ETV Bharat / sports

ISL 2022-23: পরিবর্ত নেমে কার্যসিদ্ধি সুনীলের, টানা দশ জয়ে ফাইনাল এক পা বেঙ্গালুরু - টানা দশ জয়ে ফাইনাল এক পা বেঙ্গালুরু

সেমিফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে মাঠে নেমে বেঙ্গালুরুকে অ্যাওয়ে জয় এনে দিলেন সুনীল ছেত্রী (BFC beat MCFC in the first leg of ISL semifinal)। দ্বিতীয় পর্ব ঘরের মাঠে খেলবে 'ব্লুজ' ৷

Etv Bharat
টানা দশ জয়ে ফাইনাল এক পা বেঙ্গালুরু
author img

By

Published : Mar 7, 2023, 11:10 PM IST

মুম্বই, 7 মার্চ: রণবীর কাপুরের সামনে হারের হ্যাটট্রিক। টানা বিপর্যয়ের হাত ধরে চলতি আইএসএলের ফাইনালে ওঠার পথে বড়সড় প্রতিকূলতার সামনে মুম্বই সিটি এফসি। সেমিফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে মাঠে নেমে বেঙ্গালুরুকে অ্যাওয়ে জয় এনে দিলেন সুনীল ছেত্রী (BFC beat MCFC in the first leg of ISL semifinal)। চলতি আইএসএলে প্রাথমিক পর্বে প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালিয়েছে ডেস বাকিংহ্যামের ছেলেরা। কিন্তু খারাপ দশা শুরু হয়েছিল লিগের শেষ পর্যায় থেকে ৷ সেমিফাইনালের প্রথম লেগেও ভাগ্য বদলাল না আইল্যান্ডারদের। টানা তৃতীয় হারে যখন ফাইনাল থেকে একটু পিছু হটল লিগ শিল্ড উইনাররা, তখন টানা দশ ম্যাচ জিতে ফাইনালের গন্ধ ব্লুজ শিবিরে ৷

ফিরতি ম্যাচে কান্তিরাভায় রয় কৃষ্ণা-জাভি হার্নান্দেজরা দাপট বজায় রাখলে খেতাবি লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে যাবে বিএফসি। মুম্বই সিটি এফসি'র ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসার কাজটি ছিল সিংহের গুহায় সিংহ শিকারের সমান। সেই কাজটাই কৌশলে ভর দিয়ে অসাধারণ ভাবে করে গেল বেঙ্গালুরু। প্রথমার্ধে দাপুটে শুরুর মধ্যে দিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রেখেছিল মুম্বই। কিন্তু সন্দেশ ঝিঙ্গানের সামনে তাদের যাবতীয় আক্রমণ থেমে যায়। গ্রেগ স্টুয়ার্ট, আহমেদ জাহু , লালিয়ানজুয়ালা ছাঙতে, বিপিন সিংদের যাবতীয় প্রচেষ্টা থামালেন সন্দেশ ৷ ম্যাচের সেরা প্রবীর দাস।

আরও পড়ুন: ক্লাবের চিঠি পেয়ে লাল-হলুদ কর্তাদের বোর্ড মিটিংয়ে ডাক পাঠাল ইমামি

রক্ষণের মরিয়া লড়াই পরবর্তীতে ছড়িয়ে পড়ে আক্রমণভাগে। রয় কৃষ্ণা, শিবাশক্তি ধীরে ধীরে পালটা আঘাত হানতে থাকেন। তবে তাঁরাও গোল মুখ খুলতে ব্যর্থ। মুম্বইকে জোনাল মার্কিংয়ের গেরোয় আটকে দ্বিতীয়ার্ধের শুরুতে শিবাশক্তিকে তুলে নিয়ে সুনীলকে নামিয়ে দারুণ চাল দেন বেঙ্গালুরু কোচ। আর পরিবর্ত হিসেবে নাঠে নেমে সুনীল বোঝালেন কেন তিনি এখনও দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে আক্রমণের ঝাঁঝ বাড়ান তিনি। 79 মিনিটে কর্নারে মাথা ছুঁইয়ে জয়ের গোল তুলে নিলেন সুনীল। ব্যবধান তিনি বাড়াতে পারতেন যদি না লাচেংপা অপ্রতিরোধ্য হতেন। প্লে-অফে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে সুনীলের গোলটি ছিল বিতর্কিত। মঙ্গলবার সুনীল ছেত্রী অনবদ্য হেডে গোল করে দলকে শুধু জয় উপহার দিলেন না, সায়মন গ্রেসন আস্থার মর্যাদা রাখলেন। একই সঙ্গে হোলির উপহার দিলেন সমর্থকদের।

