ETV Bharat / sports

East Bengal Derby Celebrations: ডার্বির নায়ককে নিয়ে উৎসব খাবরা-সিলভার, কুয়াদ্রাতের পরের টার্গেট পঞ্জাব এফসি - Late East Bengal Secretary Paltu Das

Carles Cuadrat Next Target is Punjab FC Match: কলকাতা ডার্বি জয়ের পর কার্লোস কুয়াদ্রাতের টার্গেট পঞ্জাব এফসি ম্যাচ ৷ যে ম্যাচ জিতে ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা আরও একটু নিশ্চিত করতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ ৷

Image Courtesy: East Bengal Twitter
Image Courtesy: East Bengal Twitter
author img

By

Published : Aug 13, 2023, 9:53 PM IST

কলকাতা, 13 অগস্ট: ডার্বি জয়ের আনন্দে হোটেলে ফিরে কেক কাটলেন লাল-হলুদ ফুটবলাররা ৷ ডার্বির নায়ক নন্দকুমারকে কেক খাইয়ে দিলেন ক্লেটন সিলভা ৷ ডার্বির দিন শনিবার সকালেই কলকাতায় এসেছেন ৷ ব্রাজিলিয়ান স্ট্রাইকার অবশ্য দলের ডার্বি জয় উদযাপনে যোগ দিলেন ৷ দিনের নায়ক নন্দকুমারকে কেকও খাইয়ে দেন তিনি ৷ পরে হরমনজ্যোত সিং খাবরা নন্দকুমারের মুখে কেক মাখিয়ে দেন ৷ জয়ের উৎসবে সামিল হলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

তবে, উৎসব করলেও পরের ম্যাচের জন্য ইতিমধ্যেই ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন ৷ সামনেই রয়েছে পঞ্জাব এফসি ম্যাচ ৷ ওই ম্যাচের তিন পয়েন্ট না পেলে ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা যাবে না ৷ তাই রাশ আলগা করতে নারাজ তিনি ৷ রবিবার ছিল রিকভারি সেশন ৷ সেখানে যোগ দিয়েছেন ক্লেটন সিলভাও ৷ আগামিকাল সোমবার প্র্যাকটিস নেই ৷ মঙ্গলবার থেকে পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করবেন কুয়াদ্রাত ৷ রবিবার সকালে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার জোসে আন্তেনিও পারদো লুকাস ৷

ডার্বির পরে কুয়াদ্রাত ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দল প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে দিয়ে চলেছে ৷ সবে দ্বিতীয় ম্যাচ খেলছে তারা ৷ এখন ইস্টবেঙ্গল দলকে তৈরি করাই লক্ষ্য তাঁর ৷ কুয়াদ্রাতের কথায়, তিনি জানেন কোথায় তাঁরা ছিলেন এবং কোথায় তাঁদের পৌঁছতে হবে ৷

আরও পড়ুন: 'সমর্থকদের হাসিমুখগুলো আজীবন মনে থাকবে', 'মিরাকল' ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত

সিনিয়র দলের ডার্বি জয় তাতিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের যুবদলকেও ৷ সোমবার কলকাতা লিগে পুলিশ এ সি-র মুখোমুখি হবেন বিনো জর্জের ইস্টবেঙ্গলের যুবদলের ফুটবলাররা ৷ গ্রুপ বি-তে লাল-হলুদ 18 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ৷ 20 পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর ৷ 18 পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে এরিয়ান ৷ বিনো জর্জ বলছেন সুপার সিক্সে উঠতে হলে পুলিশ এ সি ম্যাচের তিন পয়েন্ট জরুরি ৷ দু’দিন বিরতির পর ফের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ রেলওয়ে এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলেও প্রচুর গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে চিন্তিত বিনো জর্জ ৷

East Bengal ETV BHARAT
প্রয়াত সচিব পল্টু দাসের 84তম জন্মদিন পালন ইস্টবেঙ্গল ক্লাবে

আরও পড়ুন: পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দ'র, সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত 'মশাল-নায়ক'

অনুশীলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি ৷ ফুটবলারদের ভুল শুধরতে কী করতে হবে তাও বলেছেন ৷ বিষ্ণু এবং আশিকের মতো ফুটবলারদের ভালো খেলায় আশা দেখছেন ইস্টবেঙ্গল কোচ ৷ তিনি বলেন, “আমার দলের যুব ফুটবলাররা সিনিয়র দলের ডার্বি জয় দেখেছে ৷ তাঁরা লড়াকু জয়ে উদ্বুদ্ধ ৷ আগামী ম্যাচগুলিতে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছে ওরা ৷”

