ভাস্কো, 5 মার্চ : হার দিয়ে আইএসএল অভিযান শেষ করল এসসি ইস্টবেঙ্গল । পয়েন্ট টেবিলের লাস্ট বয় । 20 ম্যাচে মাত্র 11 পয়েন্ট ৷ 11 ম্যাচে হার ৷ গোটা টুর্নামেন্টে জয় মাত্র একটি ম্যাচে ৷ আইএসএলে ইস্টবেঙ্গলে শুধুই অন্ধকার ৷ সেই ম্যাচ জিতে সেই ক্ষতে খানিক প্রলেপ দিতে চেয়েছিল মারিয়োর ছেলেরা ৷ কিন্তু ছবিটা বদলাল না (Bengaluru FC beat SC East Bengal) ৷
মার্কো পেজ্জাওলির বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 1-0 ব্যবধানে হারল লাল-হলুদ । 24 মিনিটে সুনীল ছেত্রীর একমাত্র গোল বেঙ্গালুরু এফসিকে পয়েন্ট টেবিলের ছ'নম্বরে পৌঁছে দিল ।
হারের পরে যেকোনও যুক্তি বেমানান । তবুও বলতে হয়, পদ্মাপাড়ের ক্লাবের শনিবারের পারফরম্যান্সে পরাজয়ের তকমা বেমানান । কোচ মারিও রিভেরা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন । কুকি, শুভ ঘোষরা নিয়মরক্ষার ম্যাচে নেমে লড়লেও মশাল জ্বালাতে ব্যর্থ । আর এই ব্যর্থতার জন্য দলের বিদেশীদের দায় যথেষ্ট ।
-
FULL-TIME | #SCEBBFC@MarcoPezzaiuoli's men draw the curtains on their #HeroISL 2021-22 campaign with a win! ✅#LetsFootball | @sc_eastbengal @bengalurufc pic.twitter.com/k4WPRqe913
— Indian Super League (@IndSuperLeague) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FULL-TIME | #SCEBBFC@MarcoPezzaiuoli's men draw the curtains on their #HeroISL 2021-22 campaign with a win! ✅#LetsFootball | @sc_eastbengal @bengalurufc pic.twitter.com/k4WPRqe913
— Indian Super League (@IndSuperLeague) March 5, 2022FULL-TIME | #SCEBBFC@MarcoPezzaiuoli's men draw the curtains on their #HeroISL 2021-22 campaign with a win! ✅#LetsFootball | @sc_eastbengal @bengalurufc pic.twitter.com/k4WPRqe913
— Indian Super League (@IndSuperLeague) March 5, 2022
আরও পড়ুন : গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বাগান
বিরতির আগেই দুটো সহজ সুযোগ নষ্ট করেন পেরোসোভিচ ৷ প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি লাল-হলুদ স্ট্রাইকার । বিরতির পরে সুযোগ নষ্ট করেন মার্সেলো । ম্যাচের সেরা বেঙ্গালুরু এফসি গোলরক্ষক লারা শর্মা । তাঁর কাছেই আটকে গেল রিভেরার জিতে আইএসএল শেষ করার স্বপ্ন ৷