মুম্বই, 7 মার্চ: রণবীর কাপুরের সামনে হারের হ্যাটট্রিক। টানা বিপর্যয়ের হাত ধরে চলতি আইএসএলের ফাইনালে ওঠার পথে বড়সড় প্রতিকূলতার সামনে মুম্বই সিটি এফসি। সেমিফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে মাঠে নেমে বেঙ্গালুরুকে অ্যাওয়ে জয় এনে দিলেন সুনীল ছেত্রী (BFC beat MCFC in the first leg of ISL semifinal)। চলতি আইএসএলে প্রাথমিক পর্বে প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালিয়েছে ডেস বাকিংহ্যামের ছেলেরা। কিন্তু খারাপ দশা শুরু হয়েছিল লিগের শেষ পর্যায় থেকে ৷ সেমিফাইনালের প্রথম লেগেও ভাগ্য বদলাল না আইল্যান্ডারদের। টানা তৃতীয় হারে যখন ফাইনাল থেকে একটু পিছু হটল লিগ শিল্ড উইনাররা, তখন টানা দশ ম্যাচ জিতে ফাইনালের গন্ধ ব্লুজ শিবিরে ৷

ফিরতি ম্যাচে কান্তিরাভায় রয় কৃষ্ণা-জাভি হার্নান্দেজরা দাপট বজায় রাখলে খেতাবি লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে যাবে বিএফসি। মুম্বই সিটি এফসি'র ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসার কাজটি ছিল সিংহের গুহায় সিংহ শিকারের সমান। সেই কাজটাই কৌশলে ভর দিয়ে অসাধারণ ভাবে করে গেল বেঙ্গালুরু। প্রথমার্ধে দাপুটে শুরুর মধ্যে দিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রেখেছিল মুম্বই। কিন্তু সন্দেশ ঝিঙ্গানের সামনে তাদের যাবতীয় আক্রমণ থেমে যায়। গ্রেগ স্টুয়ার্ট, আহমেদ জাহু , লালিয়ানজুয়ালা ছাঙতে, বিপিন সিংদের যাবতীয় প্রচেষ্টা থামালেন সন্দেশ ৷ ম্যাচের সেরা প্রবীর দাস।

আরও পড়ুন: ক্লাবের চিঠি পেয়ে লাল-হলুদ কর্তাদের বোর্ড মিটিংয়ে ডাক পাঠাল ইমামি

রক্ষণের মরিয়া লড়াই পরবর্তীতে ছড়িয়ে পড়ে আক্রমণভাগে। রয় কৃষ্ণা, শিবাশক্তি ধীরে ধীরে পালটা আঘাত হানতে থাকেন। তবে তাঁরাও গোল মুখ খুলতে ব্যর্থ। মুম্বইকে জোনাল মার্কিংয়ের গেরোয় আটকে দ্বিতীয়ার্ধের শুরুতে শিবাশক্তিকে তুলে নিয়ে সুনীলকে নামিয়ে দারুণ চাল দেন বেঙ্গালুরু কোচ। আর পরিবর্ত হিসেবে নাঠে নেমে সুনীল বোঝালেন কেন তিনি এখনও দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে আক্রমণের ঝাঁঝ বাড়ান তিনি। 79 মিনিটে কর্নারে মাথা ছুঁইয়ে জয়ের গোল তুলে নিলেন সুনীল। ব্যবধান তিনি বাড়াতে পারতেন যদি না লাচেংপা অপ্রতিরোধ্য হতেন। প্লে-অফে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে সুনীলের গোলটি ছিল বিতর্কিত। মঙ্গলবার সুনীল ছেত্রী অনবদ্য হেডে গোল করে দলকে শুধু জয় উপহার দিলেন না, সায়মন গ্রেসন আস্থার মর্যাদা রাখলেন। একই সঙ্গে হোলির উপহার দিলেন সমর্থকদের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.