এদিকে রবিবার 13 অগষ্ট ইস্টবেঙ্গল প্রয়াত সচিব পল্টু দাসের 84তম জন্মদিন পালন করা হল ৷ প্রতিবছরই ক্লাবের প্রয়াত সচিবের জন্মদিন স্পোর্টস-ডে হিসেবে পালন করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ৷ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ৷ এছাড়াও পঞ্চম ডিভিশনের বিভিন্ন ক্লাব এবং কোচিং ক্যাম্পের প্রতিনিধিদের হাতে ফুটবল ও ক্রীড়াসরঞ্জাম তুলে দেওয়া হয় এই দিনে ৷

কলকাতা, 13 অগস্ট: ডার্বি জয়ের আনন্দে হোটেলে ফিরে কেক কাটলেন লাল-হলুদ ফুটবলাররা ৷ ডার্বির নায়ক নন্দকুমারকে কেক খাইয়ে দিলেন ক্লেটন সিলভা ৷ ডার্বির দিন শনিবার সকালেই কলকাতায় এসেছেন ৷ ব্রাজিলিয়ান স্ট্রাইকার অবশ্য দলের ডার্বি জয় উদযাপনে যোগ দিলেন ৷ দিনের নায়ক নন্দকুমারকে কেকও খাইয়ে দেন তিনি ৷ পরে হরমনজ্যোত সিং খাবরা নন্দকুমারের মুখে কেক মাখিয়ে দেন ৷ জয়ের উৎসবে সামিল হলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

তবে, উৎসব করলেও পরের ম্যাচের জন্য ইতিমধ্যেই ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন ৷ সামনেই রয়েছে পঞ্জাব এফসি ম্যাচ ৷ ওই ম্যাচের তিন পয়েন্ট না পেলে ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা যাবে না ৷ তাই রাশ আলগা করতে নারাজ তিনি ৷ রবিবার ছিল রিকভারি সেশন ৷ সেখানে যোগ দিয়েছেন ক্লেটন সিলভাও ৷ আগামিকাল সোমবার প্র্যাকটিস নেই ৷ মঙ্গলবার থেকে পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করবেন কুয়াদ্রাত ৷ রবিবার সকালে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার জোসে আন্তেনিও পারদো লুকাস ৷

ডার্বির পরে কুয়াদ্রাত ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দল প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে দিয়ে চলেছে ৷ সবে দ্বিতীয় ম্যাচ খেলছে তারা ৷ এখন ইস্টবেঙ্গল দলকে তৈরি করাই লক্ষ্য তাঁর ৷ কুয়াদ্রাতের কথায়, তিনি জানেন কোথায় তাঁরা ছিলেন এবং কোথায় তাঁদের পৌঁছতে হবে ৷

আরও পড়ুন: 'সমর্থকদের হাসিমুখগুলো আজীবন মনে থাকবে', 'মিরাকল' ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত

সিনিয়র দলের ডার্বি জয় তাতিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের যুবদলকেও ৷ সোমবার কলকাতা লিগে পুলিশ এ সি-র মুখোমুখি হবেন বিনো জর্জের ইস্টবেঙ্গলের যুবদলের ফুটবলাররা ৷ গ্রুপ বি-তে লাল-হলুদ 18 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ৷ 20 পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর ৷ 18 পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে এরিয়ান ৷ বিনো জর্জ বলছেন সুপার সিক্সে উঠতে হলে পুলিশ এ সি ম্যাচের তিন পয়েন্ট জরুরি ৷ দু’দিন বিরতির পর ফের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ রেলওয়ে এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলেও প্রচুর গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে চিন্তিত বিনো জর্জ ৷

East Bengal ETV BHARAT
প্রয়াত সচিব পল্টু দাসের 84তম জন্মদিন পালন ইস্টবেঙ্গল ক্লাবে

আরও পড়ুন: পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দ'র, সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত 'মশাল-নায়ক'

অনুশীলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি ৷ ফুটবলারদের ভুল শুধরতে কী করতে হবে তাও বলেছেন ৷ বিষ্ণু এবং আশিকের মতো ফুটবলারদের ভালো খেলায় আশা দেখছেন ইস্টবেঙ্গল কোচ ৷ তিনি বলেন, “আমার দলের যুব ফুটবলাররা সিনিয়র দলের ডার্বি জয় দেখেছে ৷ তাঁরা লড়াকু জয়ে উদ্বুদ্ধ ৷ আগামী ম্যাচগুলিতে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছে ওরা ৷”

এদিকে রবিবার 13 অগষ্ট ইস্টবেঙ্গল প্রয়াত সচিব পল্টু দাসের 84তম জন্মদিন পালন করা হল ৷ প্রতিবছরই ক্লাবের প্রয়াত সচিবের জন্মদিন স্পোর্টস-ডে হিসেবে পালন করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ৷ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ৷ এছাড়াও পঞ্চম ডিভিশনের বিভিন্ন ক্লাব এবং কোচিং ক্যাম্পের প্রতিনিধিদের হাতে ফুটবল ও ক্রীড়াসরঞ্জাম তুলে দেওয়া হয় এই দিনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.