ETV Bharat / sports

ISL Final 2022-23: মধুর প্রতিশোধই লক্ষ্য ! 'বাগান বধে' মরিয়া প্রবীর-কৃষ্ণা-জাভি - মোহনবাগানের তিন প্রাক্তনী

মোহনবাগানের তিন প্রাক্তনী ৷ আইএসএল ফাইনালে নামবেন বাগানের বিরুদ্ধেই ৷ রয় কৃষ্ণা, জাভি হার্নান্দেজ, প্রবীর দাসরা জুয়ান ফেরান্দোর আমলে ব্রাত্য (Bengaluru FC eye to Clinch Indian Super League) ৷ প্রতিশোধ নিয়ে মরিয়া ত্রয়ী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 10:59 AM IST

মারগাও, 18 মার্চ: রয় কৃষ্ণা, জাভি হার্নান্দেজ, প্রবীর দাস ৷ বেঙ্গালুরু এফসির আক্রমণের তিন ফলা । উইং ধরে বাঙালি সাইডব্যাকের দৌড় এবং মাপা সেন্টার থেকে রয় কৃষ্ণার গোলের মুখ খুলে ফেলা ৷ আইএসএল-এর পুরনো ছবি হয়ে রয়ে গিয়েছে । মাঝমাঠে জাভি হার্নান্দেজ নিজের দিনে যেকোনও প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসতে পারেন (Bengaluru FC eye to Clinch Indian Super League ) ।

চলতি আইএসএল-এ বেঙ্গালুরু এফসি টানা 11টি ম্যাচে অপরাজিত । খাদের কিনারা থেকে ট্রফির সামনে 'মেন ইন ব্লু' । শিবশক্তি, রোশনের মত দলের তরুণ ব্রিগেড যদি দলের লড়াইয়ের রসদ হয়, তাহলে প্রবীর-কৃষ্ণা-হার্নান্দেজের অভিজ্ঞতা যেন বেঙ্গালুরুর দিগনির্দেশক । তিনজনই সবুজ-মেরুন সাজঘরের আবহাওয়া জানেন । আন্তোনিও লোপেজ হাবাসের আমলে সবুজ-মেরুন জার্সিতে ফাইনাল খেলেছেন । তিনজনেরই আবার লাল-সাদা জার্সিতে এটিকের হয়ে আইএসএল জয়ের কৃতিত্ব রয়েছে । এবার নতুন প্রেক্ষাপটে এটিকে মোহনবাগানের সামনে ত্রয়ী ।

দল বদল করলেও তাঁরা ফুরিয়ে যাননি । বরং নতুন দলে নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছেন । জুয়ান ফেরান্দোর আমলে এটিকে মোহনবাগানে ব্রাত্য ত্রয়ী কি বোঝাতে পারবেন সেকথা ? ফেরান্দোর দলের ব্রাত্যরা সাইমন গ্রেসনের দলে তুরুপের তাস হয়ে উঠতে পারেন তা প্রমাণিত । তিনটি গোল করেছেন রয় কৃষ্ণা, কিন্তু খেলার স্টাইল বদলে আরও বেশি ইউটিলিটি ফুটবলার হয়ে উঠেছেন । গোলের জন্য প্রতিপক্ষের বক্সে অপেক্ষায় থাকাই নয়, প্রতিপক্ষের আক্রমণ থামাতে নিচেও নামছেন তিনি । তাঁর পরিবর্তিত ফুটবল স্টাইলের প্রশংসা এটিকে মোহনবাগানের ডিফেন্ডার স্লাভকোর গলায় ।

স্লাভকোর মতে, “ওগবেচে বক্সে খেলতে ভালোবাসে । কিন্তু রয় কৃষ্ণা অনেকটা জায়গা জুড়ে খেলে । ওর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার । তা থেকেই জানি, রয় কৃষ্ণা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । তাই আমাদের সতর্ক থাকতে হবে ।” শনিবার ফিজিয়ান স্ট্রাইকার যে মধুর বদলা নিতে চাইবেন তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: শ্বশুরমশাই সমর্থন না-করলে ক্ষমা করে দেব: সুনীল

ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণার ছায়ায় আটকে থাকা জাভি হার্নান্দেজ বেঙ্গালুরু এফসির বর্তমান আক্রমণ ভাগের সেরা স্তম্ভ । মাঝমাঠে খেলা তৈরি করছেন, সেটপিস থেকে বিষ সেন্টারে প্রতিপক্ষ ডিফেন্সকে বোকা বানাচ্ছেন তিনি । শুধু গোলের বল তৈরি নয়, গোলও করছেন জাভি । তাই তিনিও বেঙ্গালুরুর মিশন মেরিনার্সে শনিবার নামছেন ট্রফি জয়ের সংকল্পে ।

সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলে যে'কজন বাঙালি ফুটবলার ধারাবাহিকভাবে ভালো খেলছেন তাদের মধ্যে প্রবীর দাস অন্যতম । জুয়ান ফেরান্দোর সংসারে ব্রাত্য হয়ে পড়া বাঙালি সাইডব্যাক সুনীল ছেত্রীদের ক্লাবে নিজেকে ফিরে পেয়েছেন । সিরিয়ালের জনপ্রিয় মুখ গীতশ্রী রায়ের সঙ্গে লিভ-ইন করার পাশাপাশি মাঠেও পুরনো ছন্দে প্রবীর দাস । তাঁর প্রান্তিক দৌড় ও সেন্টার ফের পুরনো শানিত চেহারায় ফিরেছে । নতুন হেয়ার কাটে প্রবীরের খেলায় সবুজ-মেরুন বধের মশলা থাকবে ধরে নেওয়া যায় । শনিবারের আইএসএল ফাইনাল বেঙ্গালুরু এফসির তিন ফুটবলারের কাছে জবাব দেওয়ার মঞ্চ ।

