলে সুষ্ঠু লিগ আয়োজনে পাশে থাকার বার্তা দিয়েছে তারা। পাশাপাশি বকেয়া ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছে সবুজ-মেরুন। যদিও বাগানের বকেয়া পুরোটা একেবারে মিটিয়ে দেওয়া সম্ভব নয় বলে আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

আরও পড়ুন: ফুটবল 90 মিনিটের খেলা, এই বার্তা দিতেই 16 অগস্ট ফুটবল প্রেমী দিবসে শুরু ডুরান্ড কাপ

পাশাপাশি ইস্টবেঙ্গল অংশগ্রহণ করতে রাজি থাকলেও সময় চেয়েছিল। এটিকে মোহনবাগানও তাদের সূচির সঙ্গে খাপ খেলে খেলার কথা বলেছিল। আইএফএ লিগ ফরম্যাটে বদল করে তিন প্রধানকে নিয়েই দুই মরশুম পর পূর্ণাঙ্গ লিগ আয়োজনের পথে জোরালো পদক্ষেপ নিল। 27 জুলাই শুরু সেই পদক্ষেপের বাস্তবায়ন।

For All Latest Updates

TAGGED:

CFL 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.