আরও পড়ুন: টাইব্রেকার নয়, 90 মিনিটেই ম্যাচের ফলাফল চান ফেরান্দো

মারগাও, 18 মার্চ: রয় কৃষ্ণা, জাভি হার্নান্দেজ, প্রবীর দাস ৷ বেঙ্গালুরু এফসির আক্রমণের তিন ফলা । উইং ধরে বাঙালি সাইডব্যাকের দৌড় এবং মাপা সেন্টার থেকে রয় কৃষ্ণার গোলের মুখ খুলে ফেলা ৷ আইএসএল-এর পুরনো ছবি হয়ে রয়ে গিয়েছে । মাঝমাঠে জাভি হার্নান্দেজ নিজের দিনে যেকোনও প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসতে পারেন (Bengaluru FC eye to Clinch Indian Super League ) ।

চলতি আইএসএল-এ বেঙ্গালুরু এফসি টানা 11টি ম্যাচে অপরাজিত । খাদের কিনারা থেকে ট্রফির সামনে 'মেন ইন ব্লু' । শিবশক্তি, রোশনের মত দলের তরুণ ব্রিগেড যদি দলের লড়াইয়ের রসদ হয়, তাহলে প্রবীর-কৃষ্ণা-হার্নান্দেজের অভিজ্ঞতা যেন বেঙ্গালুরুর দিগনির্দেশক । তিনজনই সবুজ-মেরুন সাজঘরের আবহাওয়া জানেন । আন্তোনিও লোপেজ হাবাসের আমলে সবুজ-মেরুন জার্সিতে ফাইনাল খেলেছেন । তিনজনেরই আবার লাল-সাদা জার্সিতে এটিকের হয়ে আইএসএল জয়ের কৃতিত্ব রয়েছে । এবার নতুন প্রেক্ষাপটে এটিকে মোহনবাগানের সামনে ত্রয়ী ।

দল বদল করলেও তাঁরা ফুরিয়ে যাননি । বরং নতুন দলে নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছেন । জুয়ান ফেরান্দোর আমলে এটিকে মোহনবাগানে ব্রাত্য ত্রয়ী কি বোঝাতে পারবেন সেকথা ? ফেরান্দোর দলের ব্রাত্যরা সাইমন গ্রেসনের দলে তুরুপের তাস হয়ে উঠতে পারেন তা প্রমাণিত । তিনটি গোল করেছেন রয় কৃষ্ণা, কিন্তু খেলার স্টাইল বদলে আরও বেশি ইউটিলিটি ফুটবলার হয়ে উঠেছেন । গোলের জন্য প্রতিপক্ষের বক্সে অপেক্ষায় থাকাই নয়, প্রতিপক্ষের আক্রমণ থামাতে নিচেও নামছেন তিনি । তাঁর পরিবর্তিত ফুটবল স্টাইলের প্রশংসা এটিকে মোহনবাগানের ডিফেন্ডার স্লাভকোর গলায় ।

স্লাভকোর মতে, “ওগবেচে বক্সে খেলতে ভালোবাসে । কিন্তু রয় কৃষ্ণা অনেকটা জায়গা জুড়ে খেলে । ওর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার । তা থেকেই জানি, রয় কৃষ্ণা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । তাই আমাদের সতর্ক থাকতে হবে ।” শনিবার ফিজিয়ান স্ট্রাইকার যে মধুর বদলা নিতে চাইবেন তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: শ্বশুরমশাই সমর্থন না-করলে ক্ষমা করে দেব: সুনীল

ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণার ছায়ায় আটকে থাকা জাভি হার্নান্দেজ বেঙ্গালুরু এফসির বর্তমান আক্রমণ ভাগের সেরা স্তম্ভ । মাঝমাঠে খেলা তৈরি করছেন, সেটপিস থেকে বিষ সেন্টারে প্রতিপক্ষ ডিফেন্সকে বোকা বানাচ্ছেন তিনি । শুধু গোলের বল তৈরি নয়, গোলও করছেন জাভি । তাই তিনিও বেঙ্গালুরুর মিশন মেরিনার্সে শনিবার নামছেন ট্রফি জয়ের সংকল্পে ।

সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলে যে'কজন বাঙালি ফুটবলার ধারাবাহিকভাবে ভালো খেলছেন তাদের মধ্যে প্রবীর দাস অন্যতম । জুয়ান ফেরান্দোর সংসারে ব্রাত্য হয়ে পড়া বাঙালি সাইডব্যাক সুনীল ছেত্রীদের ক্লাবে নিজেকে ফিরে পেয়েছেন । সিরিয়ালের জনপ্রিয় মুখ গীতশ্রী রায়ের সঙ্গে লিভ-ইন করার পাশাপাশি মাঠেও পুরনো ছন্দে প্রবীর দাস । তাঁর প্রান্তিক দৌড় ও সেন্টার ফের পুরনো শানিত চেহারায় ফিরেছে । নতুন হেয়ার কাটে প্রবীরের খেলায় সবুজ-মেরুন বধের মশলা থাকবে ধরে নেওয়া যায় । শনিবারের আইএসএল ফাইনাল বেঙ্গালুরু এফসির তিন ফুটবলারের কাছে জবাব দেওয়ার মঞ্চ ।

আরও পড়ুন: টাইব্রেকার নয়, 90 মিনিটেই ম্যাচের ফলাফল চান ফেরান্দো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.